পানিবদ্ধতায় ভোগান্তি
২৭ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম
সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা গড়াতেই এর তীব্রতা বেড়েছে। একনাগাড়ে ঘণ্টা দুয়েকের মতো বৃষ্টি হয়েছে রাজধানীতে। এই বৃষ্টিতেই ডুবেছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি। ফলে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষকে। টানা বৃষ্টিতে এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সময় স্কুলফেরত শিক্ষার্থী থেকে শুরু করে রিকশাচালক, অফিসগামী যাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগে পড়েছেন। এমন অবস্থায় যানবাহনে গণপরিবহন ও রিকশা সিএনজির সঙ্কট দেখা গেছে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে গন্তব্যে যাচ্ছেন।
রাজধানীতে বৃষ্টি হলেই পানিবদ্ধতা সৃষ্টি হয়। আর পানিবদ্ধতার এই সমস্যা প্রতিবছরই অব্যাহত থাকছে। বৃষ্টিতে ঢাকার দুই সিটির অনেক এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়। কিছু এলাকায় পানিবদ্ধতার পরিমাণ ছিল হাঁটু কিংবা কোমর সমান। মিরপুরের কাজীপাড়া এলাকার সড়কে প্রায় কোমরসমান পানি জমে ছিল। এছাড়াও ঢাকা উত্তর সিটির মিরপুরের পাইকপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর, ফার্মগেটের পশ্চিম রাজাবাজার, বাড্ডা, মেরুল বাড্ডা, বিমানবন্দর সড়ক, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির গ্রিন রোড, কাঁঠালবাগান, নিউমার্কেট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-সংলগ্ন অরফানেজ রোড, হরনাথ ঘোষ রোড, হোসেনি দালান রোড, চানখাঁরপুল, কাজী আলাউদ্দিন রোড, বংশাল, মতিঝিল বলাকা মোড়, দিলকুশা, আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল, রাজারবাগ ও জুরাইন এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়।
মিরপুরের ১৪ নম্বর থেকে ১০ নম্বর যাওয়ার সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কের ফুটপাথ ডুবে গেছে পানিতে। ওই সড়কে যানবাহন চলাচল কমে গেছে। অনেক দোকানপাটও বন্ধ দেখা গেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও জমেছে পানি। কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে ফুটপাতও। সড়কে থাকা নিষ্কাশন নালার মুখ বন্ধ হয়ে অনেক জায়গায় পানি যেতে দেরি হচ্ছে। ওই নালা পরিষ্কার করতে দেখা গেছে সিটি করপোরেশনের কর্মীদের। রোকেয়া সরণির শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকায়ও সড়কে পানি জমেছে। বৃষ্টিতে বনানীর আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়ক এবং ধানম-ির সড়কে পানি জমেছে। পানিবদ্ধতার কারণে বিমানবন্দর সড়কের কাকলী থেকে বনানী ফ্লাইওভার পর্যন্ত যানজট দেখা দিয়েছে।
বৃষ্টিতে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি এড়াতে অনেকেই পায়ে হাঁটা বাদ দিয়ে রিকশায় গন্তব্য যাচ্ছেন। সেই সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করছেন রিকশাচালকরা। পুরান ঢাকার বিভিন্ন এলাকার অলিগলি ডুবে যাওয়ায় ড্রেনের ময়লা আবর্জনা সব ভেসে উঠেছে গলিতে। ময়লাযুক্ত পানি পেরিয়ে নিজের বাসায় যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা নিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষে বাসায় ফিরতে দেখি গলিতে পানি জমে গেছে। ড্রেনের সব ময়লা ওপরে ভাসছে। কোনোমতে নাক চেপে ধরে প্যান্ট উঁচু করে বাসায় ফিরলাম।
বৃষ্টি থামার পর সৃষ্ট পানিবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মানুষ। রাজধানীর পল্টন এলাকা থেকে রিকশায় নয়াবাজার আসেন চাকরিজীবী বশির। তিনি বলেন, পল্টন এলাকায় বৃষ্টিতে প্রায় হাঁটু সমান পানি হয়েছে। জুতা হাতে নিয়ে প্যান্ট হাঁটুর ওপরে তুলে হাঁটতে হয়েছে। স্বাভাবিক সময় তো ওই এলাকা থেকে হেঁটে মোড়ে এসে বাসে উঠতাম। কিন্তু নোংরা পানির কারণে রিকশা নিতে হয়েছে। বংশাল এলাকা আসতেই আবার সেই পানি। রিকশাচালক রিকশা চালাতে পারছিলেন না পানির কারণে। আরেকদিকে তীব্র জ্যাম। এদিকে বংশাল সড়কে আগে ড্রেনেজ ব্যবস্থার জন্য খোঁড়াখুঁড়ি হয়েছিল, সেটা এখনও শেষ হয়নি।
ঢাকার সূত্রাপুরের এক বাসিন্দা বলেন, অল্প বৃষ্টিতে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন নয়। বছরের পর বছর আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। পত্রপত্রিকায় এই ঘটনার সব সময় দেখানো হয়, কিন্তু এর কোনও সমাধান হয় না। এক পশলা বৃষ্টিতেই অলি গলিতে পানি জমে যায়। সেখানে ঘন্টাখানেক বা দিনব্যাপী বৃষ্টি হলে ভোগান্তির সীমা থাকে না। এই ভোগান্তি থেকে কবে পুরান ঢাকাবাসী নিস্তার পাবে জানা নেই।
এক সিএনজি চালক বলেন, বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে পানিবদ্ধতা। অনেক সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে রাস্তার মধ্যে বন্ধ হয়ে আছে। মোহাম্মদপুর থেকে শুরু করে বিভিন্ন রাস্তাতেই কম বেশি পানিবদ্ধতা দেখে এসেছি। সেই সঙ্গে বৃষ্টি ছাড়ার পরপরই বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি আমরা সিএনজি চালকরাও ঢাকার পানিবদ্ধতার কারণে বিপদে আছি। সড়কে সিএনজি চালানো যাচ্ছে না। পানি না নেমে যাওয়া পর্যন্ত কোনো ট্রিপ নিতে পারছি না।
শান্তিনগর মোড়ে ভিকারুননিসা স্কুলের এক শিক্ষার্থী বলেন, এই এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। স্কুল আসা যাওয়ার কষ্ট হয়। সকালবেলা ভালোভাবে স্কুলে গেলেও লাগাতার বৃষ্টিতে বাসায় পৌঁছাতে খুব কষ্ট হচ্ছে। এখানে কোনো রিকশা পাচ্ছি না। রাস্তায় ময়লা পানির মধ্যে জুতা পায়ে হেঁটে যেতে হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, পানিবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটি করপোরেশন দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। যেসব এলাকায় পানিবদ্ধতার কথা বলা হয়েছে সেসব এলাকায় পানিবদ্ধতা নয়, জলজট ছিল। ম্যানহোলের ঢাকনা ও ড্রেনে পলিথিন, প্লাস্টিক আটকে পানি নিষ্কাশন ব্যবস্থায় বাধা সৃষ্টি করেছিল। সিটি করপোরেশনের কর্মীরা এরইমধ্যে সেগুলো পরিষ্কার করেছেন। কিছু এলাকায় পানিবদ্ধতা কারণ ওসব এলাকায় উন্নয়নকাজ চলমান আছে। তাছাড়া ডিএসসিসি মেয়র কিন্তু নিজেই ওসব এলাকায় পানিবদ্ধতার কারণ এর আগে জানিয়েছেন। আমরা আশাবাদী, দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে নগরবাসী পানিবদ্ধতা থেকে রেহাই পাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি