স্কুলছাত্রসহ চার জেলায় নিহত ৭

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম

দেশের চার জেলায় এক স্কুলছাত্রসহ সড়কে নিহত হয়েছেন ৭জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদন-
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানে পরপর চারটি ট্রাকের সংঘর্ষে মিনি পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোর রাতে উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও পিকআপের হেলপার শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সাথে ধাক্কা লাগে, এরই মধ্যে একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ট ভ্যান সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজরে ধাক্কা দেয়, এতে কাভার্ট ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। একই সময়ে একই দিক থেকে আসা আরো একটি গম বোঝাই ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ট ভ্যানের পিছন দিকে সজরে ধাক্কা দেয়। এবং সাথে সাথে একই দিক থেকে আসা একটি মুরগী বোঝাই পিকআপ ওই গম বোঝাই ট্রাকের পিছনে সজরে ধাক্কা দেয়। এতে পিকাপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকাপের চালক ও হেলপারের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান থানায় নেয়া হয়েছে। চালক ও সহযোগিদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও আহত হয়েছে অপর এক ছাত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংগাইর পৌর এলাকার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রীজ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তাহমিন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর চারিগ্রামের রুহুল আমিনের ছেলে।
জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর ব্রীজের পশ্চিম পাশের ঢালে একটি সিএনজি ঘুরানোর সময় পূর্ব দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালকসহ পিছনে থাকা আরোহী ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাতে তাহমিনের মৃত্যু হয়। সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মামলার প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকায় মোবাইল টাওয়ারের সামনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো- রামগতি উপজেলার চর আলগী গ্রামের বাসিন্দা মো. আরিফ ও মোমিন।
পুলিশ সূত্রে জানা যায়, আরিফ ও মোমিন মোটরসাইকেল যোগে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।
শাবি সংবাদদাতা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকের গাড়ির ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ভবনের সামনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এসোসিয়েট প্রফেসর ড. মো. এনামুল হক জনির গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২ টার দিকে ক্লাসমেটদের সাথে গোলচত্বর থেকে ক্লাসে যাওয়ার পথে ওই ছাত্রী গাড়ির ধাক্কায় পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে গাড়িটি চলে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে সে পায়ে ব্যথা পায়, ক্ষত তৈরি হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এক্সরেতে তার পায়ে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়ে নি।
এর আগে ২০১৬ সালে ক্যাম্পাসের ভিতরে কিলোরোডে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আরিফুল ইসলামের গাড়ি চাপায় দুইজন পথচারী নিহত হন।
বাগেরহাট : বাগেরহাটের রামপালে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার রনসেন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ফকিরহাট উপজেলার বট্টখামার এলাকার সাত্তারের ছেলে রাজ্জাক এবং রাজশাহীর বাগমারার বুজরুক কৌড় গ্রামের মজিবর রহমানের ছেলে হারুন-অর-রশীদ।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহিকে হাসপালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাইভেটকারের চালক ও যাত্রীরা পলাতক রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান

এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান

শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা

শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা

মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!

মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!

সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি

রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের

ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন

পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন

তামিমকে বিসিবির ধন্যবাদ

তামিমকে বিসিবির ধন্যবাদ

গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস

গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি

গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি

উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি

উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি

সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল

সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু