ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
সোমালি নৌদস্যুদের চাপে রেখেই ২৩ নাবিকসহ জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারের কৌশল

কষ্টে জিম্মিরা স্বজনদের দীর্ঘশ্বাস

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম

সোমালি নৌদস্যুদের নানামুখি চাপে রেখেই ২৩ নাবিকসহ জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারের প্রক্রিয়া এগিয়ে চলছে। বাংলাদেশের তরফে জিম্মি উদ্ধারে আন্তর্জাতিক বাহিনীর সামরিক অভিযানে সম্মতি দেওয়া হয়নি। তবে নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সোমালি দস্যুদের চাপে রাখার ক্ষেত্রে সকলের সহযোগিতা চাওয়া হচ্ছে। সমঝোতার মাধ্যমে জিম্মি উদ্ধারে জাহাজ মালিক পক্ষের প্রচেষ্টাও এগিয়ে চলছে। যদিও এই প্রক্রিয়ায় গতকাল রোববার পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

এদিকে নাবিকসহ জাহাজটি ছিনতাইয়ের দুই সপ্তাহ পার হয়ে গেছে। দিন যতই যাচ্ছে ততই কষ্ট বাড়ছে জিম্মি নাবিকদের। ছিনতাইকৃত জাহাজে নাবিকদের অবর্ণনীয় কষ্টে দেশে স্বজনদের দীর্ঘশ^াস কেবলই বাড়ছে। জানা গেছে জাহাজটিকে ঘিরে ইউরোপিয় ইউনিয়নের একটি যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। অদূরে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের টহলও অব্যাহত আছে। আর উপলে সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ তাদের অবস্থান আরো জোরদার করেছে। এমভি আবদুল্লাহ উপর ইউরোপিয় ইউনিয়নের হেলিকপ্টার চক্কর দিচ্ছে। এ অবস্থায় দস্যুরা কোণঠাসা হয়ে আছে। তাদের চাপে রেখেই জিম্মিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

জাহাজটির মালিক পক্ষের তরফে বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে নাবিকদের উদ্ধার করার চেষ্টা চলছে। তৃতীয় পক্ষের সাথে এবং কখনো সরাসরি মালিক পক্ষ দস্যুদের সাথে যোগাযোগ করছে। তবে জাহাজটি মুক্ত করতে দস্যুদের পক্ষ থেকে কি শর্ত তথা কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে সে বিষয়টি কৌশলগত কারণে গোপন রাখা হচ্ছে।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া ফোকাল মিজানুল ইসলাম ইনকিলাবকে বলেন, নাবিকদের অক্ষত অবস্থায় দ্রুত ফিরিয়ে আনতে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে। তবে উল্লেখ করার মতো কোন অগ্রগতি এখনও হয়নি। আমরা চাই নাবিকেরা সুস্থ অবস্থায় ফিরে আসুক। সময় কিছুটা বেশি লাগলেও আমরা এই পথেই অগ্রসর হচ্ছি। জিম্মি নাবিকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তারা কষ্টে আছেন ঠিক, তবে খাবার এবং পানির মজুদ এখনও আছে।

অপর দিকে নাবিকদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জাহাজে খাদ্য সঙ্কট এখন চরমে উঠেছে। আর পানির জন্য চলছে হাহাকার। নাবিকদের জাহাজের ডেকে একটি কক্ষে রাখা হচ্ছে। দুইদিন পর পর কিছু সময়ের জন্য পানি সরবরাহ দেওয়া হচ্ছে। তাতে তাদের অজু, গোসলসহ প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। নিয়মিত গোসল আর কাপড় ধোয়ার কাজ বন্ধ হয়ে গেছে। দিনের পর দিন গোসল ছাড়া এক কাপড়ে থাকার ফলে অনেকের গায়ে চর্ম রোগ দেখা দিয়েছে।

পবিত্র রমজান মাসে তারা কঠিন সময় পার করছেন। জাহাজের খাবারও প্রায় শেষ হয়ে আসছে। আবার উপকূলে পুলিশী পাহারার কারণে দস্যুরাও খাবার সংগ্রহ করতে পারছে না। তারা এখন জাহাজে রক্ষিত খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। জাহাজে প্রায় ৫০ জনের মতো দস্যু অবস্থান করছে। এ অবস্থায় যেকোন সময় জাহাজের রসদ শেষ হয়ে যাবে। আর তখন নাবিকদের চরম খাদ্য সঙ্কটে পড়তে হবে।

এ অবস্থায় নাবিকদের স্বজনদের মাঝে হতাশা বাড়ছে। নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের পরিবারকে আবারো আশ্বস্ত করেছে মালিকপক্ষ। শনিবার নগরীর আগ্রাবাদে একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠান আয়োজন করে কবির গ্রুপ। এ শিল্পগোষ্ঠীর অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংই এমভি আবদুল্লাহর মালিক।
এ বিষয়ে কবির গ্রুপের পক্ষ থেকে সরাসরি কিছু বলতে না চাইলেও নাবিকদের পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার আয়োজন করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া মালিকপক্ষের এক কর্মকর্তা বলেন, এমভি আবদুল্লাহকে সোমালিয় নৌদস্যুদের হাতে জিম্মি করার ১২দিনের মাথায় নাবিকদের পরিবারের সদস্যদের সাথে মালিকপক্ষ বসেছে। জিম্মি নাবকিদের পরিবারের সদস্যরা এমনিতেই বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে মালিকপক্ষ ইফতারকে সামনে রেখে তাদের নিয়ে বসেছে। এতে করে নাবিকদের স্বজনরা মালিকপক্ষের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে কিছুটা হলেও আশ্বস্থ হতে পেরেছেন। এসময় কবির গ্রুপের পক্ষ থেকে জিম্মি জাহাজের নাবিকদের উদ্ধারে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নাবিকদের সুস্থভাবে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনাই মালিকপক্ষের লক্ষ্য। জানা গেছে নাবিকদের স্বজনদের পক্ষ থেকে সামরিক অভিযান নয়, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাতের একটি বন্দরে কয়লা নিয়ে যাওয়ার পথে ভারত মহাসাগরের কাছে এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় সোমালি নৌদস্যুরা। জিম্মি করা হয় জাহাজের ২৩ নাবিক। কয়েকবার স্থান পরিবর্তনের পর পান্টল্যান্ডের এর কাছের উপকূলে জাহাজটিকে নোঙর করা আছে। জিম্মি হওয়ার আগে-পরে বিভিন্ন মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি তুলে ধরেছিলেন নাবিকরা। পরে সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। সর্বশেষ শুক্রবার জিম্মি নাবিকদের স্যাটেলাইট ফোনের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে দিয়েছেন জিম্মিকারীরা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা