জমি উদ্ধারে উদ্যোগী রেল
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ এএম
বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : মুহাম্মদ ফাওজুল কবির খান
সারাদেশে রেলের জমিতে হাত পড়েছে প্রভাবশালীদের। হাজার হাজার একর জমি দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। কোনো কোনো স্থানে স্থায়ী স্থাপনাও নির্মাণ করেছেন অনেকে। গত হাসিনা সরকারের আমলে মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের অনেক নেতাকে রেলের জমি দখলের অভিযোগ এসেছে। সেসময় তাদের প্রভাবে এসব নিয়ে কোনো কথা বলতে পারেনি কেউ। এতোদিন দখলদারদের হাত থেকে রেলের জমি পুনরুদ্ধারে পরিচালিত অভিযান যেন ইঁদুর-বেড়াল খেলায় পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে দফায় দফায় অভিযান চালিয়েও জমি উদ্ধার ও রক্ষা করতে পারছে না রেল কর্তৃপক্ষ। মূলত সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দখলবাজ ভ‚মিদস্যুরা রেলের জমি অবৈধভাবে দখলে নিয়ে নানা রকম বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলছে। এ কাজে তারা একদিকে রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার আশ্রয় নিয়েছে। এভাবেই সারাদেশে রেলের ভ‚মি অবৈধ দখলে থাকছে বছরের পর বছর।
সারাদেশে রেলওয়ের মালিকানাধীন জমি ছিল ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। এর মধ্যে রেলওয়ে বিভিন্নভাবে ব্যবহার করছে ৩১ হাজার ৩১১ দশমিক ৫০ একর জমি। এসব বেদখলী জায়গায় অবৈধভাবে বহুতল ভবনসহ মার্কেট পর্যন্ত গড়ে তোলা হয়েছে। গত সরকারের সময়ে রেলের তেমন কোনো জমিই উদ্ধার হয়নি। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত রেললাইনের দুই পাশের জমি দখল করে নিয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ পথে ছোট-বড় বাজার ও দোকানের সংখ্যা অনেক। বিমানবন্দর ও তেজগাঁও রেলস্টেশন এলাকায় এবং নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের বাইরে জমি দখল হয়ে গেছে। রেলের জমি দখল করে গড়ে উঠেছে বাজার, শপিংমল ইত্যাদি। প্রতিনিয়ত ক্ষমতাশালী ও প্রভাবশালীরা নানা অজুহাতে রেলের জায়গা লিজ নিয়ে দখলের চেষ্টা চালু রেখেছে। এছাড়া ১৯৬০ সালে ফুলবাড়িয়া থেকে রেলস্টেশন কমলাপুরে স্থানান্তরিত হওয়ার পরে সেখানকার বিপুল পরিমাণ জমি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নেয়।
বাংলাদেশ রেলওয়ের ভ‚মিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভ‚মি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভ‚মিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো। উক্ত সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভ‚মি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রেলের সম্পদ রক্ষায় সরকার বদ্ধ পরিকর। রেলের জমি যারা দখলে রেখেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দ্রæত উদ্ধার অভিযান শুরু হবে।
জানা যায়, চট্টগ্রামের হাটহাজারীতে রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। তারা দখলের সময় তার লোকজন লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কেউ বাধা দিতে আসলে হামলা ও মামলার হুমকি দেয়া হয়। রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় রেলস্টেশনের রেললাইনের গা-ঘেঁষে সেমিপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণি বিতান, আধাপাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেয়াল দিয়ে দখলে নিচ্ছে। রাজবাড়ীতে রেলওয়ের স্টাফ কোয়ার্টার বেদখল রয়েছে। দখলকারীরা গড়ে তুলেছে বসতবাড়ি, মার্কেট ও মাছের খামার। জমি ও কোয়ার্টার বেদখল থাকলেও নীরব রয়েছে রেলওয়ের প্রশাসন। অনেকে জমি দখল করে মার্কেট তৈরি করে ভাড়া দিয়েছেন। অনেকে পুকুর করে মাছ চাষ করছেন। লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পূব পাশে উন্মুক্ত জায়গায় এলাকার লোকজন অস্থায়ী দোকান বসিয়ে বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। পাশে রেল লাইনের ধারে অর্ধশত ভ‚মিহীন পরিবার বসবাস করছিল। দোকান ও বসতি উচ্ছেদ করে প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। সাবেক মন্ত্রীর ছেলে জায়গাটি দখলে নিয়ে প্রথমে টিন দিয়ে ঘিরে ফেলেন। এমনিভাবে রেলের পূর্ব ও পশ্চিম অঞ্চলের বিভিন্ন এলাকাসহ সারা দেশে রেলের জমি নিজের মতো করে দখল করেছেন প্রভাবশালীরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ