হরিয়ানায় বুলডোজার অভিযানে হাইকোর্টের স্থগিতাদেশ
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে গতকাল সাম্প্রদায়িক দাঙ্গাবিক্ষুব্ধ নুহ জেলায় চলমান ‘বুলডোজার অভিযান’-এ স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়ার। হাইকোর্টের আদেশের পরপরই নুহ জেলা প্রশাসক ধীরেন্দ্র খড়গাতা তার কর্মকর্তাদের ধ্বংস অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। ‘অবৈধ’ নির্মাণ ভেঙে ফেলার জন্য জেলা প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে পিটিশনটি দায়ের করেছিলেন তিনজন আইনজীবী। গত চার দিনে ক্ষুদ্র ব্যবসার দোকান এবং অভিবাসী শ্রমিকদের খুপড়িসহ ৭শ’রও বেশি কাঠামো...