মনমরা দেখতে চাই না
বিরোধী দলের আন্দোলনে ভয় পেয়ে প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের মুখ মনমরা অবস্থায় দেখতে চান না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, আন্দোলন দেখে ভয় পাবেন না। অনেকে এখন আন্দোলন, জ্বালাও পোড়াও করবে। করুক। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু জ্বালাও পোড়াও করতে দেব না। মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আর এই মন মরা (গোমরা)...