কেরুজ কর্তৃপক্ষের টনক নড়েছে
২৭ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম
অবশেষে ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কেরুজ কর্তৃপক্ষের। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর ডিস্টিলারির বিভাগের কয়েকটি ভ্যাট থেকে বিভিন্ন সময়ে প্রায় ১৩ হাজার লিটার ডি এস (ডিনেচার্ড স্প্রিট) গায়েব এর ঘটনায় ২৬ জুন ইনকিলাবে সংবাদ প্রকাশের পর বুধবার ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চিনিকল কর্তৃপক্ষ।
আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে, সমুদ্বয় ডি এস স্প্রিট এর বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে কর্তৃপক্ষ মনে করছে।
জানা যায়, কেরু ডিস্টিলারি বিভাগের বন্ডেট ওয়্যারহাউজের সহকারী ইনচার্জ হিসাবে দায়িত্বপ্রাপ্ত মো. জাহাঙ্গীর হোসেন কেরুজ কর্তৃপক্ষের নিকট লিখিত এক অভিযোগে বলেন, আমাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার সময় ডি/এস গোডাউন, ডি এস স্পিরিটের ৩ নম্বর ভ্যাট গোডাউন সরজমিনে গভীরতা ১০৯ ইঞ্চি। যার বাস্তবিক মজুদ রয়েছে ৩৫ হাজার ৫শ’ ১২.২৩ লিটর। কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ রয়েছে ৩৯ হাজার ৭’ ১১.৫৫ লিটার। ৭ নম্বর ভ্যাট গোডাউনে সরজমিনে গভীরতা ৫৩ ইঞ্চি। যার বাস্তবিক মজুদ রয়েছে ৪ হাজার ৮শ’ ৪.৩০ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ রয়েছে ১৩ হাজার ৭শ’ ৯৫.৭৩ লিটার।
এছাড়া ১০ নম্বর ভ্যাটে ৪ ইঞ্চি মালামাল কম আছে। তিনি ভ্যাট নাম্বার ৩ ভ্যাট নম্বর ৭ ও ভ্যাট নম্বার ১০ বাস্তবিক মজুদ অনুযায়ী ১৩ হাজার ১শ’ ৯০.৭৫ লিটারের বেশি মালামাল কম থাকায় তিনি দায়িত্ব গ্রহণ করেনি।
এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেন বলেন, হিসাবের গরমিল থাকায় গত ২ মে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। বিষয়টি কমিটির মাধ্যমে তদন্ত করা যেতে পারে বলে সুপারিশ করেন বেশ কয়েকজন কর্মকর্তা। এবিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু না হওয়ায় ঘটনাটি মঙ্গলবার (২৫ জুন) ফাঁস হয়ে যায়। এ সময় দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসে। এরপর শুরু হয় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া। পরে কেরুজ কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দুপুরের পর থেকে তদন্ত কাজ শুরু করেছে।
এ ব্যাপারে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ডিস্টিলারি বিভাগের বন্ডেড ওয়্যারহাউস (ডিস্টিলারি ভান্ডার) বর্তমান দায়িত্বপ্রাপ্ত এ কে এম সাজেদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহাঙ্গীর সাহেব দর্শনার দায়িত্ব বুঝে না নিয়ে কেরুর শ্রীমঙ্গল ওয়ারহাউজে গিয়ে বাড়তি দায়িত্ব পালন করছেন, আর উল্টাপাল্টা কথা বলছেন, যা সঠিক না। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। বড় হাউজে ২/১ শত লিটার সটেজ থাকতেই পারে বলে জানান।
এ বিষয়ে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ আলী বলেন,ডিস্টিলারি বিভাগের বন্ডেড ওয়্যারহাউস (ডিস্টিলারি ভান্ডার) থেকে কিছু মালামাল সটেজ হওয়ার অভিযোগে চিনিকল কর্তৃপক্ষ মিলের জি এম (প্রশাসন)-কে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বুধবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি