তাকওয়া অবলম্বনকারীর দুনিয়া ও আখেরাতে সুসংবাদ রয়েছে
১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
যারা তাকওয়া অর্জন করে তারাই মুত্তাকি। আল্লাহকে না দেখেই তাকে ভয় করতে হবে। মহান আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। তাকওয়া ছুটে যেতে পারে। তওবাহ করে পুনরায় তাকওয়া অর্জন করতে হবে। যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য দুনিয়া-আখেরাতেই সুসংবাদ রয়েছে। গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব মুফতি মো. রুহুল আমিন এসব কথা বলেন। খতিব বলেন, গুনা হয়ে গেলেও তওবাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা চাওয়াকে পছন্দ করেন।
রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব প্রিন্সিপাল মাওলানা খালিদ সাইফুল্লাহ জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেছেন, হক্কানী আলেমদের সংস্পর্শে পাপিষ্ঠ ব্যক্তি আবেদে পরিণত হয়ে জান্নাতী মানুষে রূপান্তরিত হয়। অপরদিকে চাটুকার, স্বার্থান্বেষী আলেমের পদাঙ্ক অনুসরণে মানুষের আমল নষ্ট হয়ে জাহান্নামে পতিত হয়। লোভ-সম্পদ ও ক্ষমতার মোহে যুগে যুগে অনেক নামধারী আলেম ভ্রান্ত মতবাদ ও মতাদর্শ উপস্থাপনের মাধ্যমে চির নিন্দিত হয়েছে। আবার অসংখ্য জাহেল ব্যক্তির দ্বারা আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে হেদায়েতের সন্ধান দিয়েছে। প্রকৃত আলেম, হক্কানী পীর-মাশায়েখদের ইতায়েত ও ইত্তেবা করতে হবে। ফতোয়াবাজ, সুযোগসন্ধানী আলেমদের ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে।
খতিব বলেন, একজন আলেম দেশ জাতীর জন্য মহামূল্যবান সম্পদ, সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষা ও মানুষকে দ্বীন তথা সঠিক পথের দিশা প্রদানের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলার মতো মহান কাজে নিয়োজিত থাকেন। ইবলিশের প্ররোচনায় কখনো কখনো একজন আলেমই সাধারণ মানুষের জাহান্নামী হওয়ার কারণ হতে পারে। রাসূল (সা.) বলেন, আমি আমার উম্মতের একটি বিষয়কে দজ্জালের চেয়েও বেশি ভয় করি। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সেটা কি? তিনি বললেন, বিপথগামী ও পথভ্রষ্ট আলেম (সহিহ মুসলিম)। বর্তমানে আমাদের সমাজে ঐ সকল দাজ্জাল থেকেও ভয়ঙ্কর বিপথগামী পথভ্রষ্ট আলেমে সয়লাব। ক্ষমতা, পদ-পদবি, লোভের আশায় কিছু কিছু আলেম নামের সুযোগসন্ধানী ইসলামের অপব্যাখ্যায় লিপ্ত রয়েছে হরহামেশা। হারামাকে হালাল ও হালালকে হারাম বলতে দ্বিধাবোধ করছে না তারা। জ্ঞানের গভীরতা না থাকা সত্ত্বেও মুহূর্তের মধ্যে ফতোয়া দিচ্ছেন। অথচ রাসূল (সা.), সাহাবায়ে কেরাম, তাবেয়ী, তাবেতাবেয়ী, আয়িম্মায়ে মুজতাহিদীনগণও সিদ্ধান্ত দেয়ার বিষয়ে কালক্ষেপণ করেছেন। বিতর্কিত বিষয়সমূহ সতর্কতার সাথে সমাধান করতেন। বর্তমান জামানার আলেমগণ কি তাহলে ইসলাম সম্বন্ধে তাদের থেকে অধিক জ্ঞানী?
উপস্থিত মুসল্লিদের পথভ্রষ্ট আলেম সম্পর্কে সতর্ক করতে গিয়ে খতিব বলেন, হক্কানী আলেমের কিছু বৈশিষ্ট থাকবে। তারা হবেন নির্লোভ, নিষ্কলুষ, সৎ চরিত্রবান, সম্পদের মোহ তাদের স্পর্শ করতে পারবে না। পদ-পদবি টিকিয়ে রাখার জন্য কখনই অতিরঞ্জিত হয়ে ইসলাম অসমর্থিত কথা বলবে না। নেতাকে খুশি রাখার জন্য এমন কোনো কথা বলবে না যাতে আল্লাহ অখুশি হন। দুনিয়ার সমস্ত সম্পদ-ক্ষমতার বিনিময়েও ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হবে না এছাড়াও সকল ধরনের উত্তম গুনে গুনান্বিত হবেন তারা। প্রসিদ্ধ তাবেয়ী আবু রাজিম (রা.), ইমাম আজম আবু হানিফা (রা.), ইমাম মালেক (রা.), ইমাম আহমদ ইবনে হাম্বল (রা.), বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.), মুজাদ্দেদে আলফেসানী (রহ.) সহ অসংখ্য হক্কানী আলেমদের জীবনী পর্যালোচনা করলে দেখতে পাই তারা কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি। প্রচলিত সরকার ব্যবস্থার সাথে সর্বদাই তাদের মতামত সাংঘর্ষিক ছিল। তৎকালীন শাসকদের ইসলামবিরোধী কর্মকাণ্ডকে প্রতিরোধ কারার জন্য জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেননি তারা। তাদের ঈমানী চেতনা এতটাই শক্তিশালী ছিল যে, দুনিয়ার সকল পরাশক্তি মোকাবিলায় আল্লাহকেই যথেষ্ট মনে করতেন। মহাপরাক্রমশালী রাব্বুল আলামীন ব্যতীত অন্য কারো নিকট মাথানত করেবে না একজন হক্কানী আলেম। আফসোস হয় যখন দেখি আলেমরা পদের লোভে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন সব কথা, ফতোয়া উপস্থান করেন যা আল্লাহর রাসূলের কলিজাকে বিদির্ণ করার শামিল।
খতিব বলেন, কিয়ামতের দিন অগণিত আবেদ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এমনকি শহীদের মর্যাদাপ্রাপ্তগণও জাহান্নামী হবে। আপনার আমার দেখা উত্তম চরিত্রবান ব্যক্তিটির অন্তর কতটুকু পরিশুদ্ধ তা কেহই বলতে পারে না। আমাদের আশপাশে এমনও ব্যক্তি রয়েছে আপাতদৃষ্টিতে যাদের নেককার মনে হয়। তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আউয়াবিনসহ সকল মুস্তাহাব আমলসমূহ করেন, ইসলামি জিন্দেগি যাপন করেন। উত্তম কাজে দান, মাদরাসা মসজিদ নির্মাণ, সাধারণ মানুষের সাথে উত্তম আচরণসহ আল্লাহর খাঁটি বান্দাদের সকল বৈশিষ্ট অনুকরণ করেন। কিন্তু তিনি অন্তরে রিয়া বা অহংকার লালন করার কারণে জাহান্নামী হিসেবে পরিগণিত হয়। তদ্রুপ হত্যা, গুম, লুটপাট, সাধারণ মানুষের হক বঞ্চিত, দুর্বলদের সম্পদ আত্মসাৎ, অবৈধ অর্থ উপার্জন, ক্ষমতার অপব্যবহারসহ অনৈতকি, আসামাজিক, এককথায় আল্লাহর অপছন্দনীয় কাজসমূহ করার পাশাপাশি আমল করলেন ইবাদাত করলেন, শত শত মাদরাসা মসজিদ নির্মাণ, দান-খয়রাত করলেন, এসবই মূল্যহীন। নিঃসন্দেহে আপনার গন্তব্যস্থল জাহান্নাম। তাই আমাদের খুব সতর্কতার সাথে জীবন পরিচালনা করতে হবে। হক্কানী ও অনুকরনীয় আলেম নির্বাচনে অতীত ইতিহাস যাচাই করতে হবে। একইসাথে জান্নাতপ্রাপ্তির জন্য লোভ, হিংসা, অহংকারসহ সকল ধরনের গুনাহের কাজ হতে মুক্ত থেকে আল্লাহর রাজি-খুশি অনুযায়ী জীবনধারণ করতে হবে। মনে রাখবেন ফতোয়াবাজ, স্বার্থান্বেষী আলেমগণ দাজ্জাল অপেক্ষা ভয়ংকর।
মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, আল্লাহর ভালোবাসা ও অনুগ্রহ ব্যতিত জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহর মুহব্বাত, ভালোবাসা ও অনুগ্রহ প্রাপ্তির জন্য বান্দার আল্লাহর প্রতি ঈমান ও অঘাত বিশ্বাস স্থাপন, নেক আমল, বিপদাপদ বালা-মুসিবতে ধৈর্যধারণ, মানুষের প্রতি দয়া অনুগ্রহ, অন্যায়ের প্রতিবাদ, ন্যায় বিচার, হালাল মাল আল্লাহর রাস্তায় বিসর্জন, মাতাপিতার প্রতি সদ্ব্যবহার, মিথ্যা পরিহার, আল্লাহর সাথে দেয়া ওয়াদা রক্ষা করা ও তাকওয়া অবলম্বন করত গুনাহের কাজ ছেড়ে দিতে পারলে আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। আর এর মাধ্যমেই জান্নাত লাভে ধন্য হওয়া সহজ। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করে এবং গুনাহসমূহ ছেড়ে দিয়ে তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নং-৭৬। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্যে প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন। অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত নং-১৬৬। আল্লাহ তায়ালা আরও ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ করো। তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন । সূরা আল ইমরান, আয়াত নং-১২১। আল্লাহ তায়ালা আমাদের সকলকে তার নবীর আদর্শ অনুসরণে উল্লেখিত বিষয়াবলীর ওপর আমল করার তাওফিক দান করেন। আমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস