বাগেরহাটে লবণাক্ত জমিতে সৌদি আরবের খেজুরের বাম্পার ফলনে নতুন সম্ভাবনা
খেজুর বা খুরমা মানেই সৌদি আরব বা মরু অঞ্চলের ফল। মরুভূমিতেই এর চাষ হয়। বাংলাদেশে এ ফলের চাষ অনেকের কাছে অবাস্তব, তাও যদি আবার হয় লবনাক্ত মাটিতে। সৌদি আরবের খেজুর বাগান এখন উপকূলীয় জেলা বাগেরহাটে। রামপালের লবনাক্ত জমিতে সৌদি আরবের খেজুর চাষ করে সম্ভবনার দুয়ার খুলেছেন সৌখিন কৃষি উদ্যোক্তা অ্যাড. দিহিদার জাকির হোসেন। বাগানের ৮০টি গাছে ৬ থেকে ১০টি করে...