ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

বাংলাদেশে খ্রীষ্টান রাষ্ট্র হবে না ভবিষ্যতে ভারতই ভাঙবে -এ এম এম বাহাউদ্দীন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ জুন ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৫ জুন ২০২৪, ১২:১০ এএম

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ভারত এখন সংকটকাল অতিক্রম করছে। ভবিষ্যতে ভারতই ভাঙ্গবে। দক্ষিনের ভারতে এমন আলামত অলরেডি দেখা যাচ্ছে। আর উত্তর পূর্ব নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমরা পাহারা দিয়ে রাখছি, না হলে টিকতে পারবে না। মোদী ভারত থেকে বাংলাদেশে সমর্থন দিতে গিয়ে মূলধারার মানুষদের অস্বীকার করেছে। তাদের পরিণতি ভাল হবে না। বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে কোন খ্রিষ্টান রাষ্ট্র হবে না। অন্য কোন রাষ্ট্রে হতে পারে। দৈনিক ইনকিলাবের ৩৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন।


এ এম এম বাহাউদ্দীন বলেন, ভারতের এই মানচিত্র থাকবে না। মানচিত্র হবে আমাদের, মুসলমানদের। আমাদের চিন্তার ইনশাল্লাহ। সেই কাজটি আমরা করছি।


তিনি বলেন, আমরা সকলে মিলে এই রাষ্ট্র চিন্তা তৈরী করেছি। রাষ্ট্রচিন্তা না থাকলে তো মেরামত করা যাবে না। এখন সমাজে লুটে-পুটে খাওয়া বেড়েছে। কিন্তু সরকারি দল কিংবা বিরোধী দল কেউ সমাজ তৈরীর কাজ করছে না। আমরা দৈনিক ইনকিলাবের সকলে মিলে একটি শক্তিশালী সমাজ নির্মাণ করতে চাই।


ইনকিলাব সম্পাদক বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এদেশের ১৮ কোটি মানুষের মধ্যে দশ কোটি অত্যন্ত সপ্তাহে এক ঘন্টার জন্য মসজিদে গিয়ে বয়ান শোনে। এক ঘন্টার জন্য হলেও আল্লাহর কাছে সেজদা দেয়। এই সমাজকে কোনভাবেই পরিবর্তন করা যাবে না। বাংলাদেশে ইনকিলাবের যে চিন্তা চেতনা এরাই সমাজে আধিপত্য করবে। এই চিন্তায় যারা রাজনীতি, লেখা লেখি করেন তারা যেন আমরা এক সঙ্গে থাকতে পারি।

 


আগামীর বাংলাদেশ নিয়ে ইনকিলাব সম্পাদক বলেন, এখন যে বাংলাদেশ দেখছেন এটা কিচ্ছু থাকবে না। এটা আজিজ- বেনজিরের মত ফ্যাকাসে হয়ে যাবে। যারা সঠিক চিন্তায় আছেন তারা জ্বল জ্বল করবেন।


এ এম এম বাহাউদ্দীন বলেন, বর্তমানে সমাজে সম্মান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। যেখানে বিশেষ করে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। সেনা প্রধান, পুলিশ প্রধান, আইন প্রণেতাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। তো এ ক্ষেত্রে সম্মান নিয়ে যে কোন গুরুত্বপূর্ণ পদে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। তিনি বলেন, আজকে আমাদের দীর্ঘ এত বছরে যারা ইনকিলাবে যারা বুরে‌্যা চীফ, জেলা প্রতিনিধি তারা কিন্তু অত্যন্ত সম্মানীয় তাদের এলাকায়। বিভিন্ন অঞ্চলে জেলা প্রতিনিধিদের ওই এলাকার স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরাও সম্মান করেন। এটা তারা অর্জন করেছেন।


ইনকিলাব সম্পাদক বলেন, যারা ইনকিলাব পত্রিকায় রয়েছেন তারা সম্মানের সঙ্গে পরিচয় দিতে পারেন। কিন্তু আজকে টাকা হলে আর একটু পড়াশুনা থাকলে এই সম্মানের ডিগ্রি নেয়ার চেষ্টা করা হয়।

 


এ এম এম বাহাউদ্দীন বলেন, আজকে সম্পদের জন্য মানুষ বেপরোয়া হয়ে যায়। এ ক্ষেত্রে ‘ভান্ডালিজম’ অর্থ্যাৎ বর্বর গোত্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্বরদের একটি সা¤্রাজ্য ছিল। যারা জার্মান সমাজ থেকে এসেছিল। রোমান সা¤্রাজ্যকে হারিয়ে একশ বছর ছিল। এই ‘ভান্ডালিস্টরা’ রোমানদের হারিয়ে তাদের কৃষ্টি, সংস্কৃতি অনুসারে জীবন যাপনের চেষ্টা করেছিল। আমাদের দেশেও কোন কোন বিশেষ জেলা যেমন হরিজনরা এসে এখন ব্র্রাক্ষনের মত ভূমিকায় রয়েছে। অনেকে বিশাল অট্টালিকার মালিক হচ্ছে। অনেকে সচিব আর আইজি হচ্ছেন। রোমানদের হারিয়ে এই ‘ভান্ডালিস্টরা’ও সে রকমই ছিল। কিন্তু রোমানরা যাই করেছে, এখনো তাই রয়ে গেছে। কিন্তু এই ‘ভান্ডালিস্টরা’ কিন্তু রোমানদের হারিয়েছিল। কিন্তু কোথাও ইতিহাসে কোন ‘ভান্ডালিস্ট’ সেনাপতির নাম বীর হিসেবে আসছে না। বর্তমান সরকারের আমলে কাঠামোগত অনেক উন্নতি হয়েছে, কিন্তু তারা যদি ‘ভন্ডালিস্টদের’ মত ভুল করে যান তাহলে কি ইতিহাসে রোমানদের মত সম্মান পাবেন?

 


তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের সঙ্গে ইনকিলাব জড়িত ১৯৮৬ সাল থেকে। আমি কিংবা আমরা সকলেই অনেক অর্থ, বিত্ত পেতে পারতাম। এরশাদ সরকারের আমলে আমাকে একাধিকবার বলা হয়েছিল গুলশানে প্লাট নিতে, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি আমাকে অনেক ¯েœহ করতেন। বর্তমান প্রধানমন্ত্রীও এক সময় ছোট ভাইয়ের মত দেখেছেন। তাতেও আমাদের বা ইনকিলাবের আদর্শের কোন পরিবর্তন হয়নি।


ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের নির্বাচনে মোদীর (নরেন্দ্র মোদী) কিন্তু দার্শনিক পরাজয় হয়ে গেছে। এই সংখ্যাধিক্য নিয়ে যদি ভারতীয় জনতা পার্টি সরকার করেও সেটা কতটুকু টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ভারতে মোদী অসততা করে রাজনীতিবিদদের অসৎ করে গড়ে তুলেছেন। এ সময় ভারতীয় নির্বাচনের ইতিহাস টেনে তিনি বলেন, আপনাদের সকলের হয়তো খেয়াল আছে, ১৯৭৭ সালে যখন ভারতে প্রথম ইন্দ্রা গান্ধি বিরোধী জোট হলো, নির্বাচন হলো এর পর সেখানে বেশ কয়েকটি ছোট ছোট সময়ে সরকার হয়েছিল। ভিপি সিং হয়েছিল এগারো মাসের জন্য, চন্দ্রশেখর হয়েছিল- তিন মাসের জন্য, চরণ শিংও হয়েছিল অল্প কয়েক মাসের জন্য। ভারতের রাজনীতিতে এমন আবারও হতে পারে।

 

 

ইনকিলাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত থাকা মাওলানা কবি রুহুল আমীন খান সূচনা বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, দৈনিক ইনকিলাব যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে, আগামীতেও ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, ইনকিলাবের ৩৯তম বছরে পা রাখায় আমরা গর্বিত। এই ৩৮ বছরে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইনকিলাবকে পরিচালনা করেছেন পত্রিকায় বর্তমান সম্পাদক এ এম এম বাহাউদ্দিন। তিনি কখনো দেশের ও ধর্মের স্বার্থে আপস করেন নি।
জমিয়াতুল মোদারের্ছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমেদ মমতাজী বলেন, ইনকিলাব সঙ্গে আমাদের একটি রক্ত ও আতœার সম্পর্ক আমার গড়ে উঠেছে। এখান থেকে পিছপা হওয়ার কোন সুযোগ আর নেই। তিনি ইনকিলাব পরিবারের যারা দায়িত্ব পালন করছেন তাদের সকলে মোকারকবাদ জানান।

 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সম্পাদক আবদুল মাননান মুনশী, ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ, বার্তা সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, বিশেষ সংবাদদাতা স্টালিন সরকার ও চিফ রিপোর্টার ফারুক হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশেষ সংবাদদাতা রফিক মুহাম্মদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান। মুনাজাত করেন মাওলানা কবি রুহুল আমীন খান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইনকিলাবের নির্বাহী পরিচালক ফাহিমা বাহাউদ্দীন, পরিচালক এডমিন এন্ড এইচআর নাজিফা বাহাউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আদনান হারুন, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর চৌধুরী, পরিচালক মার্কেটিং মোহাম্মদ আব্দুল কাদের, আইটি বিভাগের প্রধান সৈয়দ গালিব প্রমুখ।

 


ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, এপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, গণ দলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাগপার (একাংশোর) সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির (একাংশের) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার (একাংশের) সহসভাপতি রাশেদ প্রধান, মহাসচিব মোহাম্মদ হোসেন, জাগপার যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, যুগ্ম মহাসচিব সাইফুল আলম, জাগপার শ্রমিক নেতা আবু সুফিয়ান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসূফ আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুকুল, লেবার পার্টির (একাংশের) সভাপতি লায়ন ফারুক রহমান, কলামিস্ট ও লেখক রিন্টু আনোয়ার প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

অন্তর্বর্তী সরকারকে কোন মতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা - কক্সবাজার সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারকে কোন মতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা - কক্সবাজার সালাহউদ্দিন আহমদ

চাঁবিপ্রবি’র জন্য দীপু মনি গংদের দখলকৃত শত শত একর কৃষিজমি-বসতবাড়ি এখন পতিত ভূমি

চাঁবিপ্রবি’র জন্য দীপু মনি গংদের দখলকৃত শত শত একর কৃষিজমি-বসতবাড়ি এখন পতিত ভূমি

অর্থপাচার নিয়ে আইএমএফ এর সহযোগিতা চায় বাংলাদেশ

অর্থপাচার নিয়ে আইএমএফ এর সহযোগিতা চায় বাংলাদেশ

আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর অভিযানে কিশোরীকে শালীনতা হানির অপচেষ্টার ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ও গাঁজা সহ গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর অভিযানে কিশোরীকে শালীনতা হানির অপচেষ্টার ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ও গাঁজা সহ গ্রেফতার

মুক্তিযোদ্ধাদের ভাতা কি বন্ধ করা উচিত?

মুক্তিযোদ্ধাদের ভাতা কি বন্ধ করা উচিত?

সাবেক এমপি ফজলে করিম দুই দিনের রিমান্ডে

সাবেক এমপি ফজলে করিম দুই দিনের রিমান্ডে

যশোরের সাবেক পুলিশের কর্মকর্তা টিএসআই রফিকুলের সম্পদের পাহাড়!

যশোরের সাবেক পুলিশের কর্মকর্তা টিএসআই রফিকুলের সম্পদের পাহাড়!

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-শাহজাহান-সাদেক

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

কার্যকর হলো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া