জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে হাসির পাত্র ফ্যাসিস্ট আ'লীগ
২৫ মার্চ ২০২৫, ১০:২৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১০:২৫ এএম

যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে গতকাল রবিবার রাতে। এ নিয়ে আরো একটি গুজবময় রাত পার করলো নেটিজেনরা। অন্যদিকে জরুরি অবস্থা নিয়ে রাতভর গুজব ছড়িয়ে নেট দুনিয়ায় হাসির পাত্রে পরিণত হয়েছে বিদেশ পলাতক ও গর্তে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারত পলাতক গণহত্যাকারী হাসিনা বলিউডের সিনেমা স্টাইলে দেশে ফিরছেন- এআই নির্মিত এমন ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়েও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
ঢাকা ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ একটি বৈঠক হয়েছিল। যা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে দেশ জুড়ে। সেনাপ্রধানের সঙ্গে গত ১১ মার্চের বৈঠকে কী ঘটেছিল? এই নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের মধ্যে দেখা গিয়েছে দ্বিমত। সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাতের বক্তব্যকে অপরিপক্ক ও হাস্যকর গল্প বলে মন্তব্য করা হয়েছে।
বিগত কয়েকদিন ধরেই এনিয়ে জোর চর্চা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এমন ঘটনা প্রবাহের মধ্যে গতকাল সন্ধ্যায় সেনা ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়। এহেন পরিস্থিতিতে পতিত স্বৈরাচারের দোসররা সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব ছড়িয়ে দেয় রবিবার জরুরি অবস্থা জারি করা হতে পারে। তবে শেষ পর্যন্ত এমন কিছু হয়নি।
এদিকে, জরুরি অবস্থা নিয়ে দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র সচিব বলেন, ‘ঈদের সময়ের আইনশৃঙ্খলা আশা করি স্বাভাবিক থাকবে। জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, এটা গুজব। এ নিয়ে কোন মন্তব্য করতে চাই না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।
ফেসবুক ব্যবহারকারী আসিফ নিরো মজা করে লিখেছেন, রাজধানী আন্ডার অ্যাটাক! জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অসংখ্য সেনাবাহিনীর বহর রাস্তায় নেমেছে এবং অগণিত ট্যাংক সকল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে রেখেছে। আকাশে গোটা দশেক ফাইটার জেট এবং অনেকগুলো হেলিকপ্টার টহল দিচ্ছে। সকল উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতারা গৃহবন্দী। চীন সফর বাতিল ঘোষণা করা হয়েছে। আপা ফিরে এসেছে। আই রিপিট, আপা ফিরে এসেছে!
রাস্তায় রাস্তায় সবাই আপা আপা করে চিৎকার করছে... হঠাৎ আপার মাথা ঘুরে উঠলো। বমি বমি লাগছে... এক্কেরে পুরাই হলিউডের ইংলিশ মুভির সিকোয়েন্স থেকে উল্টাপাল্টা কি সব হয়ে গেল...।স্বপ্নে এইসব দেখে সকালে ঘুম ভাঙলো।
শুভ সকাল। #ফান_পোস্ট
তানভীর হাসান লিখেছেন, 'সকাল সাড়ে ১০টায় জরুরি অবস্থা জারি। ক্ষমতা নিলেন সেনাপ্রধান। পালালেন ইউনূস। ঢাকা দখল করলো আওয়ামী লীগ'। সারারাত ভেরিফাইড আইডি/পেজ থেকে এসব গুজব ছড়িয়ে কর্মীদের বারবার ধোকা দিচ্ছেন৷ নিজ কর্মীদের মনোবল নিজেরাই ধ্বংস করে দিচ্ছেন। এ কেমন রাজনীতি? এভাবে ধোকা দিতে দিতে একদিন আপনাদের কর্মীরাই আপনাদের ডাকে আর সারা দিবে না। সত্যিকারের ডাক আসলেও ভুয়া/গুজব মনে করে তারা চুপ থাকবে।
কর্মীদেরও বোঝা উচিত, তাদের নিয়ে জাস্ট অনলাইনে খেলা হচ্ছে। হুজুগে কান দিবেন না। অভ্যুত্থান যেমন একদিনে হয় না, হুট করে চলে আসবো বললেও আসা যায় না। যদি তাই হতো, সাবেক প্রধানমন্ত্রী অনেক আগেই চলে আসতেন।
গোলেনূর খাতুন লিখেছেন, আপনাদের গুজব গুজবই থেকে গেলো। কোন জরুরি অবস্থা জারি হচ্ছে না! আর্মি জেনারেল এর মিটিং শেষ হলো সব কিছু পজিটিভ!
ঈদ এবং ভিন্ন ইভেন্ট কে কেন্দ্র করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আরো বেটার করার জন্য সকল আইনপ্রয়োগকারী সংস্থা গুলোকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে!এটাই ছিলো মূল এজেন্ডা, যারা সারারাত ঘুম বাদ দিয়ে গুজব ছড়িয়েছিলেন এই পোস্ট তাদের জন্য।
আমির শাকিল লিখেছেন, রাতভর এইলোক সহ বেশ কয়েকজনের নেতৃত্বে পলাতক লীগ ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনলাইনে জরুরি অবস্থা জারি করিয়ে ছেড়েছে। সকাল ১০ টায় সেটা জারি হওয়ার কথা ছিল। এমন গুজব ছড়িয়েছে, সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কথা বলতে হয়েছে। ৮ মাস হয়ে গেল, এখনো পলাইয়া পলাইয়া হুমকি দেয়! সামনে আসবে যে কবে আল্লাহপাক জানেন।
মজার বিষয় হলো, এদের এসব কথার উপর আবার আওয়ামী লীগের লোকজনের ১০০% ঈমান আছে। এভাবেই ওরা ৮ মাস ধরে তাদের কর্মী সমর্থকদের চাঙা রেখেছে। আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেসও করেছে আসলে ঘটনা কী? আমি বললাম, ড. ইউনূস চীন সফর করে এলে সব ঠিক হয়ে যাবে।
গুজবের মাস্টার আওয়ামী ফ্যাসিস্ট সুশান্ত দাস গুপ্ত হতাশ হয়ে লিখেছেন, আজ রোজ সোমবার, ২৪ মার্চ ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অফিসার্স এড্রেসে যা বলেছেন, তার সার সংক্ষেপ দেখলাম। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, সেনাপ্রধান বলেছেন যে ইসলামী সন্ত্রাসীদের সম্মানের সাথে ডিল করতে হবে।
উপস্থিত এক অফিসারের বয়ান থেকে প্রাপ্ত ৩ টি পয়েন্ট দিলাম।
৭. ইসলামী সন্ত্রাসীদের বিষয়ে সতর্কতার সঙ্গে ও বিচক্ষণভাবে ব্যবস্থা নিতে হবে।
১২. আমাদের প্রতিটি কাজ ও কথা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
১৮. CAS ধৈর্য, নৈতিকতা, ঐক্য, সুবিচার, সহানুভূতি, আল্লাহর ওপর বিশ্বাস, রাগ সংযম এবং পেশাদারিত্বের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এগুলোর শোনার পর আমার ইচ্ছে হইতাছে চিল্লাইতে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি

ঝুঝিয়াংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা

ছয় বছর লিভ ইনে ছিলেন জিৎ-স্বস্তিকা

বিএফএ সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজ-জুলুম-অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে - মাহমুদুল হক রুবেল

চবিতে শিক্ষা ছুটিতে থাকা ২ শিক্ষক চাকরিচ্যুত

ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের হাফেজের মৃত্যু

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

’আমি রাষ্ট্রপতি হলেও আমার আচরণে পরিবর্তন আসবে না’

গাজায় ইহুদি হামলায় একদিনে শহীদ ৩৯

গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি

টাইগার উডসের সঙ্গে ভাবীর প্রেম নিয়ে মুখ খুললেন ইভাঙ্কা ট্রাম্প

ট্রাম্প পশ্চিমা বিশ্বকে দ্বিখন্ডিত করে দিয়েছেন

পূর্বের প্রজন্মের কাউকে কেউ অভিশাপ দিলে এ প্রজন্মের উপরও এই অভিশাপ কবুল হওয়া প্রসঙ্গে।

নোয়াবের সিদ্ধান্ত সাংবাদিকদের সঙ্গে চরম নিষ্ঠুরতা

ঈদে গণপরিবহনে ৮৩২ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়