গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত নয়, ধৈর্য ধরে দায়িত্ব পালন করুন: সেনাপ্রধান
২৫ মার্চ ২০২৫, ০৮:৫৭ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৯:০১ এএম

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সেনাবাহিনী যে নিষ্ঠা ও আত্মত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। পাশাপাশি, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস বৈঠকে সেনাপ্রধান এই বক্তব্য দেন। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপপ্রচার, উসকানিমূলক বক্তব্যসহ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো উসকানিতে প্রতিক্রিয়া দেখানো যাবে না।
সেনাপ্রধান বলেন, সামনে ঈদ আসছে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। সেনাবাহিনীর কাছে দেশ ও জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, যার কার্যক্রম সম্পর্কে সরকার এবং জনগণ সচেতন। তবে, কিছু মহল ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে, যা নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না।
তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মহাসচিব। বিশেষ করে, ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা তিনি ইতিবাচকভাবে দেখেছেন। এছাড়া, কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আয়োজিত ইফতার কর্মসূচিতে সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে তার সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীর দায়িত্ব শুধু সামরিক কর্মকাণ্ড নয়, বরং মানবিক সহায়তা ও জাতীয় সংকট মোকাবিলায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের সম্মানে ইফতার আয়োজন করা হয়। এ থেকেই বোঝা যায়, সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কপালে লাল টিপ ও রবীন্দ্রনাথ সংগীত গেয়ে সনজীদা খাতুনকে বিদায়

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি

ঝুঝিয়াংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা

ছয় বছর লিভ ইনে ছিলেন জিৎ-স্বস্তিকা

বিএফএ সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজ-জুলুম-অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে - মাহমুদুল হক রুবেল

চবিতে শিক্ষা ছুটিতে থাকা ২ শিক্ষক চাকরিচ্যুত

ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের হাফেজের মৃত্যু

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

’আমি রাষ্ট্রপতি হলেও আমার আচরণে পরিবর্তন আসবে না’

গাজায় ইহুদি হামলায় একদিনে শহীদ ৩৯

গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি

টাইগার উডসের সঙ্গে ভাবীর প্রেম নিয়ে মুখ খুললেন ইভাঙ্কা ট্রাম্প

ট্রাম্প পশ্চিমা বিশ্বকে দ্বিখন্ডিত করে দিয়েছেন

পূর্বের প্রজন্মের কাউকে কেউ অভিশাপ দিলে এ প্রজন্মের উপরও এই অভিশাপ কবুল হওয়া প্রসঙ্গে।

নোয়াবের সিদ্ধান্ত সাংবাদিকদের সঙ্গে চরম নিষ্ঠুরতা