মামলায় নিরীহ মানুষের নাম দেয়ার অভিযোগ
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা এজাহারের বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা। অনেকে ঘটনার সঙ্গে যুক্ত না থাকলেও অতিউৎসাহী কিছু বিএনপির নেতা পুলিশের সঙ্গে যোগসাজশ করে মামলায় নিরীহ মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছেন এমন অভিযোগ উঠেছে। এছাড়া এজাহারে ঘটনার বিবরণ বদলে দেওয়ার ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহতের স্বজনদের দায়েরকৃত মামলায় সাংবাদিকসহ সাধারণ মানুষদেরকে জড়ানো হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু গত বৃহস্পতিবার ব্যাংক কলোনী এলাকায় তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে হত্যা মামলা দায়ের করা হচ্ছে এটা আমাদের কাম্য নয়। আপনাদের মাধ্যমে বলতে চাই যারা প্রকৃত হত্যাকারী, প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করা হোক। কোনো নিরীহ মানুষকে যেন এই হত্যা মামলায় জড়ানো বা তাদের বিরুদ্ধে মামলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সালাউদ্দিন বাবু বলেন, সাভার আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকালে অর্ধশতাধিক হত্যাকাণ্ড ঘটেছে, ইতোমধ্যে দুই থানায় ১৫টি হত্যা মামলা হয়েছে। মামলায় কিছু অনাকাঙ্খীত মানুষের নাম এসেছে যা মোটেও কাম্য নয়। ভবিষ্যতে এ ব্যাপারগুলো যাচাই বাচাই করে ঘটনার সাথে যারা জড়িত শুধুমাত্র তাদের নামেই মামলা করা হবে। তিনি আরো বলেন, মামলার বাদী হবে ভুক্তভোগীর পরিবার, আমরা কাউকে মামলা করার জন্য উৎসাহীত করবো না।
আশুলিয়ার বিভিন্ন কারখানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ঝুট ব্যবসা দখলের বিষয়ে বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, সাভার ও আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে নয়। তবে অতিউৎসাহী কিছু কারখানা মালিক আছে যারা আওয়ামী লীগ নেতাদের ফোন করে ঝুটের মাল বের করে নিতে বলেন তখন ওইস কারখানায় কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যার খবর আমার কাছেও আসছে।
জানা গেছে, জিরানী এলাকার স্থানীয় কিছু বিএনপি নেতা ট্রান্স এশিয়ান ও এ্যাপারেলস টুডে নামে দুটি কারখানায় ঝুট ব্যবসা দলীয় প্রভাব দেখিয়ে দখলে নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে মটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টিরও অভিযোগ রয়েছে।
এদিকে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের প্রভাব দেখিয়ে মাইঝাইল এলাকার ইব্রাহিম হামলা চালিয়ে এ্যারেলস টুডের ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। তখন ওই ঘটনায় গত ৪ মে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়। এরপরেও সে থেমে নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ছাত্র-জনতার ওপর হামলা মারধরের ঘটনায় গত শনিবার আশুলিয়া থানায় ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এরআগে শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিএনপি নেতা গফুর চেয়ারম্যানের অনুসারী হয়ে পুনরায় এ্যারেলস টুডের ঝুট ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে।
নাম প্রকাশ না করার শর্তে সাভারের এক বিএনপি নেতা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় সাংবাদিকসহ নিরীহ সাধারণ মানুষদেরকে জড়ানো হচ্ছে। জীনের কোনো দিন আওয়ামী লীগ করে নাই এমন লোকের নামও মামলায় রয়েছে। আবার বিএনপির লোকজনের নামও মামলায় রয়েছে। তবে এসব কাম্য নয়। অতিউৎসাহী কিছু লোক নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পূর্বে শত্রুতা ছিল এমন লোকদের মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আবার অনেকেই এই মামলাকে পুঁজি করে ব্যবসাও করছে। নাম ঢুকিয়ে দেওয়া, নাম বাদ দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ শুনা যাচ্ছে। এভাবে করলে প্রকৃত আসামিরা পার পেয়ে যাবে বলেও ধারণা এই নেতার।
তবে সাভার ও আশুলিয়া থানায় দায়েরকৃত মামলার বিষয়ে খোঁজ নিয়ে ও বাদীর সাথে কথা বলে জানা গেছে, মামলায় কারা কারা আসামি, এ বিষয়ে কোনো ধারণাই নেই বাদীর।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়ার জিরানী গোহাইলাড়ীসহ বিভিন্ন এলাকার বিএনপির নেতারা থানায় এসে তালিকা করে নিজের সুবিধামতো মামলায় আসামিদের তালিকায় নাম দিচ্ছে। এমন অভিযোগ উঠে এসেছে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাইয়ের বিরুদ্ধেও।
যোগাযোগ করা হলে মুঠফোনে আব্দুল হাই অভিযোগের বিষয়ে বলেন, কে আসামি, কারা আসামি, সে বিষয়ে আমি কিছুই জানি না। আর থানা এখন আছে নাকি, থানাতে কোনো পুলিশই নাই। ওখানে বসে থাকার আমার সময় আছে? আমি শিমুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। এসব নিয়েই আছি। কে কি বললো তা নিয়ে মাথা ঘামানোর সময় নাই।
তবে এসব বিষয়ে সাভার ও আশুলিয়ার কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজী হয়নি। তবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান কয়েকদিন আগে সাংবাদিকদের বলেছিলেন, আমরা সর্বোচ্চ যাচাই বাছাই করেই মামলা নিচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সাবেক এমপি কেরামত আলী গ্রেফতার

নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণে ২জন শ্রমিক দগ্ধ

ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু

বিক্ষোভে উত্তাল মণিপুর, নেতার বাড়িতে আগুন দিলো জনতা

ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু

ইয়েমেনে সর্বশেষ মার্কিন বিমান হামলায় নিহত ৪

মধ্যপ্রাচ্যের ৬ দেশকে হুমকি ইরানের, যুদ্ধের শঙ্কা

রাজধানীর বংশালে আগুন, নিহত ১, আহত ৭

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে আজ ধর্মঘট

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

ঈদকে কেন্দ্র করে কৃষি নির্ভর বরিশাল অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার

ঝড়ো বাতাসে যমুনা নদীতে আটকে ছিল ফেরি

হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক

ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচিতে সংহতি, দেশব্যাপী ধর্মঘট আজ

এনসিপি কর্মীদের ধর্ষণের হুমকি পাওয়া সেই ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা

চিলমারীতে জুয়ার সামগ্রী সহ ৬ জুয়ারি গ্রেফতার

আজ নতুন দল নিবন্ধন ও আচরণ বিধি নিয়ে ইসির বৈঠক

বিয়ে করেছেন তারকা যুগল জামিল-মুনমুন

গাজা থেকে ইসরায়েলে হামাসের রকেট হামলা, কড়া জবাব দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

জুলাই অভ্যূত্থানে গুলিবিদ্ধের ৮ মাস পরে মারা যাওয়া হৃদয়ের পরিবারের পাশে জেলা প্রশাসক