সরকার থাকতে পারবে না, পতন হবেই : মির্জা আব্বাস

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না, তাদের পতন হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই দেশে এই স্বৈরশাহীর পত্রিকায় দেখলাম, সরকার উৎখাত করবে। আরে ভাই আমি তো সরকারই দেখি না। এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যথন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন ‘সরকারের পাতানো ফাঁদ’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তারা বলছেন, উপজেলা নির্বাচন। এর আগে জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিলেন, বিএনপিকে নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নেই। রাজতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলো লোকজন? এবারও যাবে না। আমার ছোটভাই রিজভী (রুহুল কবির রিজভী) উদাহরণ দিলেন সরিষাবাড়ি, কক্সবাজার ও বরিশালের, ওরা (আওয়ামী লীগ) নাকি বলেছে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। আমি ছোট ভাই রিজভীর উদ্দেশ্যে বলতে চাই, ভাই এটা শুধু দেখার জন্য, আনন্দের বিষয়। কুকুরের কুকুরে কামড়া-কামড়ি করতেছে, আমরা শুধু দেখি, আমাদের শুধু দেখার বিষয়, কামড়াকামাড়ি কুকুরে কুকুরে হচ্ছে আমার কি? করুক গিয়ে। আমরা তো নির্বাচনে নেই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াতো অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ।

দলের নেতা-কর্মীদের ওপর সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে স্থায়ী কমিটির এই সদস্য ব লেন, একজন-দুইজন-তিনজন করে প্রতিদিন কোর্টে আত্মসমর্পন করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে। আমরা তাদের মুক্তি দাবি করে আসছি, আজকে এই মানববন্ধনে হচ্ছে। বিচিত্র এই বাংলাদেশ ! এক‘শ টাকার চুরির জন্যে চোরের হাত বেঁধে রাখেন আর ১ হাজার কোটি টাকা চুরি যারা করে তাদেরকে স্যালুট দেন, এই হলো বাংলাদেশ। আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা, কি দুরাবস্থার মধ্যে আছে, এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলেই জানে। আর তার চেয়ে বেশি জানে বিএনপির নেতাকর্মীরা। তারা কি অবস্থার মধ্যে আছে?

খালেদা জিয়ার অবস্থা ভালো না জানিয়ে মির্জা আব্বাস বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস এই দেশ স্বাধীন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দল বিএনপি, সেই দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর সাথে লড়াই করছেন। আল্লাহ জানেন কখন যে কি হয়। তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমরা কত বার বলেছি, দেশনেত্রীকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। উনার অবস্থা বেশি ভালো না। তারা (সরকার) বলে আইনে নেই। কেনো? আইন থাকবে না কেনো? রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয়নি? আ স ম আবদুর রবকে বিদেশে পাঠানো হয়নি। আ স ম রবকে বন্দি অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং রাশেদ খান মেননকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে পাঠিয়েছিলেন। আজকে তারা বলছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না। অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে।

বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আজকে বিএনপির নেতাকর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে? ওই যে কাদের সাহেব (ওবায়দুল কাদের) বললেন, কোনো রাজনৈতিক বন্দি জেলে নেই। কি সন্দুর কথা বললেন। কাদের সাহেব আমার খুব হাসি পায়। আপনি যখন ১/১১ জেলে ছিলেন, আপনি কি চোর হিসেবে জেলে গিয়েছিলেন না রাজনৈতিক বন্দি হিসেবে গিয়েছিলেন? ১/১১ সময়ে আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, উনি কি হিসেবে বন্দি হয়েছিলেন?

তিনি বলেন, কথা বলার সময়ে খেয়াল থাকে না, আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেফতার করবেন, জেলে পাঠাবেন আর বলবেন এরা তো মামলার আসামী। কোন মামলার আসামী? রাজনৈতিক মামলার আসামী যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাজ-কর্মের বিরুদ্ধে কথা বলে। এভাবে গ্রেফতার করে পৃথিবীর আন্দোলন কোনো স্বৈরশাসক থামাতে পেরেছে বলে আমার জানা নেই। একদিন না একদিন এই স্বৈরশাসকের পতন ঘটবেই, জনরোষের মুখে এটাকে কেউ ঠিকিয়ে রাখতে পারবে না।

মির্জা আব্বাস বলেন, আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি জানিনা দেখে যেতে পারবো কিনা। কিন্তু এদেশে কেউ না কেউ আসবে এই হায়েনারের হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাল্লাহ বিএনপি ঠিকই আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে যখন এই সরকারের পতন হবে, তিনি এই দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন এদেশের, এদেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন তরান্বিত করার জন্য এদেশের নেতৃত্ব দেবেন।

সংগঠনের আহ্বায়ক এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব জয়ের সঞ্চালনায় সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুব দলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ মহানগর দক্ষিণ বিএনপিরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের শহীদ তালুকদার, সোহেল রানা, মেহবুব মাসুম সান্ত, মাহমুদুল হাসান বাপ্পি, পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক নেতা এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, জয়দেব জয়, তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা ইমতিয়াজ বকুল, জাকির হোসেন প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

মেসির সেই ন্যাপকিন পেপারের মূল্য সাড়ে ৯ লাখ ডলার

মেসির সেই ন্যাপকিন পেপারের মূল্য সাড়ে ৯ লাখ ডলার

ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ

ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ

কালকিনি পৌরসভার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের

কালকিনি পৌরসভার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের

প্রহসন, কারচুপি ও দুর্নীতির উপজেলা নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রহসন, কারচুপি ও দুর্নীতির উপজেলা নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শিরোপার সামনে দাঁড়িয়ে স্বতর্ক গুয়ার্দিওলা

শিরোপার সামনে দাঁড়িয়ে স্বতর্ক গুয়ার্দিওলা

ইউরো শেষ ইসকোর

ইউরো শেষ ইসকোর

একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে : নির্বাচন কমিশনার

একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে : নির্বাচন কমিশনার

শিরোপা খরা কাটাতে ভারতকে অনেক চাপ সামলাতে হবে: মিসবাহ

শিরোপা খরা কাটাতে ভারতকে অনেক চাপ সামলাতে হবে: মিসবাহ

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ‘রেমাল’, আঘাত হানতে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ‘রেমাল’, আঘাত হানতে যেসব অঞ্চলে

কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহনাজ পারভিনের কারাদন্ড

কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহনাজ পারভিনের কারাদন্ড

ভারতে লোকসভা নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন তিন দিন বন্ধ

ভারতে লোকসভা নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন তিন দিন বন্ধ

বিহারে পুলিশ হেফাজতে বর-কনের মৃত্যু, থানায় আগুন বিক্ষুব্ধ গ্রামবাসীর

বিহারে পুলিশ হেফাজতে বর-কনের মৃত্যু, থানায় আগুন বিক্ষুব্ধ গ্রামবাসীর

কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

বাকশাল সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান : ওবায়দুল কাদের

বাকশাল সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান : ওবায়দুল কাদের

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মির্জাপুরে প্রচারণায় অংশ নেয়ায় বিএনপির ২০ নেতাকে সতর্ক বার্তা

মির্জাপুরে প্রচারণায় অংশ নেয়ায় বিএনপির ২০ নেতাকে সতর্ক বার্তা

বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলনে সরকারি কর্মচারীরা

বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলনে সরকারি কর্মচারীরা

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের

ফরিদপুরের আলোচিত  স্কুল ছাত্র অন্তর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার

ফরিদপুরের আলোচিত  স্কুল ছাত্র অন্তর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার