কোটিপতি প্রার্থীদের টাকার উৎস কী?
২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া কোটিপতি প্রার্থীদের টাকার উৎস এবং তাদের উত্থানের পেছনের কারণ জানতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “পত্রিকার খবর বেরিয়েছে যে, যারা এখন নির্বাচন করছে, তাদের সংখ্যাগরিষ্ঠ প্রার্থী কোটিপতি। এত কোটিপতি আসে কোত্থেকে বাংলাদেশে? গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ‘ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের সমর্থনে’ চিকিৎসকদের এই মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকারি দলের লোকজনই দেশের টাকা ‘লুটপাট’ করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা ২২ পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম, আর আজ ২২ শ’ পরিবার তৈরি হয়ে গেল। প্রায় ৮ লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেছে। কারা এই টাকা লুট করেছে? সরকার কি জানে না, সরকার কি তাদের ধরতে পারে না? কিন্তু ধরে না। কারণ তারা হয় সরকারি দলের, আর সরকারি দলের পক্ষের লোক।
ক্ষমতাসীনদের ‘লুটপাটে’ বাংলাদেশে আরও দরিদ্র হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জিডিপিতে যা দেখানো হয়, সেখানে একটি বড় গড়মিলের হিসাব। একজন কোটিপতি আর আপনার দুই জনের ইনকাম যদি যোগ করে দুই দিয়ে ভাগ করা হয় তাহলে আপনিও তো ৫০ লাখ টাকার মালিক হয়ে গেলেন। এই অংকে কোনো লাভ নেই। দেশের গরীব মানুষ বাজারে গিয়ে যখন দেখে যে, গরীব মানুষ তার উপার্জিত অর্থ দিয়ে কিছু কিনতে পারছে না, তখন এই অংক তার কাছে কোনো অর্থ বহন করে না। এই অংক তাকে ফাঁকি দেয়ার কৌশল মাত্র।
‘অবৈধ ক্ষমতার’ মেয়াদ বাড়াতেই সরকার ‘একতরফা’ নির্বাচন করছে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, নিশিরাতের যে সরকার, জনগণের ভোট চোরের যে সরকার, তারা এই নির্বাচনের নামে তাদের মেয়াদটা বৃদ্ধি করে নেবে আরও পাঁচ বছর। আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছি, এই নির্বাচনের নামে পাতানো খেলা ‘আমি ডামি’র নির্বাচন প্রতিহত করুন, বর্জন করুন।
তিনি বলেন, আমরা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে। আমরা শুধু বলেছি যে, আপনারা দয়া করে ভোট দিতে যাবেন না। আপনার ভোটে কোনো কিছুর কোনো পরিবর্তন ঘটবে না। কারণ আমরা এমন একটা দেশের জন্য লড়াই করেছিলাম যেখানে আমরা যাকে নির্বাচিত করব, জনগণ যাকে নির্বাচিত করবে, তারা দেশ পরিচালনা করবে। কিন্তু ২০১৪, ২০১৮ সালে সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। আরেকবার আমাদেরকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে।
জনগণের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনি যদি ডাকাতি ঠেকাতে না পারেন, অন্তত ডাকাতের সাথে যুক্ত হবেন না, ডাকাতিতে সহযোগিতা করবেন না। এই হল আপনাদের কাছে আমাদের অনুরোধ।
ড্যাবের সভাপতি প্রফেসর হারুন আল রশিদের সভাপতিত্বে ও ট্রেজারার ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় মানববন্ধনে ড্যাবের মহাসচিব প্রফেসর আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা রফিকুল কবির লাবু, ওবায়দুল কবির খান, শহিদ হাসান, মোস্তাক রহিম স্বপন, সিরাজুল ইসলাম, পারভেজ রেজা কানন, এ্যামট্যাবের দবির উদ্দিন তুষার বক্তব্য দেন। পরে চিকিৎসকদের নিয়ে নজরুল ইসলাম খান পথচারীদের কাছে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দুপুরে মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এই সময়ে বিএনপির তাহসিনা রুশদির লুনা, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, নিলুফার চৌধুরী মনি, সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, নেওয়াজ হালিমা আরলিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া