মেয়র আরিফের সমাবেশ আজ
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি, করবেন না সে বিষয়ে মতামত আজ জানাবেন মেয়র আরিফুল হক চৌধুরী। তার সে মতামতের নিয়ে কৌতূহলের শেষ নেই। প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। অপরদিকে, নির্বাচনী উত্তাপে নেই মেয়র আরিফ। তারপরও মেয়র আরিফকে নিয়ে মাতামাতি চলছে দেদারচ্ছে। তার প্রতিদ্বন্দ্বিতায় আসার মধ্যে নির্ভর করবে নির্বাচনের প্রকৃত আমেজ, অন্যথায় একতরফা...