ওবায়দুল কাদের

সংলাপের পার্ট শেষ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পার্ট শেষ হয়ে গেছে। এক সময় বলেছিলাম শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ। গতকাল রোববার দুপুর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পরিদর্শনে এসে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলে তিনি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই দল আবার কে? সন্ত্রাসীদের সংলাপ সঙ্গে হয় না। এবার তারা (বিএনপি) আবারও প্রমাণ করেছে তারা আগুন সন্ত্রাসের দল। এখন তারা যা করছে, এরপর আর সংলাপের পরিবেশ নেই।
বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন, তাদের দেখ যায় না। বিএনপির ১ কোটি নেতাকে ঘর ছাড়া করা হয়েছে, আর ৮ হাজার নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে এসব মুখে না বলে তারা (বিএনপি) তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কাছে সেই তালিকা দেবো। তাদের ১ কোটি ঘর ছাড়া, ৮ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করার কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা পালিয়েছেন, তাহলে তাদের ১ কোটি নেতা-কর্মীরা কোথায় গেল? এই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে কী অবস্থা করে রেখেছিল বিএনপি। তারা আমাদের নেতা-কর্মীদের দাঁড়াতেই দেয়নি। বিএনপি-জামায়াত যা করছে, তা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।

বিএনপির প্রতি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, তারা পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা করেছে। বিচারপতির বাসায় হামলা করছে, একজন পুলিশকে তারা হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে। পুলিশের উপর আক্রমণ, গাড়ির হেলপারকে পুড়িয়ে মারা, পুলিশ হসপিটালে হামলা; মির্জা ফখরুলসহ কেউ কি এর দায় এড়াতে পারবে? একজনও এড়াতে পারবেন না। তাদের নির্দেশেই এই সন্ত্রাস হয়েছে। কানাডার আদালতও সঠিকভাবেই বলেছে, তারা সন্ত্রাসী সংগঠন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির থাবা থেকে রক্ষার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা এমনেই ভয়ে আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির বড় বড় নেতাদের নির্দেশে সন্ত্রাস হয়েছে, তাদের বিচার হতেই হবে। ২৮ অক্টোবর পুলিশ পিটিয়ে হত্যা করেছে। এই অপরাধের কি ছাড় দেওয়া হবে? না, ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের পিটিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। পুলিশ হাসপাতালে হামলা করেছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে না? তাদের কি ছাড় দেওয়া উচিত?

তিনি আরো বলেন, তারা আবার আগুন সন্ত্রাস করছে। মানুষের জনগণের জানমালের রক্ষায় নিরাপত্তা আমাদের দিতে হবে। যত স্তরের নিরাপত্তা দেওয়া দরকার, সেটা দেওয়া হবে। এই দলটা কি নাটক করতে পারে, কীভাবে নাটক সাজালো! এই নাটকের পরিচালক তারেক রহমান, মিয়া আরেফিকে বাইডেনের ভূয়া উপদেষ্টা বানালো। মিডিয়ার এতো ব্যস্ত, ডাকবার কোনও সুযোগ নেই। সরকারের পতন ঘটানোর জন্য বাইডেনের দোস্ত বানিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া বাড়ি। সারওয়ার্দীর মতো চতুর লোক কীভাবে তাকে নিয়ে আসলো। আন্দোলন নিজেরা করেছে। নিজেরাই নিজেদের আন্দোলন ভণ্ডুল করেছে। আমির খসরু এখন কোথায় গেল, যেসব বড় নেতারা গ্রেফতার হয়েছে; তারা কি এর দায় এড়াতে পারে। মির্জা ফখরুলসহ তাদের নির্দেশেই এসব অপরাধ হয়েছে।
তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী থাকুক না বাইরে। দুয়েকজন কথা বলার লোক থাকা দরকার। তবে ইচ্ছে থাকলেও অনেক সময় গ্রেফতার করা যায় না। তাদের তো বিভিন্ন সারির নেতারা রয়েছে। তাদের আসল নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আছেই। সে স্কাইপিতে বিদেশ থেকে নির্দেশ দিচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১২ দেশ পোশাক নেবে না, এটা গুজব।

এ দিকে, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম বঙ্গববন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়েই হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা এখানে নেওয়া হবে। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করবে তাদেরকে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। কবে থেকে এ কার্যক্রম শুরু হবে সেটা আমরা জানাব। প্রস্তুতি আমরা শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সে সুযোগও থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

 

অবরোধে ঢাকা বিচ্ছিন্ন
রাজধানীসহ সারাদেশেই বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ষ বগুড়াসহ বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ষ রাজধানী কার্যত সড়ক ও নৌপথে বিচ্ছিন্ন ষ যাত্রীশূন্য টার্মিনালে ছিল না চিরচেনা চিত্র
স্টাফ রিপোর্টার
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির এই কর্মসূচিতে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও রাজধানী ঢাকাসহ সারাদেশেই বিক্ষোভ, মশাল মিছিল, সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। বগুড়াসহ বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে অবরোধে রাজধানী কার্যত সড়ক ও নৌ পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রোববার সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি, ঢাকায় প্রবেশ করেনি দূরপাল্লার কোন বাস। যদিও অবরোধের আগের দিন বাস মালিক সমিতির পক্ষ থেকে অবরোধে গাড়ী চালানোর ঘোষণা দিয়েছিল কিন্তু সকালে গাবতলীতে গিয়ে দেখা যায় কোন বাস কাউন্টারই খোলা নেই। যাত্রীশূন্য টার্মিনালে ছিলনা চিরচেনা চিত্র। একই অবস্থা দেখা গেছে মহাখালী ও সায়েদাবাদেও। অন্যদিকে রাজধানীর সড়কও ছিল সারাদিনই ফাঁকা। মাঝে মাঝে দু’একটি গণপরিবহন ও প্রাইভেট পরিবহন দেখা গেলেও বেশিরভাগই ছিল রিক্সা ও মোটরসাইকেল। সাধারণ দিনগুলোতে নগরীর মানুষ যেভাবে রাস্তায় বের হন, অবরোধের দিনে দেখা গেছে তার উল্টো চিত্র। গুলশান, বাড্ডা, কারওয়ান বাজার, মগবাজার, পল্টন, মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় এদিন সাধারণ মানুষের চলাফেরা ছিল অনেক কম। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। সড়ক পরিবহনের মতো সদরঘাট থেকেও এদিন ছেড়ে যায়নি লঞ্চ। সদরঘাট এলাকায় দেখা যায় যাত্রীশূণ্য, যাত্রীর অভাবে লঞ্চ ছেড়ে যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। কিন্তু যাত্রী সংখ্যা ছিল অনেক কম।

এদিকে অবরোধের সমর্থনে গতকাল রাজধানীসহ সারাদেশেই বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। রাজধানীতেও বিচ্ছিন্নভাবে মিছিল বের করে নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতয়ালী, বংশাল, হাজারীবাগ, মতিঝিল, ওয়ারী, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও, লালবাগ থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে আওয়ামী লীগ ও পুলিশ বিভিন্নস্থানে হামলা চালায় বলে অভিযোগ করেছে নগর বিএনপির নেতারা। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত এবং ২১ জনকে গ্রেফতার হয়। দয়াগঞ্জ কদমরসূল মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, কোতায়ালী এবং ওয়ারী থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্লোগানমূখর মিছিলটি দয়াগঞ্জ হয়ে পোস্তগোলার দিকে অগ্রসর হলে পুলিশ হামলা করে। এখান থেকে ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসূদ আফসার, ৪৪ নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমেদ জন ,সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪৫ নং ওয়ার্ডের রবিন সহ কয়েকজনকে আটক করে পুলিশ। ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের দোলাইপাড়ে অবরোধের সমর্থনে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে ।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নগরীর মিটফোর্ড এলাকায় অবরোধের সমর্থনে লালবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশী হামলার শিকার হয়। এতে আহত হন নগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনসহ কয়েকজন নেতাকর্মী। যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে এবং শনির আখড়া, ডেমরা এবং মাতুয়াইলে বিভিন্নস্থানে পিকেটিং করে। হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝিগাতলা এবং আজিমপুর এলাকায় মিছিল করে। ফকিরেরপূল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।

খিলগাঁও চৌরাস্তা, সিপাইবাগ এবং তালতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খিলগাঁও থানা বিএনপি। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানা বিএনপি সুবাস্ত টাওয়ারের সামনে, মিরপুর ১ং গোল চত্বরের সামনে থানা বিএনপির উদ্যাগে, পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মোহাম্মদপুর বেড়িবাঁধে আদাবর থানা বিএনপি, কাকলীতে বনানী থানা বিএনপি, তুরাগ থানার উদ্যাগে আব্দুল্লাহপুর, রামপুরা থানার উদ্যাগে বনশ্রী এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যােগে গুলশান লিংক রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মালিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা, শ্যামলীতে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে নেতাকর্মীরা, কর্মিটোলা হাসপাতালের সামনে সড়কে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে ও বনশ্রী এলাকায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বগুড়া ব্যুরো জানায়, অবরোধ কর্মসূচির সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন পয়েন্টে মিছিল, পিকেটিং ও সমাবেশ করেছে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অবরোধ চলাকালে দিনের প্রথমভাগে কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুঁড়লে এক বিএনপি নেতা আহত হন।
অন্যদিকে আগের অবরোধের তুলনায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা বেশি সক্রিয়তা দেখিয়েছে। বেশ কয়েকটি স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতে পুলিশ পাহারায় মহাসড়কে যানবাহন পার করার সময় পেছন থেকে ঢিল ছুঁেড় চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে অবরোধকারীরা ককটেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তিনমাথা তেলিপুকুর নামক স্থানে বিএনপি নেতা মাহবুবর রহমান ওরফে মাহবুব পায়ে গুলিবিদ্ধ এবং রাবার বুলেটে ৫-৬ জন আহত হন। সকালে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে পিকেটিং ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী ব্যুরো জানায়, বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাস টার্মিনাল ও বিআরটিসি বাস ডিপো বন্ধ দেখা যায়। তবে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলছে। নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সাহেববাজার, তালাইমারী, নওদাপাড়া, ভদ্রা, রেলগেট ও স্টেশনে পুলিশ ও র‌্যাবকে টহল দিতে দেখা যায়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস চালানোর। সব বাস কাউন্টারও খোলা আছে। তবে যাত্রী না থাকার কারণে বাস চলছে না। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, প্রতিদিনের মতো সকালে ট্রেন ছেড়ে গেছে। সকালে তিতুমীর সিল্কসিটি, মধুমতি, বনলতা, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে তিতুমীর ও ধুমকেতু এক্সপ্রেস বন্ধ আছে। এছাড়া কমিউটার আইআর ট্রেনগুলো চলাচল করছে।
সিলেট ব্যুরো জানায়, সকাল থেকে সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং করেছে অবরোধ সমর্থকরা। গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস সিলেট ছাড়েনি। নগরেও তুলনামূলকভাবে যান চলাচল কম। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার ভরাউট এলাকায় মাথায় হেলমেট পরে ও গামছায় মুখ বেঁধে ইট আর ইটের টুকরা বিছিয়ে সড়ক অবরোধ করেন। সেখানে তারা আধঘণ্টা অবস্থান করে এরপর স্থান ত্যাগ করেন।

এদিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকপুর ও কাজলশাহ এলাকায় সকালে নেতাকর্মীরা গাছের ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন। নগরের নাইওরপুল থেকে কুমারপাড়া সড়কে পিকেটিংয়ের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নগরের শাহপরান এলাকায় পিকেটারেরা গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভাঙচুর করেন। সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় খাদ্যপণ্যবাহী পিকআপভ্যানে আগুন দিয়েছে পিকেটাররা। এসময় পুলিশ ধাওয়া করে এক পিকেটারকে আটক করেছে বলে জানিয়েছেন মাগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিন।

এ ছাড়া গতকাল সকালে নগরের কুমারগাও তেমুখী এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কুমারগাও তেমুখী এলাকায় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, নগরীর সুবিদবাজার এলাকায় মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত করেছে যুবদল। ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়াও অন্যান্য সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও টহল দিতে দেখা গেছে।

বরিশাল ব্যুরো জানায়, বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীসহ সারাদেশের সাথেই সড়ক পথে যাত্রী চলাচল বন্ধ ছিল। বাস কাউন্টার থেকে বলা হচ্ছে,‘যাত্রী নেই’, গাড়ি ছাড়ব কিভাবে ?’ বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসহ দক্ষিণাঞ্চলের সবগুলো টার্মিনাল অনেকটাই ফাঁকা চিল। তবে সশস্ত্র আনসারসহ পুলিশ চৌকি বসান হয়েছে। সকালে বরিশাল বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের রহমতপুর এলাকায় রাস্তার ওপর টায়ার জ¦ালিয়ে অবরোধে করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। অপরদিকে যাত্রীর অভাবে বেশীরভাগ আঞ্চলিক রুটের নৌযান চলেনি।

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের সোনাপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়া অঞ্চলে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পরিমানে কম হলেও চলাচল করছে পণ্যবাহী ট্রাক। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। আর পুলিশ পাহারায় সারাদেশে সরবরাহ করা হচ্ছে চাল। গতকাল কুষ্টিয়া-ঢাকা, কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে শহর ও মহাসড়কে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ট্রাকসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। গতকাল সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। অবরোধ সমর্থনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

সকাল ৭টায় চাষাঢ়া-আদমজী সড়কের তল্লা এলাকায় মিছিল বের করেন মহানগর যুবদলের নেতাকর্মী। এ সময় তারা একটি প্রাইভেট কার ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ আসার আগেই সড়ক ছেড়ে দেন নেতাকর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়ক অংশে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করেন পিকেটাররা।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সড়কে অবস্থান করে নানা স্লোগান দেন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

এদিকে সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী ও বরাব এলাকার মাঝামাঝি সড়ক অবরোধ করেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে অগ্নিসংযোগ করেন। সকাল ৬টার সময় অবরোধের সমর্থনে উপজেলার বস্তল এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল ৯টার দিকে শহরের খানপুর এলাকায় ডিসি বাংলোর সামনে সিটি করপোরেশনের ময়লার ডাম্পট্রাকে ভাঙচুর চালানোর খবর পাওয়া যায়। তবে কে বা কারা এই ভাঙচুর চালিয়েছে, তা জানা যায়নি। অন্যদিকে অবরোধের আগের রাতেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল বাসে আগুনের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা আছে। জেলাজুড়ে যানবাহন চলাচল স্বাভাবিক।
গাজীপুর জেলা, ও কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা জানান, কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বাস ও ট্রাকস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো.হুমায়ূন কবীর খাঁন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মো. মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পারভেজ আহমেদ প্রমুখ।

অপরদিকে গত শনিবার সন্ধ্যার পর অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি মশাল মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় প্রদক্ষিণ করে।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসের সিটে আগুনের ঘটনা ঘটে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসের আসনে আগুন লাগার এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল।
অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজার, সেনবাগের ছমির মুন্সিহাট ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা শহরের নাপিতের পোল এলাকায় পিকেটিংয়ের সময় ছাত্রদল নেতা মুরশিদুর রহমান রায়হানকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বেগমগঞ্জে বিএনপির চারজন, কোম্পানীগঞ্জে দু’জন, সদর উপজেলায় এক ছাত্রদল নেতা রয়েছে।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীতে জেলা বিএনপির কোনো কার্যক্রম লক্ষ করা না গেলেও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের নেতৃবৃন্দ গতকাল দুপুরে অবরোধের সমর্থন ও কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষাভ মিছিল করে কোর্ট এলাকা প্রদক্ষিন করেন। পরে তারা আইনজীবী সমিতির সামনে এক পথসভার মাধ্যমে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। পথসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গণ-পরিবহন শূন্য হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। তবে মহাসড়কে সেলফি পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা গেছে। অবরোধ সমর্থনে মহাসড়ক এলাকায় দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে বিএনপি ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে অবরোধের প্রস্তুতিকালে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। অপরজনকে টাঙ্গাইল শহরে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

ফেনী জেলা সংবাদদাতা জানান, গতকাল সকাল ৮টার দিকে ফেনীর শহরের দাউদপুল এলাকা থেকে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর নের্তৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় গাছের গুড়ি ফেলে ছাত্রদল অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বজল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা প্রমুখ।

কুবি সংবাদদাতা জানান, দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তালার সঙ্গে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন। প্ল্যাকার্ডে আরো দেখা যায়, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ গতকাল রোববার ভোরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে মূল ফটকের ৪টি প্রবেশ মুখে এ তালাগুলো ঝুলানো হয়।

জানা যায়, বিএনপির ১ দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মূল ফটকে দায়িত্বরত আনসার সদস্য বাদল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল করে কয়েকজন এসে মূল ফটকের চারটি প্রবেশ মুখে চারটি তালা ঝুলিয়ে চলে যায়। তারা কারা জিজ্ঞেস করলে, তখন একজন ছাত্রদলের নেতা বলেন। এর কিছুক্ষণ পর দুই শিক্ষকের নির্দেশে আমরা তালাগুলো ভেঙে ফেলি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, সকালে খবর পাই কিছু সংখ্যক ছেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪টি তালা ঝুলিয়েছে। তবে তারা ছাত্রদলের কিনা এ বিষয়টি নিশ্চিত নই। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে অবরোধ পালিত হচ্ছে। সারা দেশের ন্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও অবরোধ সমর্থনে ক্যাম্পাসে তালা লাগিয়ে দেন।

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পান্তারপুকুর এলাকায় মিছিল করেছেন মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন। অপরদিকে মহাসড়কের বিএসআরএম ও মিঠাছড়া এলাকায় সকাল সাড়ে ৭টা দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান সমর্থকরা মিছিল করে।

বেগমগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, বেগমগঞ্জে অবরোধ পালনকালে যুবদলের সদস্য সচিবকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল সকাল ৭টায় বেগমগঞ্জের চৌমুহনীর বড়পোলে মিছিল বের করে। এ সময় বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের এক অংশ পাল্টা শান্তি মিছিল করে। এতে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষই পিছু হঁটতে বাধ্য হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আঠারবাড়ি সড়কের মহেশপুর বাজারে অবরোধ করে রাস্তা বন্ধ রাখে নেতাকর্মীরা।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, ঃ বগুড়ার গাবতলী থানা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। তিনমাথা মোড়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে