খুলে গেল বিআরটির দুয়ার
ঈদের ছুটিতে গ্রামে ফেরা মানেই রাজধানীর বাহিরমুখে দুর্বিসহ যানজট আর পথে পথে ভোগান্তি। ঈদুল ফিরতে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে বিআরটির একাংশ খুলে দেয়া হয়েছে। এবারও উত্তরাঞ্চল, টাঙ্গাইল আর ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাগামী যাত্রীদের দুর্ভোগ দূর করতে ঈদের আগেই বিআরটি’র আরেকটি অংশ খুলে দেয়া হচ্ছে। বিমানবন্দর থেকে গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইনের নির্মাণকাজ শেষ পর্যায়ে। এরইমধ্যে উত্তরার হাউজ বিল্ডিং...