৯০ বছরের বডিবিল্ডার
বিশ্বের সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার ৯০ বছর বয়সী আমেরিকান জিম আরিংটন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, জিম আরিংটন ২০১৫ সালে ৮৩ বছর বয়সে প্রথমবারের মতো রেকর্ড বইয়ে প্রবেশ করেছিলেন। আমেরিকায় বসবাসরত এই প্রবীন এখনও বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে অবস্থানও পায়।রিপোর্ট অনুযায়ী, জিম আরিংটন অকালে জন্মগ্রহণ করেন এবং জন্মের সময় তার ওজন ছিল মাত্র আড়াই কিলোগ্রাম। এ প্রসঙ্গে...