এবার মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে হজে যেতে
মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম, এমন ব্যক্তিরা সাধারণত হজ পালন করতে যান। করোনা মহামারীতেও হজের খরচ এতটা ছিল না। চলতি বছর হজের ব্যয় মধ্যবিত্তের সামর্থ্যওে হিমশিম খেতে হচ্ছে। হজ পালনের প্যাকেজ (ব্যয়) ঘোষণার পর থেকে অনেকে সিদ্ধান্তহীনতায় আছেন হজে যাওয়া নিয়ে। যে কারণে প্রাকনিবন্ধন করেও এখন চূড়ান্ত নিবন্ধনে সাড়া মিলছে না। এর মধ্যে নিবন্ধনের সময় বাড়ানো...