তদন্তে গড়িমসি, উদ্ধারে হদিস নেই
সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে অন্য যাত্রীদের সঙ্গে ঢাকা ফেরেন প্রবাসীসহ চার যাত্রী। চাঙ্গি বিমানবন্দরে তাদের হ্যান্ড লাগেজ ভারী হওয়ায় চেক-ইনে দেয়া হয়। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর লাগেজ বেল্টে এসে ঘটে বিপত্তি। চার যাত্রী তাদের ব্যাগ ড্যামেজ ও খোলা অবস্থায় পান। পরে দেখতে পান ব্যাগে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ নেই মূল্যবান কোনো জিনিস। ঘটনা...