দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : হুইপ ইকবালুর রহিম
১৩ এপ্রিল ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৩ পিএম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি উৎসবে অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা দিয়ে আসছেন। যাতে করে তারা উৎসবকে আনন্দের সাথে পালন করতে পারে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলার ৬৮ হাজার ৮৮৭ টি অসহায় ও দুঃস্থদের পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জিস সোহেল, সাধারণ সম্পাদক মো. কাসেম আলী, সদর ওসি মো. তানভীরুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন অসহায় মানুষেরা কোন সহযোগিতায় পায়নি। বরং তারা লুটপাট করেছে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন দেশের মানুষের কোনো কষ্ট হতে দেবেন না।
তিনি আরও বলেন, করোনার মহামারিতে বিশ্ব যখন হোচট খেয়েছে, তখন বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকে নি। শেখ হাসিনার নির্দেশনায় ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে খাদ্য। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে বাংলাদেশে কোন সংকট নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে। দেশের একটি মানুষও ঠিকানাবিহীন, ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
হুইপ আরও বলেন, দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার পরীক্ষা ও ভ্যাকসিন দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক উন্নত দেশও এটা করতে পারেনি।
একই দিন দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর ৪৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপসচিব মোরার্জি দেশাই বর্মন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান সহকারি মো. আরিফুল ইসলাম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

দোহারের কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড

কক্সবাজার শহরে উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ হাজারো নারী-পুরুষ ঘরবাড়ি ও জমি রক্ষায় মানববন্ধন

কর্পোরেট জবাবদিহিতা ও পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন প্রকাশ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

জ্বালানি সচিব-তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র!

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৪৯৪৫ টাকা

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক নিহত-জড়িতদের বসতঘরে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

বার্জার ও সিএমপি-এর উন্নত কোটিং প্রযুক্তি যমুনা রেল সেতুকে দিচ্ছে দীর্ঘস্থায়ী সুরক্ষা

ড্যাপ বাতিল ও ইমারত বিধিমালা বাস্তবায়নে রিহ্যাবের মানববন্ধন

রাখাল রাহার অপসরণ দাবি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নির্যাতন

ইউএনও অফিসের ২৮ চালকের চাকরি স্থায়ীকরণে বাধা নেই

ভোজ্যতেলে কর ছাড় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ

ডিএসসিসিতে চাকরিচ্যুত দুই কর্মকর্তার পুনঃনিয়োগে চেষ্টা

ঈদযাত্রা নির্বিঘœ করতে কাজে আন্তরিক হওয়ার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার