নিউইয়র্কের রাজপথে মাধ্যমিকের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
১১ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নিউইয়র্কের স্কুলশিক্ষার্থী তরুণ-তরুণীরা রাজপথে নেমে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে। মাধ্যমিকের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ম্যানহাটন ও কুইন্সে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি থেকে অবিলম্বে গাজাকে মুক্ত করে দেয়া না হলে আমেরিকাকে অচল করে দেয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা নিউইয়র্ক সিটির মিডটাউন, নিউইয়র্ক পাবলিক লাইব্রেরী ও কুইন্স বরোর বিভিন্ন এলাকায় সমাবেশ ছাড়াও বিশ্বখ্যাত ইংরেজী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস কার্যালয়ের সামনেও প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। নিউইয়র্ক টাইমস ও সিটির অন্যতম দৈনিক নিউইয়র্ক পোস্টসহ কোন কোন মিডিয়া প্যালেস্টাইনের বিরুদ্ধে এবং ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে এমন অভিযোগ করে টাইমস ভবনের সামনে বিক্ষোভ করে। এজন্য নিউইয়র্ক টাইমস ভবনের সামনে বিশেষ পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়।
প্রো-প্যালেস্টাইন গ্রুপগুলোর আহ্বানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্কুলগুলোতে হাজিরা দিয়ে আবার স্কুল থেকে বের হয়ে সমাবেশগুলোতে অংশ নেয়। তাদের সাথে অনেক স্কুলে শিক্ষকরাও অংশ নেন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার অপরাহ্নে ম্যানহাটনের ব্রায়ান পার্কের সামনে জড়ো হন কয়েক শত শিক্ষার্থী। তাদের সঙ্গে সংহতি জানিয়ে নানা বয়সের, নানা ধর্ম ও বর্ণের হাজারো মানুষ এ প্রতিবাদ-বিক্ষোভে যোগ দেন। এমনকি নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক ইহুদি ধর্মাবলম্বী ও ইসরাইলী নাগরিকও ফিলিস্তিনের পক্ষে সেøাগান দেন। বিক্ষোভ চলাকালে যুদ্ধ বন্ধ ও গাজাকে অবিলম্বে মুক্ত করে দেয়ার দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। এসময় ফিলিস্তিনের পতাকার পাশাপাশি বাংলাদেশি পতাকাও দেখা যায় প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা জানায়, জাতিসংঘসহ পুরো দুনিয়ার প্রতিবাদ সত্ত্বেও গাজার নিরীহ জনগণের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। প্রতিদিন হাজার হাজার নারী, শিশু ও বেসামরিক মানুষকে তারা পাখির মত হত্যা করছে। অথচ, এ অমানবিক ও বর্বর যুদ্ধাপরাধকে স্পষ্ট সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে সমাবেশে বক্তারা বলেন, এই সন্ত্রাসীদের সহযোগিতার জন্য আমেরিকার জনগণের ট্যাক্সের বিলিয়ন বিলয়ন ডলার খরচ করার এখতিয়ার বাইডেন সরকারের নেই। ইসরাইল অভিমূখী আর কোন যুদ্ধ সামগ্রিবাহী জাহাজ আমেরিকা ছেড়ে যেতে পারবে না বলেও হুশিয়ারী উচ্চারণ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ম্যানহাটনের রাজপথে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে উল্লেখিত সমাবেশে যোগদানকারী অভিবাসীদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ড্রাম’-এর অন্যতম সংগঠক বাংলাদেশি কাজী ফৌজিয়া জানান, আমাদের আন্দোলন মানবতার পক্ষে, বাইডেন প্রশাসন বা ডেমোক্র্যাট দলের বিরুদ্ধে নয়। আমরা চাই আমাদের ট্যাক্সের অর্থ যেন ইসরাইলের স্বার্থে ব্যবহৃত না হয়। তিনি বলেন, নির্যাতিত-নিপিড়ীত প্যালেস্টাইনিদের পক্ষে আমরা লাগাতার প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবে। নিউইয়র্কের কংগ্রেস সদস্য/সদস্যা ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধিদের অফিসের সামনে পর্যায়ক্রমে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ চলছে। তিনি এসব কর্মসূচীতে অংশ নেওয়ার পাশাপাশি জনপ্রতিনিধিদের কাছে ফোনকল, ইমেইল বা চিঠি লিখে প্যলেস্টাইনিদের পক্ষে অবস্থান নেয়ার জন্য নিউইয়র্কারদের প্রতি আহ্বান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু