৩৩ পেশায় সউদী যাওয়ার সনদ রহিত
জনশক্তি রফতানির সর্বোচ্চ শ্রমবাজার সউদীতে ৩৩ পেশায় যেতে সনদ বাধ্যতামূলকের নির্দেশনা রহিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে সউদী যেতে নির্ধারিত ৩৩ পেশার কর্মীদের সনদ লাগবে না। এতে সউদী গমনেচ্ছু কর্মীদের দেশটিতে যেতে সৃষ্ট সঙ্কট নিরসন হতে যাচ্ছে। উল্লেখ্য, গত ২৫ জুলাই ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ এক চিঠিতে ২৮ ক্যাটাগরির পেশায় সউদী গমনেচ্ছুদের পরীক্ষা দিয়ে সনদ গ্রহণ...