৪৮ প্রজাতির নতুন মাকড়সা
বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় ৪৮টি নতুন প্রজাতির মাকড়সা আবিষ্কার করেছেন। এসব মাকড়সা খুব দ্রুত চলে এবং শুধুমাত্র রাতে সক্রিয় থাকে। বিভিন্ন প্রজাতির এসব মাকড়সা মাটিতে শিকার করে।অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড মিউজিয়ামে পরিচালিত গবেষণা অনুসারে, এসব প্রজাতির মাকড়সা পৃথিবীর ম্যাচার জেডির পোকামাকড়ের পরিবারের অংশ।
প্রত্নতাত্ত্বিক রবার্ট রেভেনের নেতৃত্বে কয়েক দশক ধরে চলা গবেষণায় বলা হয়েছে, এই নতুন ধরনের মাকড়সার আবিষ্কার আশ্চর্যজনক নয়, তবে আবিষ্কৃত সংখ্যা অবশ্যই...