ঠান্ডা মাথার পুলিশ কর্মকর্তা আলেপ, খুন গুম আয়না ঘরের সাথে জড়িত থাকার অভিযোগ
১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
পতিত আওয়ামীলীগ সরকারের আমলে খুন-গুমের সাথে জড়িত থাকার অভিযোগ যে সব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে তাদের একজন ৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন। বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব কর্মকর্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করা হলেও কোন পদক্ষেপ নেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিচারবহির্ভূত খুনসহ নানা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিক হলেও তদন্ত করে ব্যবস্থা গ্রহনের কোন উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দফতরের। আলেপের মত পতিত আওয়ামী সরকারের আমলে খুন-গুমের সাথে জড়িত থাকার অভিযোগ যে সব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে তাদের দ্রæত আইনের আওতায় আনা সময়ের দাবি।
একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, খুন, গুম ও আয়না ঘরের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কারাগারে। জিয়াউলের মতো ঠান্ডা মাথার আরেক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন। র্যাবে কর্মরত থাকার সময় তার সহকর্মীরা জল্লাদ বলে ডাকেন, যা তিনি নিজেই বেশ গর্ব করে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন।
৩১ তম বিসিএসের কর্মকর্তা আলেপ পুলিশের চাকরি শুরু করেন ২০১৩ সালে, এর ঠিক পরের বছরেই তার পদায়ন হয় র্যাবে। এর পর র্যাব-১১ তে পাঠানো হয় আলেপকে। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত র্যাবে চাকরীরত ছিলেন আলেপ। দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত কমান্ডার, মিডিয়া সেল ও জঙ্গি সেল ইনচার্জ হিসেবে। জঙ্গি দমনের নামে মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে আলেপ উদ্দিনের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ র্যাবে থাকাকালীন ফ্যাসিস্ট সরকারের এমপি গাজী গোলাম দস্তগীরের পক্ষে জমি দখলের জন্য বিভিন্ন নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে ফাসিয়ে দিতেন। এ রকম এক ঘটনায় তাকে নারায়ণগঞ্জ র্যাব থেকে বদলি করা হয় লালমনিরহাট জেলা পুলিশে। কিন্তু অদৃশ্য শক্তির বলে এ আলেপ আবারও মাস দুয়েকের মধ্যে র্যাবে ফিরে আসে। এবার র্যাবের ইন্টেলিজেন্ট শাখায় পোস্টিং পেয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্ন নিরীহ আলেমদেরকে ধরে জঙ্গী সংগঠনের নাম দিয়ে আটক করে জেলে পাঠাত। এর পুরস্কার হিসেবে পেয়েছে বিপিএম ও ডাবল পিপিএম (বার)। উল্লেখ্য যে আলেপ বিপিএম পুরস্কার পায় পুরস্কার প্রদানের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আলাদা আদেশে। এর পর তার বদলি হয় এসবিতে। সর্বশেষ এসবি থেকে বদলি করে রংপুর রেঞ্জে পাঠানো হয়। তার পর সংযুক্ত। ২৯ অক্টোবর ২০১৬ সিদ্ধিরগঞ্জে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন। আলেপ উদ্দিন তখন র্যাব-১১-এর এএসপি ছিলেন। এ ধরনের বহু বিচারবহির্ভূত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে গত মঙ্গলবার বেলা দুইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে তুলে নেওয়া হয়। পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ
ধামরাইয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা, ব্যাটারি কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন