মদিনায় বিনোদন প্রকল্প
সউদী আরবের এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের কিংডম সেভেন সম্প্রতি মদীনায় ১৩০ কোটি সউদী রিয়াল মূল্যের নতুন বিনোদন কেন্দ্রের মেগা প্রকল্প ঘোষণা করেছে। জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অঞ্চলের সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মদিনা, রিয়াদ, মক্কা, জেদ্দাসহ ১৪টি শহরে সেভেনের আসন্ন প্রকল্পগুলো স্থাপন করা হবে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কোম্পানির সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, আল-বাওয়ানি কো. এবং আরবাকন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের যৌথ উদ্যোগে বিইউজেভি-এর...