ভুটান-ভারত-চীনা পণ্য রফতানিতেও করিডোর হিসেবে ব্যবহারে পরিকল্পনা

কুড়িগ্রামে বাণিজ্যের নতুন জানালা

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

২৯ মার্চ ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১২:১১ এএম

ভুটানের বিনিয়োগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল
স্থাপনের বেজার কাছে হস্তান্তর
এক সময় মঙ্গার জেলা ছিল কুড়িগ্রাম। সরকারের হিসেবে বেশি দরিদ্র ও কর্মহীন লোকের বসবাস কুড়িগ্রাম জেলায়। কার্তিক ও চৈত্র মাস এলে মঙ্গা লেগে থাকতো এ জেলার চরাঞ্চলগুলোতে। আগের মতো খাদ্যাভাব এবং মঙ্গা দেখা না গেলেও ব্রহ্মপুত্র নদ, তিস্তা, দুধকুমার ও ধরলাসহ ১৬টি নদী বয়ে যাওয়া নদীর ভাঙন কুড়িগ্রাম জেলা অভাবী অঞ্চল হিসেবে পরিচিত। চিলমারী বন্দর নতুন করে চালু হলেও নতুন করে চর জেগে ওঠার কারণে লঞ্চ চলাচল প্রায় বন্ধ থাকছে। পুরোপুরি নৌ-বন্দরটি চালু হলে এ জেলায় নতুন করে কর্মসংস্থান বৃদ্ধি পেত। সেই বন্দর চালু না হতেই নতুন করে চালু হতে যাচ্ছে ভুটান-ভারত-চীনা পণ্য রফতানিতেও করিডোর। সেই মঙ্গার কুড়িগ্রামের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নতুন করে খুলতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দুয়ার। ভুটান-ভারত-চীনা পণ্য রফতানিতেও করিডোর হিসেবে আন্তর্জাতিক যোগাযোগে গেটওয়ে হবে এ কুড়িগ্রাম জেলা।

জানতে চাইলে কুড়িগ্রাম-২ আসনের সরকারি দলের এমপি বীর মুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকার ইনকিলাবকে বলেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ভুটান কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে। এটা কুড়িগ্রামের মানুষের জন্য স্বাধীনতার মাসে প্রধানমন্ত্রীর বড় উপহার। এখানে শিল্পাঞ্চল হলে জেলার মানুষের কর্মসংস্থান হবে, অর্থনীতির চাকা সচল হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের এক জনসভায় জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। প্রায় এক দশক আগের প্রতিশ্রæতির বাস্তবায়ন দেখতে যাচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রাম। এরই ধারাবাহিকতায় ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে ধরলা নদীর পাড়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। যেখানে ভুটানের বিনিয়োগে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এটি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম। পাশাপাশি আঞ্চলিক নেটওয়ার্কেও এগিয়ে থাকবে দেশ। যৌথ বিনিয়োগের এ প্রকল্পের সূত্র ধরেই শুধু ভুটান নয়, ভবিষ্যতে ভুটান-ভারত-চীনা পণ্য রফতানিতেও করিডোর হিসেবে ব্যবহৃত করার পরিকল্পনা হতে পারে বাংলাদেশ বিশ্লেষকরা মনে করছেন।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ ইনকিলাবকে বলেন, ভুটানের রাজা দুপুর দেড়টা পর্যন্ত সার্কিট হাউজে অবস্থান করেন। এর মধ্যে তিনি দুপুরের খাবার সেরে নেন। এরপর বেলা দেড়টায় তিনি ধরলার পাড়ের কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। সেখানে রাজা পনের মিনিট অবস্থানের পর সড়কপথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের দিকে যাত্রা শুরু করেন। স্থলবন্দরে বিশেষ ইমিগ্রেশনের মাধ্যমে ভারত হয়ে নিজ দেশ ভুটানের উদ্দেশ্যে যাত্রা করেন রাজা। জেলা প্রশাসক বলেন, ভুটানের রাজার আগমনে কয়েক স্তরে নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ে চর মাধবরাম এলাকায় ১৩৩ দশমিক ৯২ একর জমি ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজার কাছে হস্তান্তর করা হয়েছে। এ জন্য আরও কিছু জমির প্রয়োজন হবে। তাই ব্যক্তিমালিকানাধীন ৮৬ একর জমি অধিগ্রহণের প্রস্তুতি চলমান আছে। গত ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের এক জনসভায় জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে ধরলা নদীর পাড়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। ৯ বছর আগে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে গেলে প্রধানমন্ত্রীর কাছে প্রথমবারের মতো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রæতি পেয়েছিল কুড়িগ্রামবাসী। সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হচ্ছে সদর উপজেলায় ধরলা নদীর পাড় ঘেঁষে। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের পাশে ১৯০ একর জায়গায় বাংলাদেশ-ভুটানের যৌথ বিনিয়োগে গড়ে উঠবে এই অর্থনৈতিক অঞ্চল। যেখানে পণ্য উৎপাদন করে তা রফতানি হবে ভুটানসহ প্রতিবেশী দেশগুলোতে। সফররত ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক প্রকল্প এলাকাটি নিজে দেখে, ওই পথেই ফিরে যাবেন থিম্পুতে। কেন এই প্রকল্পে বিনিয়োগ করছে ভুটান? কারণ, কুড়িগ্রাম থেকে দেশটির সবচেয়ে কাছের শহর ফুন্টশোলিং এর দূরত্ব মাত্র ১৫৭ কিলোমিটার। অন্যদিকে গেলেফুর দূরত্ব ১৯১ কিলোমিটার আর রাজধানী থিম্পু বাংলাদেশ থেকে মাত্র ৩০৩ কিলোমিটার দূরে। কুড়িগ্রামের সোনাহাট ও রৌমারী স্থলবন্দর এবং চিলমারী নৌ-বন্দরের সঙ্গে ভুটানের যোগাযোগ সুবিধা রয়েছে। তাই এখানে পণ্য উৎপাদন করে তা রফতানি যেমন সহজ হবে, তেমনি স্থায়ী যোগাযোগ স্থাপিত হলে, মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট অ্যান্ড প্রটোকল চুক্তির আওতায় ভুটানেরও সহজ হবে আমদানি-রফতানি কার্যক্রম। আঞ্চলিক রুটের সুবাদে যা পরবর্তীতে চীনা পণ্য পরিবহনেও বিস্তৃত হবার সুযোগ আছে। চারদিকে স্থলবেষ্টিত বা ল্যান্ড লক কান্ট্রিখ্যাত ভুটান এসব কারণেই আগ্রহী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে। সেই বিষয়টি স্পষ্ট করেছে দেশটি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজা জিগমে খেসার নামগিয়েলের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ভুটানও পরিষ্কার করেছে, গেলেফুর সঙ্গে কানেক্টিভিটি বাড়াবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ঐক্যবদ্ধ আঞ্চলিক নেটওয়ার্ক গড়তে তারা বদ্ধপরিকর। শুধু তাই নয়, বিদ্যমান চুক্তির আওতায় উত্তরবঙ্গের বন্দরগুলো ব্যবহারে প্রতিবেশী দেশগুলোকে টানতে চায় বাংলাদেশ। যার ইঙ্গিত গত বছরের আগস্টে রংপুরে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত বছর লন্ডন সফরের সময় ভুটানের রাজাকে বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই প্রতিফলন এবার সফর করে দিয়ে গেলেন জিগমে খেসার। অর্থাৎ কুড়িগ্রাম-ভুটানের সংযোগে অর্থনৈতিক ক‚টনীতির পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্স-খ্যাত অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে। দেশের সবচেয়ে গরিব জেলার অপবাদ ঘুচবে বলে আশা সেখানকার মানুষের। কুড়িগ্রামে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফরের মধ্য দিয়ে যুগান্তকারী নতুন দিনের সূচনা হবে। প্রতীক্ষা উত্তরাঞ্চলবাসীর। কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে সস্ত্রীক ভুটান ফিরে গেলেন রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক। গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে জেলার সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে ভুটানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। এর আগে কুড়িগ্রাম জেলা সার্কিট হাউজ থেকে বেলা ১টা ২০ মিনিটে ধরলার পাড়ের অর্থনৈতিক অঞ্চলে যান এবং পনের মিনিট স্থানটি পরিদর্শনের পাশাপাশি বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর রাজা সড়কপথে সোনাহাট স্থলবন্দরের দিকে রওনা দেন। রাজা সড়কপথে দুপুর ১২টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে কুড়িগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছান। বাংলাদেশ-ভুটান দু’দেশের যৌথ উদ্যোগে ধরলা পাড়ে ২১৯ একর জমির ওপর গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। রাজার আগমনকে ঘিরে সব ধরনের আয়োজন সম্পন্ন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
এ বিষয়ে কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ জানান, ধরলার পাড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে সড়ক, নদী ও রেল পথের সুবিধা মিলবে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মায়ামির আরেকটি মেসিময় জয়

মায়ামির আরেকটি মেসিময় জয়

শেষ মিনিটের গোলে হার এড়ালেও বেড়েছে পিএসজির শিরোপার উৎসবের অপেক্ষা

শেষ মিনিটের গোলে হার এড়ালেও বেড়েছে পিএসজির শিরোপার উৎসবের অপেক্ষা

রোনালদো ফেরার ম্যাচে জিতল নাসের

রোনালদো ফেরার ম্যাচে জিতল নাসের

বাবরের ব্যাটিংয়ের পর শাহিনের বোলিং নৈপুণ্যে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

বাবরের ব্যাটিংয়ের পর শাহিনের বোলিং নৈপুণ্যে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ইউনাইটেডের ড্র

বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ইউনাইটেডের ড্র

শার্ক ট্যাংক বাংলাদেশ’র প্রথম পর্বেই ১ কোটির বেশি বিনিয়োগ

শার্ক ট্যাংক বাংলাদেশ’র প্রথম পর্বেই ১ কোটির বেশি বিনিয়োগ

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তিন বিদেশি শক্তি: জিএম কাদের

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তিন বিদেশি শক্তি: জিএম কাদের

থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চায় বাংলাদেশ

ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চায় বাংলাদেশ

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা শেষে হামলায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা শেষে হামলায় যুবক নিহত

টিভিতে দেখুন

টিভিতে দেখুন

বিশ্বকাপ প্রস্তুতির লড়াইয়ে হারানো গৌরবের খোঁজে

বিশ্বকাপ প্রস্তুতির লড়াইয়ে হারানো গৌরবের খোঁজে

বন্যার পর এবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো দুবাই

বন্যার পর এবার ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়লো দুবাই

স্কোয়াশে শাহাদাত চাঁদনী চ্যাম্পিয়ন

স্কোয়াশে শাহাদাত চাঁদনী চ্যাম্পিয়ন

পাক-ভারত রোমাঞ্চের অপেক্ষায় যুবরাজও

পাক-ভারত রোমাঞ্চের অপেক্ষায় যুবরাজও

ফের জামালকে হারালো বসুন্ধরা

ফের জামালকে হারালো বসুন্ধরা

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বিসিবির লেগ স্পিনার হান্ট

বিসিবির লেগ স্পিনার হান্ট