মিলছেই না আবহাওয়ার পূর্বাভাস
২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম
আবহাওয়া বিভাগের (বিএমডি) পূর্বাভাস বারবার অসঙ্গতিপূর্ণ হচ্ছে। বাস্তব আবহাওয়া পরিস্থিতির সঙ্গে মিলছে খুবই কম ক্ষেত্রে। এর জন্য সচেতন নাগরিক মহল আলোচনা-সমালোচনায় রীতিমতো ত্যক্ত-বিরক্ত। জনসাধারণে মাঝে আবহাওয়া পূর্বাভাসে বিশ^াসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা প্রায় তলানিতে। তবে আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির ফলে বিশের দেশে দেশে আবহাওয়া পূর্বাভাস অনেক সময়ই মিলছে না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
এদিকে বৃষ্টিপাত সম্পর্কে সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসও ফলেনি। গত কয়েকদিনে সারা দেশে তেমন বৃষ্টিপাতই যেখানে নেই কোথায় সেখানে ‘ভারী থেকে অতি ভারী বর্ষণ’! আবহাওয়া বিভাগ-বিএমডি গত ১৯ জুন (বুধবার) ভারী বর্ষণের এক সতর্কতা বুলেটিন জারি করে। এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ওইদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটারের ঊর্ধ্বে) বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই ‘৭২ ঘণ্টা’ গতকাল সকাল ৯টায় শেষ হলেও তখন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ‘ভারী থেকে অতি ভারী বর্ষণ’ হয়নি। এমনকি ‘ভারী থেকে অতি ভারী বর্ষণ’ নয়; বরং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এসব বিভাগে।
তাছাড়া গত ১৯ জুন সন্ধ্যা থেকে ২০ জুন সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ অর্থাৎ সবক’টি বিভাগের ‘অধিকাংশ জায়গায়’ অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে ওই সময়ের উপরোক্ত আবহাওয়া পূর্বাভাস ফলেনি। গতকাল শনিবার পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ায় ‘সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব’ লক্ষ্য করা যাচ্ছে না। বরং মৌসুমী বায়ু পুরোদমে সক্রিয় হওয়ার আগেই সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়।
এদিকে আষাঢ় মাসের ৮ম দিনে এসে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গায় ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি। শুধু বিচ্ছিন্নভাবে টাঙ্গাইলে ১০৮ মিলিমিটার (দেশের সর্বোচ্চ) ও নেত্রকোনায় ৯৫ মি.মি. ভারী বর্ষণ হয়েছে। এ সময়ে রাজধানী ঢাকায় ১৫ মি.মি., রাজশাহীতে বিক্ষিপ্ত ও অস্থায়ী গুঁড়ি বৃষ্টি, ময়মনসিংহে বিক্ষিপ্ত হালকা ৪ মি.মি., সিলেটে ২ মি.মি., চট্টগ্রামে ৮ মি.মি. বৃষ্টি হয়েছে। খুলনা, রংপুর ও বরিশালে কোন বৃষ্টিপাতই হয়নি।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.২ এবং সর্বনিম্ন ২৭.৯ ডিগ্রি সে.।
দিনের তাপমাত্রার তুলনায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা অস্বাভাবিক বেশি থাকায় এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দিনে-রাতে অনেক জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রা কোথাও কোথাও ২৭ থেকে ২৮ ডিগ্রির ঘরে অবস্থান করছে।
আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়; রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি