ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

সরে দাঁড়াচ্ছে লাঙ্গলের প্রার্থীরা চিন্তিত নয় আওয়ামী লীগ

Daily Inqilab আল হেলাল শুভ

০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম

কেন্দ্রের সঙ্গে সমন্বয়হীনতা থেকে ক্ষোভ, দলীয় ও মাঠ পর্যায়ের নানা কারণ দেখিয়ে ইতোমধ্যে নির্বাচন থেকে কয়েকটি আসনে সরে দাঁড়িয়েছে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থীরা। জাতীয় পার্টির কেন্দ্র জানিয়েছে, দলের প্রার্থীদের সরে যাওয়ার বিষয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হয়েছে। আর বিষয়টি এ নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ বলেই দলটির নেতারা জানিয়েছেন। এমনকি জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি সরে দাঁড়ানো নিয়েও দুশ্চিন্তায় নেই ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেই হলো। আর তা নির্বাচনী মাঠে রয়েছে। যাদের অনেকেই আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী।

গত সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) শেষ পর্যন্ত থাকবে কি না, তা সময়ই বলে দেবে। নির্বাচনে থাকা নিয়ে তিনি বলেন, নির্বাচন না আসা পর্যন্ত এটা ঠিক করে বলা যাচ্ছে না।

জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কঠিন দর কষাকষির পর ২৬টি আসনে নৌকা ছাড় দিয়েছে তাদের মিত্র জাতীয় পার্টিকে। এ আসনগুলোকে কেন্দ্র থেকে সমন্বয় করা হচ্ছে। বাকি আসনগুলোতে সমন্বয়হীনতা রয়েছে বলে জানিয়ে পার্টির কয়েকজন প্রার্থী গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের শুরুতে প্রার্থীদের দল থেকে আর্থিক সাপোর্ট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এজন্য তারা মাঠে নেমেছিলেন। শুরুতে নিজেদের টাকা খরচ করে অনেক প্রার্থী নিজ নিজ এলাকায় পোস্টার ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। কিন্তু প্রার্থীরা এখন দলের প্রতিশ্রুত আর্থিক সাপোর্ট পাচ্ছেন না। যার ফলে অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আবার কয়েকজন নিষ্ক্রিয়ও হয়ে পড়েছেন। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত জাতীয় পার্টির থেকে নির্বাচন নিয়ে যে বার্তা তাতে দলটির সরে যাবে না। তবে কয়েকটি আসনে লাঙ্গলের প্রার্থীরা যে সরে দাঁড়িয়েছে তা নিয়ে চিন্তা রয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ নেতারা বলছেন, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের যে সমঝোতা হয়েছে তার পরে দলটি সন্তুষ্ট বলেই আওয়ামী লীগ মনে করে। জাতীয় পার্টির যেসব প্রার্থী কয়েকটি আসন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের অনেকে জয়লাভ করতে পারবে না বিষয়টি বুঝতে পেরেছে। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান গত সোমবার যে বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে থাকছে কিনা তা সময়ই বলে দেবে’ তা নিয়ে কিছুটা দুচিন্তায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রে।

জাতীয় পার্টির প্রার্থীরা যে সরে যাচ্ছে তাতে দলে কোনো প্রতিক্রিয়া রয়েছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ইনকিলাবকে বলেন, জাতীয় পার্টির প্রার্থীরা আসলে সরে যাচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে। সেখানে তো তাদের কোন প্রার্থী বলছে না, যে তারা নির্বাচনে সুযোগ পায়নি। এ কারণে এ বিষয় নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু নেই। আর ভবিষ্যতে বর্তমান নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার ক্ষেত্রে কোনো প্রশ্ন তৈরি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে এখনো কথা বলার সময় আসেনি।

গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের সঙ্গে তাদের কোনো টানাপোড়ন নেই। আমাদের সঙ্গে তাদের খুব ভালোভাবে আলোচনা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে আমরা পরস্পরের সহযোগী হব, একটা ভালো নির্বাচনে ঐক্যমত পৌঁছেছি। আমার মনে হয় না তারা দলগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। তিনি বলেন, সরকার গঠনের মতো আসনের ধারে কাছে নেই জাতীয় পার্টি। সরকার গঠনের অনেক উপরে তারা প্রার্থী দিয়েছে। কোন কোন প্রার্থী কোন অসুবিধার জন্য করতে পারছে না, সেটা তাদের ব্যাপার। নির্বাচনে কোনো সমস্যা নেই। যাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, তারা কেউতো নির্বাচন থেকে সরে যায়নি।

জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭ আসনে প্রার্থী দিয়েছিল সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। গত ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ২৫৭ আসনে প্রার্থী ছিল দলটির। ইতোমধ্যে ঘোষণা দিয়ে ৯ আসনের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। দলটির সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হওয়া ২৬ আসনের বাইরে কেবল ৮ থেকে ১০টি আসনে দলের প্রার্থীরা শক্তভাবে মাঠে আছে। বাকি আসনগুলোতে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের অবস্থান নেই বললেই চলে। জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ থেকে ছাড় পাওয়া ২৬ আসন নিয়ে ব্যস্ত আছেন। বাকি প্রার্থীদের দলের কেন্দ্র বলেছেন, মাঠে ছেড়ে দিয়ে দিয়েছেন বলেছেন, আপনারা মাঠে থাকলে থাকেন, না থাকলে নাই। সবকিছু আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। এমনকি কেন্দ্রের পক্ষ থেকে প্রার্থীদের সঙ্গে কোনো যোগাযোগও করা হচ্ছে না।

জাতীয় কেন্দ্রীয় কমিটির এক নেতা ইনকিলাবকে জানান, গাজীপুর-২ আসন ছাড়া ওই জেলার ৫টি আসনের মধ্যে ৪টি থেকেই এখন আওয়ামী লীগের প্রার্থীরা বসা। সব চেয়ে অন্তত ২০ জনের মত লাঙ্গল প্রার্থী নানা কারণে দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় ও জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সুনামগঞ্জ-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। আর গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হন নিয়াজ উদ্দিন। দুটি নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার ও ব্যানারও সাঁটিয়েছিলেন তিনি। কিন্তু প্রচার প্রচারণা শুরুর ১৩তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। কি কারণে সরে দাঁড়িয়েছেন এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেন, সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এ দিকে গত সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চুয়াডাঙ্গা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্র্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন। গতকাল মঙ্গলবার নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দুুই প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারা হলেন- দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মো. মাহবুব আলম ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান। এ ছাড়া বরিশাল-২ ও বরিশাল-৫ আসনের ইকবাল হোসেন তাপস, বরগুনা-১ আসনের খলিলুর রহমান, সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) জাকির হোসেন, নাটোর-৪ আসনের আলাউদ্দিন মৃধা ও গাজীপুর-৪ আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাকির হোসেন বলেন, জাতীয় পার্টির নেতা জিএম কাদের মাঠে নেই। তার কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি হয়ে গেছে, এখন আর নির্বাচন করে আমাদের লাভ নেই। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আসন ভাগাভাগির কারণে তৃণমূল নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার