পাঁচ জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ
১৭ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম
ফেনী, বরগুনা, ফরিদপুর, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও আরো চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় এ দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের সংবাদাতাদের পাঠানো তথ্যে এসব ঘটনার বিস্তারিত প্রতিবেদনÑ
ফেনী জেলা সংবাদদাতা জানান, ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিপন চন্দ্র নাথ নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়ি জামালপুর জেলায়, সে গ্রামীণ ব্যাংক দাগনভূঞা শাখায় এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে দাগনভূঞা উপজেলা গেটের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষযে ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনা-নিশানবাড়িয়া সড়কের বৈঠাকাটা নামক স্থানে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালক জসিমের মৃত্যু হয়। সে বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের মইজুল হকের ছেলে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৪ জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলাধীন ঢাকা-মাগুরা মহাসড়কের কামারখালী ব্রিজের উপর একটি ব্যাটারি চালিত ইজিবাইকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আব্বাস মল্লিকের মৃত্যু হয়। এ ঘটনায় লাশ উদ্ধারসহ ইজিবাইক ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূরাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া ও একই গ্রামের মোহাম্মদ আলী।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, লাশগুলোসহ সিএনজি ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় গতকাল সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ
ধামরাইয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা, ব্যাটারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন