কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে প্রথম ১৮ জুলাই মুদ্রানীতি ঘোষণা

সংবাদ সম্মেলন ছাড়াই মুদ্রানীতি প্রকাশের চিন্তা

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ জুলাই ২০২৪, ১২:০৫ এএম


মুদ্রানীতি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার জন্য দেশের আর্থিক কর্তৃপক্ষ থেকে গৃহীত নীতি যা দেশের অর্থনীতিতে অর্থ সরবরাহ নিশ্চিত ও নিয়ন্ত্রণ করে। মুদ্রানীতি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুদের হার এবং অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। আর তাই মুদ্রানীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষার অন্যতম চাবিকাঠি। রীতি অনুযায়ী সংবাদ সম¥েলন করে প্রতিবছর তাই মুদ্রানীতি প্রকাশ করা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক তার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলন ছাড়া মুদ্রানীতি বিবৃতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) প্রকাশ করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। তিনি বলেছেন, আগামী ১৮ জুলাই বিকাল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করা হবে। এবার কোনো সংবাদ সম্মেলন হবে না। যদিও আইএমএফ শর্তে রয়েছে যে, মুদ্রানীতির স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে অবশ্যই সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করতে হবে। তাই এ বছর সে বিষয়টিও উপেক্ষা করা হচ্ছে। অর্থনীতি ভাষায়, মুদ্রানীতির মূল লক্ষ্য দুটি। তা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং জিডিপির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা বা এগিয়ে নিতে সহায়তা করা।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, মুদ্রানীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতে কতটুকু ঋণ বিতরণ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকে কয়েক মাস আগে গণমাধ্যমকর্মীদের প্রবেশে ইতঃপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার। দীর্ঘদিনেও সে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে বাধার প্রতিবাদে গত ৭ জুন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য বয়কট করেন অর্থনীতি ও ব্যাংকখাতের সাংবাদিকরা। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তে রয়েছে যে, মুদ্রানীতি সংবাদ সম্মেলন করে প্রকাশ করতে হবে।

বাংলাদেশকে দেওয়া ঋণ কর্মসূচির সবশেষ পর্যালোচনা প্রতিবেদনে আইএমএফ বলেছে, মুদ্রানীতির স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ ব্যাংককে কমিউনিকেশনের (তথ্য বিনিময়/ প্রকাশ) চর্চাসমূহ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে। গত ২৫ জুন এই দ্বিতীয় পর্যালোচনার এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
এতে বলা হয়েছে, আধুনিক নীতি কাঠামোয় রুপান্তরকে সমর্থনের লক্ষ্যে উন্নত সিদ্ধান্ত গ্রহণ ও কমিউনিকেশনের উন্নতি দরকার। এক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছর থেকে মুদ্রানীতি কমিটির বৈঠকের সময়সূচি প্রকাশের প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আইএমএফ সমর্থিত ঋণ কর্মসূচি শেষ হওয়ার আগেই প্রতি ত্রৈমাসিকের (প্রান্তিকের) নীতি প্রতিবেদন নিয়মিত প্রকাশ শুরুর লক্ষ্য রয়েছে তাদের। তবে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন চর্চাগুলোর আরও উন্নতির জন্য আইএমএফের সক্ষমতা উন্নয়ন সহায়তারও প্রয়োজন হবে।

তথ্য সংগ্রহের জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপের ঘটনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাম্প্রতিক সময়ে বিরোধে জড়ায় বাংলাদেশ ব্যাংক। অথচ আর্থিকখাতের নিয়ন্ত্রকটি গণসংযোগ বাড়ানোর এই প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফকে।

গত ২১ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো সাংবাদিকদের প্রবেশের ওপর এই অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে পাস সংগ্রহ করে এবং নাম ও গণমাধ্যমের নাম নিবন্ধন করে কেন্দ্রীয় ব্যাংকের অফিসে সহজেই প্রবেশ করতে পারতেন সাংবাদিকরা।
দেশের অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), সংবাদপত্র মালিকদের সংগঠন- নোয়াব, সম্পাদক পরিষদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন সংস্থা সাংবাদিক প্রবেশের এই নিষেধাজ্ঞার প্রতিবাদ করে তা প্রত্যাহারের দাবি জানায়। কিন্তু, এখনও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।#

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ

ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

বড়লেখায় যুবদল নেতাকে হত্যা

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন

সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন