ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না

Daily Inqilab এ কে এম ফজলুর রহমান মুনশী

১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম

আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা ও মানুষের উপকার করা মুহাররম মাসের অন্যতম এবাদত। সাধ্য সামর্থ্য অনুসারে এ জাতীয় নেক আমল এ মাসে সম্পাদন করা খুবই ফলদায়ক। আল কুরআনে এতদ সম্পর্কে ইরশাদ হয়েছে : ‘‘ যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে তার জন্য খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নাই, আর তারা চিন্তিত হবে না। যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালকথাও উত্তম। আর আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল”। (সূরা আল বাকারাহ: আয়াত ২৬২-২৬৩)। এই আয়াতদ্বয়ে ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক বর্ণিত হয়েছে। মোটকথা, প্রয়োজনের অতিরিক্ত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবগ্রস্ত, দীন-দুঃখীদের জন্য ব্যয় করার ইচ্ছা পূরণ করাকে সদাকাহ বলা হয়। এ কাজের উৎসাহ দান করাও ইবাদত বলে গণ্য।

বস্তুতঃ গভীর মনোযোগের সাথে কুরআনুল কারীম পাঠ করলে এই জ্ঞান অর্জিত হয় যে, আল্লাহর পথে অর্থ ব্যয় করাকে কুরআনুল কারীম কোথাও, ইন্সাফ (ব্যয় করা) শব্দে, কোথাও ‘ইবয়াম’ (খাদ্যদান) শব্দে, কোথাও ‘সাদাকাহ’ (দান) শব্দে এবং কোথাও ‘ইতাউজ্ যাকাত’ (যাকাত দান) শব্দে ব্যক্ত করেছে। আল কুরআনের এ সকল শব্দ এবং বিভিন্ন স্থানে এগুলোর ব্যবহারের প্রতি লক্ষ্য করলে জানা যায় যে, ইতয়াম, ইনফাক, সাদাকাহ প্রভৃতি শব্দগুলো ব্যাপক অর্থ বোধক এবং সমষ্টি অর্জনের লক্ষ্যে সর্ব প্রকার দান-সদকাহ ও সাধারণ ব্যয়কেই বুঝায়, তা’ ফরয, ওয়াজিব, কিংবা নফল, মুস্তাহাব যাই হোক। ফরয যাকাত বোঝাবার জন্য কুরআন একটি স্বতন্ত্র শব্দ। ইতাউজ যাকাত ব্যবহার করেছে। এতে ইঙ্গিত রয়েছে যে, এ বিশেষ সাদাকাহটি আদায় করা ও ব্যয় করার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে বেশির ভাগ ‘ইন্ফাক’ শব্দ এবং কোথাও ‘সদাকাহ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই যে, এখানে সাধারণ দান, সদকাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। (তাফসীরে মাআরিফুল কুরআন)।

আলোচ্য আয়াতে ‘সদকাহ’ কবুল হওয়ার দু’টি শর্ত আরোপ করা হয়েছে। (১) দান করে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না এবং (২) গ্রহীতাকে ঘৃণিত মনে করা যাবে না। অর্থাৎ তার সাথে এমন কোনো ব্যবহার করতে পারবে না, যাতে সে নিজেকে ঘৃণিত ও হেয় অনুভব করে কষ্ট পায়। আল কুরআনে নিষ্ফল সদকাহ্র একটি উদাহরণ তুলে ধরা হয়েছে। ইরশাদ হচ্ছে: ‘তার উপমা হলো এমন একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি থাকে তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে পরিষ্কার করে রেখে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না’। (সূরা আল বাকারাহ : আয়াত ২৬৪)। এ উপমায় প্রবল বর্ষণ বলতে দানসাদকাহকে এবং পাথর খ- বলতে যে নিয়্যত ও প্রেরণার গলদসহ দান-সদকাহ করা হয়েছে তাকে বুঝানো হয়েছে। মাটির আস্তর বলতে সৎ কর্মের বাইরের কাঠামোটি বোঝানো হয়েছে, যার নিচে লুকিয়ে আছে নিয়্যতের গলদ। বিশ্লেষণের পর দৃষ্টান্তটি সহজেই বোধগম্য হতে পারে। বৃষ্টিপাতের ফলে মাটি স্বাভাবিকভাবেই সরস ও সতেজ হয় এবং তাতে চারা জন্মায়। কিন্তু যে মাটিতে সরসতা সৃষ্টি হয় তার পরিমাণ যদি নামমাত্র হয় এবং তা’ কেবল উপরিভাগেই লেপ্টে থাকে এবং তার তলায় থাকে মসৃণ পাথর, তাহলে বৃষ্টির পানি এ ক্ষেত্রে তার জন্য লাভবান হওয়ার পরিবর্তে বরং ক্ষতিকর প্রমাণিত হয়। অনুরূপভাবে দান-সদকাহ যদিও সৎকর্মকে বিকশিত করার ক্ষমতাসম্পন্ন, কিন্তু তা লাভজনক হবার জন্য সদুদ্দেশ্যে, সৎসংকল্প ও সৎ নিয়্যতের শর্ত আরোপিত হয়েছে। নিয়্যত সৎ না হলে যত অধিক পরিমাণেই দান করা হোক না কেন, তা নিছক অর্থ ও সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়।

এ আয়াতে গ্রহণযোগ্য দান-সদকাহ্র একটি উদাহরণ বর্ণিত হয়েছে। যারা স্বীয় ধন সম্পদকে মনের দৃঢ়তা সৃষ্টি করার লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়্যতে ব্যয় করে, তাদের উদাহরণ কোনো টিলায় অবস্থিত বাগানের মত। প্রবল বৃষ্টিপাত না হলেও হালকা বারিবর্ষণই যার জন্য যথেষ্ট। আল্লাহ তায়ালা মানুষের কাজ-কর্ম সম্পর্কে খুবই পরিজ্ঞাত। এ উদাহরণের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যে, খাঁটি নিয়্যত ও উপরোক্ত শর্তাবলীর প্রতি লক্ষ্য রেখে আল্লাহর পথে ব্যয় করার ফযিলত অনেক। সৎ-নিয়্যত ও আন্তরিকতার সাথে অল্প ব্যয় করলেও তা যথেষ্ট এবং আখেরাতের সাফল্যের কারণ হবে, এর ব্যত্যয় হবার কোনো পথই খোলা নেই। মাহে মুহাররমে আল্লাহর পথে ব্যয় করার যথাযথ তাওফিক আল্লাহ পাক সকল মুমিন-মুসলমান ভাই ও বোনদেরকে দান করুন, এটাই আজকের একান্ত প্রত্যাশা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন

সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন

সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ

ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'

ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'