ইসলামের ২ পবিত্র মসজিদ তত্ত্বাবধানে নতুন কাউন্সিল গঠন সউদীর
ইসলামের দুই পবিত্রতম মসজিদের তত্ত্বাবধানে বাদশাহর সরাসরি নিয়ন্ত্রণে একটি নতুন কাউন্সিল গঠন করেছে সউদী আরব। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, নতুন সংস্থাটি ‘মক্কা ও মদিনার দুটি পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ে সভাপতিত্ব করবে’। এর আগে এ কাউন্সিল বাদশাহর পরিবর্তে সউদী সরকারের তত্ত্ববধানে ছিল। বর্তমানে বাদশাহর তত্ত্বাবধানে আসায় সম্ভবত আরও আর্থিক ও প্রশাসনিক...