মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার: ড. মুহাম্মদ ইউনূস
২৫ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায়। তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এই আদর্শকে পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করছেন।
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সোমবার (২৪ মার্চ) এক বাণীতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করে বলেন, সেই কালরাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর চালানো বর্বরোচিত হামলা ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। তিনি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম শুধু ১৯৭১ সালেই সীমাবদ্ধ ছিল না, বরং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়েছে বারবার।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, স্বাধীনতার পর স্বৈরশাসনের শিকার হয়েছিল বাংলাদেশ। মৌলিক মানবাধিকারের অভাব, গণতন্ত্রহীনতা ও নিপীড়নের শিকার হয় সাধারণ মানুষ। কিন্তু ছাত্র-জনতার বীরত্বে সংঘটিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জাতি স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে। এ চেতনাকে সামনে রেখে সরকার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকাসহ সারা দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অপারেশন সার্চলাইটের নামে সেনাবাহিনী পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে হাজারো নিরীহ মানুষকে হত্যা করে। এই ভয়ংকর গণহত্যা শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায়।
ড. ইউনূস বলেন, এই আত্মত্যাগের পথ ধরেই ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। নতুন বাংলাদেশকে শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি ২৫ মার্চের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ জাতির চেতনায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধরে রাখার আহ্বান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কপালে লাল টিপ ও রবীন্দ্রনাথ সংগীত গেয়ে সনজীদা খাতুনকে বিদায়

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি

ঝুঝিয়াংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা

ছয় বছর লিভ ইনে ছিলেন জিৎ-স্বস্তিকা

বিএফএ সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজ-জুলুম-অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে - মাহমুদুল হক রুবেল

চবিতে শিক্ষা ছুটিতে থাকা ২ শিক্ষক চাকরিচ্যুত

ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের হাফেজের মৃত্যু

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

’আমি রাষ্ট্রপতি হলেও আমার আচরণে পরিবর্তন আসবে না’

গাজায় ইহুদি হামলায় একদিনে শহীদ ৩৯

গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি

টাইগার উডসের সঙ্গে ভাবীর প্রেম নিয়ে মুখ খুললেন ইভাঙ্কা ট্রাম্প

ট্রাম্প পশ্চিমা বিশ্বকে দ্বিখন্ডিত করে দিয়েছেন

পূর্বের প্রজন্মের কাউকে কেউ অভিশাপ দিলে এ প্রজন্মের উপরও এই অভিশাপ কবুল হওয়া প্রসঙ্গে।

নোয়াবের সিদ্ধান্ত সাংবাদিকদের সঙ্গে চরম নিষ্ঠুরতা