পরিণতির দিকে আন্দোলন
‘বিএনপি মরা লাশ’ মাজাভাঙা বিএনপি আন্দোলনে ভয় পায়, ‘খাদের কিনারে বিএনপি’ ‘বছর ঘুরে ঈদ আসে বিএনপি আন্দোলন কোন মাসে!’ ‘বিএনপির মিথ্যাচারের ফাঁপা বেলুন’ ‘বিএনপি গণবিচ্ছিন্ন গণধিকৃত দল’ ‘দেখতে দেখতে ১৪ বছর বিএনপির আন্দোলন কোন বছরসহ নানা বক্তব্যের মাধ্যমে বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করা ক্ষমতাসীন আওয়ামী লীগের কিছু নেতা ও কয়েকজন মন্ত্রীর রুটিন কাজ হয়ে গেছে। সভায় ওইসব নেতা বিএনপিকে নিয়ে কি বক্তব্য...