কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে অফিস করছেন আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ এএম
আর্থিক অনিয়মের পাশাপাশি ব্যাংক ও আমানতকারীদের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর পুনর্নিয়োগের আবেদন নাকচ করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দ্রæত ব্যাংকটিতে একজন নতুন এমডি নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়। গত সপ্তাহে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এখনও অফিস করছেন মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহ। যদিও গতকাল এমডিকে দিনভর অবরুদ্ধ করে রাখে ব্যাংকটির ম্যানেজাররা। তারা তাকে বহিষ্কৃত ঘোষণা করেছেন। গতকালসকাল ১০টা থেকে তাকে রাজধানীর কারওয়ান বাজারে টিকে ভবনে অবস্থিত প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন ব্যাংকের ৩৩ শাখার ম্যানেজাররা। এ সময় ম্যানেজাররা জানান, বাংলাদেশ ব্যাংক তাকে (মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহ) পুনর্নিয়োগ না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন।
সূত্র মতে, মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। স¤প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের পাশাপাশি ব্যাংক ও আমানতকারীদের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির এমডি হিসেবে তার পুনর্নিয়োগের আবেদন নাকচ করা হয়। পাশাপাশি দ্রæত ব্যাংকটিতে একজন নতুন এমডি নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এখনো অফিস করছেন শফিক। একই সঙ্গে তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন করেছেন ব্যাংকটির চেয়ারম্যান।
এ বিষয়ে মোহাম্মদ শফিক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যাংক থেকে পুনরায় আবেদন করা হয়েছে। আপাতত নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত ব্যাংকটি থেকে তাকে এমডি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, শফিকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ব্যাংকটিতে এমডি হিসেবে তার পুনর্নিয়োগ আটকে দিয়ে বিশদ তদন্তের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। তখন ব্যাংকটিতে একজন ভারপ্রাপ্ত এমডি নিয়োগের জন্য ব্যাংকের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়। তবে শফিক তথাকথিত পরিচালনা পরিষদকে ম্যানেজ করে সে সময় ব্যাংকটিতে ভারপ্রাপ্ত এমডি নিয়োগ করা থেকে বিরত রাখতে সক্ষম হন। শুধু তাই নয়, অভিযোগ থেকে পরিত্রাণে তিনি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তদবির করেন বলে অভিযোগ রয়েছে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের বিশদ পরিদর্শনে অভিযোগের প্রমাণ পাওয়ায় তার পুনর্নিয়োগের আবেদন চূড়ান্তভাবে নাকচ করে গত ১৯ নভেম্বর ব্যাংকটির চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়। একই সঙ্গে তার অর্থ আত্মসাৎ, পাচার ও ব্যাংক অব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে এবং আত্মসাতকৃত অর্থ আদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করারও নির্দেশনা দেওয়া হয়।
ব্যাংক কোম্পানি আইন ও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, কোনো ব্যাংকের এমডি পদ শ‚ন্য হওয়ার তিন মাসের মধ্যে তা পূরণ করতে হবে। সেই সঙ্গে নতুন এমডি নিয়োগ না দেওয়া পর্যন্ত ব্যাংকের সিনিয়রদের মধ্যে থেকে একজনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দিতে হবে। জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকের মেয়াদ শেষ হয়। তার আগে পরিচালনা পরিষদের অনুমোদন নিয়ে গত ৯ সেপ্টেম্বর তাকে পুনর্নিয়োগ দিতে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হয়।
এর পরপরই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ব্যাংকের কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ পাঠায়। ওই অভিযোগের ভিত্তিতে তার পুনর্নিয়োগ আটকে দিয়ে বিশদ তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংক। গত ১০ বছরে শফিক ও পারভেজ ইউসুফ নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে প্রয়োজনীয় জামানত ছাড়া ঋণ ও ঘুষের বিনিময়ে ঋণ দেওয়া এবং ঋণখেলাপিদের সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে টাকা ফেরত না দেওয়ার সুযোগ তৈরি করে দেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি হিসেবে শফিকের পুনর্নিয়োগ নাকচ করা হয়েছে। বিষয়টি ব্যাংকটিকে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এমডি হিসেবে তার আর অফিস করার সুযোগ নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জিয়াউল হাসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক টিম
বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র
বাংলাক্রাফট নির্বাচন পদ্ধতির অনিয়মের প্রতিবাদে নির্বাচন সম্মিলিত ফোরামের বর্জন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন
কামরুল-সোলায়মান-এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রিমান্ডে
ডিএসসিসির চলমান কাজ দ্রুত শেষ হবে
হজযাত্রী কোটা সর্বনিম্ন ১শ’ জন নির্ধারণের দাবি : বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ
নেজামে ইসলাম পার্টির নেতাদের সাথে জামায়াতের বৈঠক
যুগোপযোগী জনপ্রশাসন বিনির্মাণে সুপারিশ করাই আসল কাজ
সা’দপন্থিদের দুঃখ প্রকাশ করে ইজতেমা মাঠ ত্যাগ
পোস্টার মুছে দিতে চায় অনুভূতি, হবে কি মানুষের সুমতি?
মোদির বিতর্কিত পোস্ট, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার
দীর্ঘ ১৬ বছর পর আখাউড়ায় রাধামাধব মন্দিরের সম্মেলন
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আব্দুস সালাম খান
রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন
হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনে ভর করে: সারজিস আলম
টঙ্গির ইজতেমার মাঠে সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে নিহত বিল্লালের বাড়ী ফরিদপুরে
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত
নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর