বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফবাসীর নির্ঘুম রাত
২৭ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম
নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। পাওয়া যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ। সীমান্তের ওপার থেকে আসা টানা বিস্ফোরণের শব্দে আতঙ্কে থাকা টেকনাফে বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের বিকট শব্দে সারারাত ঘুমাতে পারেননি তারা।
টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানান, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর পরই সীমান্তের ওপারে মিয়ানমারের কাউয়ারবিল ও পেরাংপুরু এলাকা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ আসতে থাকে। রাত ৩টা পর্যন্ত পাওয়া যায় বিস্ফোরণের এই শব্দ। মাঝে এক ঘণ্টা বন্ধ থাকলেও ভোররাত ৪টা থেকে আবার বিস্ফোরণের শব্দ আসছে। বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকা এলাকা উদ্ধারে মিয়ানমারের জান্তা বাহিনী হামলা জোরদার করায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ আসছে বলে মনে করছেন সীমান্ত এলাকার লোকজন।
সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, ‘গত মঙ্গলবার বিকালের পর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রাতভর বিস্ফোরণের শব্দ এর আগে এমন তীব্র ছিল না। সীমান্ত এলাকার মানুষ পুরো রাত ঘুমহীন ছিলেন।’ শাহপরীরদ্বীপের বাজারপাড়ার ব্যবসায়ী নুরুল আমিন জানান, মিয়ানমারে সংঘাতের পর এমন বিকট শব্দ আর শোনা যায়নি। সীমান্তের ওপারে সকালের পর যুদ্ধবিমানও দেখা গেছে। সারারাত ঘুমাতে না পারা সীমান্তের মানুষজন আতঙ্কে রয়েছে।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে নাফ নদীর ওপারে মংডু শহরের নিকটবর্তী খায়েনখালী খালের পাশে রোহিঙ্গাবোঝাই কয়েকটি নৌকা দেখা গেছে জানিয়ে সীমান্ত এলাকার স্থানীয় লোকজন। তাদের ধারণা, এই রোহিঙ্গারা মংডু শহরের বিভিন্ন গ্রাম থেকে বিতাড়িত হয়েছে এবং তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
টেকনাফ উপজেলার সীমান্ত এলাকার লোকজন ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ১৫ জুন রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর ওইদিন রাত সাড়ে ১২টার দিকেও থেমে থেমে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তবে ১৬ ও ১৭ জুন কোনও শব্দ শোনা যায়নি। তবে ১৮ জুন সকালে মিয়ানমার থেকে আবার বিস্ফোরণের বিকট শব্দ আসতে শুরু করে, যা শনিবার বিকাল পর্যন্ত থেমে থেমে চলে। এরপর পাঁচদিন বন্ধ থাকলেও গত শুক্রবার মাঝরাতে মর্টার শেল ও বোমার বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে টেকনাফ সীমান্তের বাসিন্দাদের। শুক্রবার রাত দেড়টা পর থেকে শুরু হওয়া বিস্ফোরণের শব্দ থেমে থেমে শনিবার বিকাল ৪টা পর্যন্ত পাওয়া গিয়েছিল। মাঝে দুদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার বিকাল থেকে আবার আসছে বিস্ফোরণের শব্দ।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, দুই দিন বন্ধ থাকার পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে নৌকায় রোহিঙ্গাদেরও দেখা গেছে বলে তথ্য আসছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, মংডু শহরের খায়েনখালী খালটি নাফ নদীর মোহনা। ওপারে মর্টার শেল, গ্রেনেড বিস্ফোরণের শব্দের পাশাপাশি রোহিঙ্গাদের অবস্থানের কথা শোনা যাচ্ছে। তবে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের লোকজনের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি ও কোস্টগার্ড। গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে আবারো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি ও কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি