ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
আন্তর্জাতিক বাণিজ্য মেলা লোকসানের শঙ্কা ক্ষুদ্র উদ্যোক্তাদের

টিকেট কেটে ঢুকছে হকার ভিক্ষুক উৎপাতে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা

Daily Inqilab মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভেতরে-বাহিরে হকার আর ভিক্ষুকদের উৎপাতে অতিষ্ঠ দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতারা। অভিযোগ করেও সুরাহা না পাওয়ায় অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে হাত বদল করে এবার স্টল পেতে খরচ বেশি হওয়ায় লোকসানের আতঙ্কে আছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠান। সরেজমিনে মেলা ঘুরে ১৬তম দিনেও দেখা গেছে পণ্য বিক্রির ধুম। এতে খুশি ব্যবসায়ীরা। তবে একই প্রাচীরে হরেক পণ্য পেয়ে খুশি ক্রেতা ও দর্শনার্থীরা।

মেলা ঘুরে দেখা যায়, প্রবেশ ফটকের সামনেই শত শত হকার তাদের পসরা নিয়ে বসে আছে। কেউ কেউ হেটে হেটে পানি, আচার, শিশুদের খেলনা, কৃত্রিম ফুলের মালা বিক্রি করছেন। দর্শনার্থীদের বিরক্ত ও বিব্রত করছে হকারদের হাক ডাক। অনেকটা জোর করে হকারদের পণ্য দেখতে বাধ্য করতে দেখা গেছে। মেলার সামনে প্রবেশ ফটকে লাইন ধরে দর্শনার্থীরা প্রবেশ করছেন। সেখানে হকারদের ভীড় কিছু কম হলেও ভিক্ষা করতে দেখা গেছে পেশাদার ভিক্ষুকদের। পথশিশুদের একটি টিম রয়েছে ভিক্ষার কাছে। অভিযোগ রয়েছে ভিক্ষুক বেশে এদের মাঝে ছড়িয়ে আছে পকেটমার ও ছিনতাইকারী। শুধু তাই নয়, ৫০ টাকায় টিকেট কেটে মেলায় ভেতরে প্রবেশ করে ভিক্ষা করতে দেখা গেছে। এমনই এক ভিক্ষুক ছিদ্দিক বলেন, ৫০ টাকার টিকেট কেটে মেলায় আসছি। মানুষের কাছে চেয়ে ২ থেকে ৩শ’ টাকা পাই। তাতেই চলে। অপর ভিক্ষুক আমিন উদ্দিন বলেন, এখানে ধনীরা আসেন, তাদের দয়া পাওয়া যায় বেশি। গত বছর মেলার পেছন গেইট দিয়ে কামলা বেশে ঢুকছিলাম, এবার সে সুযোগ নেই। তাই ৫০ টাকায় টিকেট কেটে প্রবেশ করেছি। কথা বলে জানা যায়, এভাবে মেলায় শতাধিক ভিক্ষুক কৌশলে ভিক্ষা করছেন। লোকজন মানবিক দৃষ্টিতে ভিক্ষা দিচ্ছেন। তবে মেলা আর দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হওয়ায় অভিযোগ করেছেন অনেকে। স্থানীয় ইউপি সদস্য রিটন প্রধান বলেন, মেলার ভিক্ষুক ও হকাররা দর্শনার্থীদের বিরক্ত করে। একটি আন্তর্জাতিকমানের মেলায় এ চিত্র শোভনীয় নয়। তাই এ বিষয়ে মেলার আয়োজকদের নজর দেয়া দরকার।

মেলা ঘুরে দেখা যায়, ভাসমান হকাররা হেটে হেটে পানি বিক্রি করছেন। আবার ব্যাগ আর ফুল বিক্রি করছে কেউ। এদের বেশির ভাগই বয়সে শিশু কিশোর। কথা হয় বোতলজাত পানি বিক্রেতা ইব্রাহিম মিয়ার সঙ্গে। সে জানায়, যাত্রাবাড়ি এলাকায় বাসে পানি বিক্রি করে সে। মেলায় শুক্র ও শনিবার বেশি মানুষ হয়। সেদিন তারা সব হকার বন্ধুরা মিলে মেলায় আসে। টিকেট কেটে মেলায় প্রবেশ করে। ১৬তম দিনে তাদের হকার বন্ধুর সংখ্যা ২০ জন। সরকারি ছুটির দিনে ৩০ জন পুরোই চলে আসে মেলায়। তাদের হকার সমিতি রয়েছে। সে সমিতির সদস্যরা দেশের যেখানেই মেলা বা অনুষ্ঠান হয় দলবেঁধে চলে যায়। একুশে বই মেলা শুরু হওয়ায় এবার কম আসছে বাণিজ্য মেলায়। ইব্রাহিম জানায়, অনেক সময় দারোয়ান ও পুলিশের হাতে ধরা খায়। তখন তাদের কিছু টাকা দিলেই সুযোগ করে দেয়।

মেলায় আগত দর্শনার্থী মাহবুব আলম প্রিয় বলেন, মেলার আয়োজকরা মেলায় আগত দর্শনার্থীদের জন্য আলাদা গণপরিবহন চালু রাখলেও এ লাইনে নিয়মিত চলাচলকারী বাসগুলো বেপরোয়া ভাড়া রাখছে যাত্রীদের কাছ থেকে।

এদিকে মেলায় স্টল পেতে অতিরিক্ত খরচ হওয়ায় কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় খাবার হোটেল ব্যবসায়ী রাকিব ভুইয়া বলেন, স্টলগুলো বরাদ্দ হয় টেন্ডারের মাধ্যমে। যারা স্টল পায় তারা আগে থেকেই লবিং, কৌশল রপ্ত করে। ফলে তারা নানা বাহানা করে সরকারি খরচে নিজেদের লোকজনের হাতে স্টল নিয়ে নেয়। পরে বেশি দামে হাত বদল করে। আমরা যারা প্রকৃত ব্যবসায়ী, বাধ্য হই তাদের কাছ থেকে স্টল নিতে। এতে অতিরিক্ত লাভ দিতে হয় তাদের। এভাবে খরচ বেড়ে যায়।

শিল্পপতি মনিরুজ্জামান মনু ভুঁইয়া বলেন, বাণিজ্য মেলা ক্ষুদ্র মাঝারি ব্যাবসায়ীরা এবার লোকসান গুণবেন। কর্তৃপক্ষের ভাবা দরকার, মেলার স্টল কোন ট্রেডারকে দেওয়া উচিত নয়। শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া উচিত। সাধারণ ট্রেডাররা সরাসরি শিল্প প্রতিষ্ঠানকে কাছে পায় এবং পণ্যের সঠিক উৎস খুঁজে পায়। কিন্তু বর্তমান বাণিজ্য মেলা শিল্প প্রতিষ্ঠানের চেয়ে ট্রেডাররা, খাবারের হোটেল মালিকরা উচ্চ দামে দেশী, বিদেশী পণ্য বিক্রি করছে। আর সারা ঢাকায় মৌচাক, নিউমার্কেটসহ অসংখ্য ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা দোকানের ভাড়া উঠাতে পারছে না।
এসব বিষয়ে জানতে চাইলে মেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার বলেন, মেলায় ভিক্ষুক ও হকারদের বিষয়ে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে দায়িত্বরত লোকদের। কাউকে ভিক্ষা করতে কিংবা হকারি করতে দেখলেই বের করে দেয়া হচ্ছে। পাশাপাশি মেলার বাইরের বিষয়ে আমার কিছু করার নেই। সেখানে দায়িত্বরত পুলিশরা দেখবে। মেলার স্টল বরাদ্দে হাত বদল প্রসঙ্গে তিনি বলেন, মেলায় স্টল ও প্যাভিলিয়ন যারা পায় তারা টেন্ডার প্রক্রিয়ায় পায়। পেয়ে হাত বদল করে কি না তাও আমাদের জানা নাই। তবে এসব বিষয় নোট করা হচ্ছে। বিষয়গুলো নজর দেয়া হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার