পিএসসির প্রশ্নফাঁসে ক্যাডারে চাকরিপ্রাপ্তদের তালিকা হচ্ছে
১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:৩৯ এএম
আবেদ আলী সিন্ডিকেটের ফাঁস করা প্রশ্নে মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই। যাদের অনেকেই প্রশাসনের বড় বড় পদে কর্মরত। বিশেষ করে বিসিএস বিভিন্ন ব্যাচে যারা দুনীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের তালিকা করছে একটি গোয়েন্দা সংস্থা। অন্যদিকে বছরের পর বছর ধরে চলা প্রশ্নফাঁস সিন্ডিকেট শনাক্ত করতে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৬জনকে রিমান্ডে নেয়ার প্রস্তুতি নিচ্ছে সিআইডি। মূলহোতাদের চিহ্নিত করাসহ নানা তথ্য সংগ্রহ করতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ খুবই জরুরী মনে করছেন তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তারা।
তদন্ত সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা বলছেন, গ্রেফতারকৃতদের সঙ্গে ব্যাংকিং লেনদেন, জব্দ মোবাইল ফোনের তথ্য ও জবানবন্দির ভিত্তিতে ফেঁসে যেতে পারেন পিএসসিসহ বেশ কয়েকটি সরকারী সংস্থার ঊর্ধ্বতন ও প্রশ্নপত্র ফাঁসে চাকরি পাওয়া কর্মকর্তারা। পিএসসির পরীক্ষা-শাখা (নন-ক্যাডার), তথ্য-প্রযুক্তি শাখা, ইউনিট-১২ ও পিএসসি সিলেট আঞ্চলিক কার্যালয়ের বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর নাম সামনে এসেছে। পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলামের জবানবন্দিতেও এসব তথ্য উঠে এসেছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গত ১৪ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) কর্মকর্তা-কর্মচারীরা। আর এসব প্রশ্নফাঁসে পিএসসির দুই উপপরিচালক, সহকারী পরিচালক ও দুইজন অফিস সহায়কসহ ১৭ জনকে গ্রেফতারের ঘটনায় করা মামলা সিআইডি তদন্ত করছে। এরই মধ্যে গ্রেফতারকৃত ছয়জনের জবানবন্দিতে নাম আসা পিএসসির কর্মকর্তা-কর্মচারী, চাকরি পাওয়া কর্মকর্তা ও প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে কাজ করছে সিআইডির গোয়েন্দা দল। পিএসসির ১৫জন কর্মকর্তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। যারা পরীক্ষার বুথ পরিচালনা ও টাকা সংগ্রহ করতেন। এছাড়া মামলায় পলাতক কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাদের যেকোনো সময় গ্রেফতার করা হবে।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইনকিলাবকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে সিআইডি তদন্ত করছে। এ ধরনের ঘটনায় যারা জড়িত তদন্তে তাদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন গোয়েন্দা কর্মকর্তা ইনকিলাবকে বলেন, প্রশ্নফাঁসের এ চক্রটির সঙ্গে কারা জড়িত। কীভাবে তারা প্রশ্নফাঁস করত। কীভাবে তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করত। কীভাবে নিয়োগপ্রার্থী পরীক্ষার্থীর কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করত। কতজন নিয়োগপ্রার্থী পরীক্ষার্থীর কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করা হয়েছে। প্রশ্নফাঁসের এই চক্রটির দ্বারা প্রশ্নফাঁসের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে এসব বিষয় তদন্ত করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনসহ বিভিন্ন ব্যাচের ক্যাডাররা আবেদ আলী সিন্ডিকেটের ফাঁস করা প্রশ্নে সুবিধা নিয়েছেন। এরই মধ্যে গ্রেফতারকৃতদের জবানবন্দীর বাইরেও বিভিন্ন মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যে অনেক কর্মকর্তার নাম এসেছে, যা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এসব নাম যাবাই-বাছাই করা হচ্ছে। গ্রেফতারের পর দায় স্বীকার করে ছয়জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যাদের নাম আসবে, তাদেরই আইনের আওতায় আনতেই আমরা কাজ করছি।
পোষ্য কোটায় চাকরি পান খলিলুর: পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির অফিস সহকারী খলিলুর রহমানের বিরুদ্ধে দুই বছর আগেও উঠেছিল একই অভিযোগ। সে সময় চাকরি থেকে ‘সাসপেন্ড’ করা হয় তাকে। পরে আপিলে ‘নির্দোষ’ হয়ে ফের চাকরিতে ফেরেন। যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাচরাই ঘাগা গ্রামে খলিলুরের চাচা নিছার গাজী (৬৫) এসব তথ্য জানান।
নিছার গাজী সাংবাদিকদের বলেন, খলিলুরের বাবা নিজাম গাজী অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে স্বেচ্ছায় বীর মুক্তিযোদ্ধা পদবি নেননি। অল্প শিক্ষিত হলেও দেশ স্বাধীন হওয়ার পর সততার কারণে পিএসসি খুলনা শাখায় অফিস সহকারী হিসেবে চাকরি পান। পরবর্তীতে তার মৃত্যুর পর পোষ্য কোটায় একই প্রতিষ্ঠানে চাকরি পান খলিলুর ও তার বড় ভাই। বর্তমানে খলিলুর ঢাকায় কর্মরত থাকলেও তার ভাই রয়েছেন রাজশাহীতে। দুই বছর আগেও খলিলুরের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। সে সময় তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। পরে আপিলে নির্দোষ হয়ে ফের চাকরিতে যোগদান করে।
১২ কোটি টাকার সম্পদের মালিক শাহাদাত: পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার শাহাদত হোসেন নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরগাছা এলাকার বাসিন্দা। তবে, এলাকাবাসী তাকে শখেন নামেই চেনেন।
খোঁজ নিয়ে জানা যায়, শাহাদত হোসেন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। বেতন পান ১২ হাজার টাকা। এই বেতনের চাকরি করে ঢাকার মিরপুরে করেছেন বাড়ি। এছাড়া, নিজ গ্রামে তিন বিঘা ফলের বাগান, পাঁচ বিঘা জমি এবং সিংড়া উপশহরে ও সর্দার পাড়ায় কিনেছেন আট শতাংশ জমি। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, একজন নিরাপত্তা প্রহরী ১২ হাজার টাকা বেতন পান। এই বেতনের চাকরি করে কীভাবে ১০-১২ কোটি টাকার সম্পদের মালিক হওয়া সম্ভব? খোঁজ নিয়ে জেনেছি, সম্প্রতি তিনি মেয়েকে পাসপোর্ট অফিসে চাকরি দিয়েছেন। শাহাদাতসহ যারা জাতিকে মেধা শূন্য করতে প্রশ্নফাঁসের মতো জঘন্যতম কাজ করেছেন তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন