কাজাখস্তানে শুরু হয়েছে অ্যাডফিয়াপ-এর ৪৬তম বার্ষিক সভা
১৫ মে ২০২৩ থেকে কাজাখস্তানের আলমাটি শহরে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইন্সটিটিউশন্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (অ্যাডফিয়াপ)-এর ৪৬তম বার্ষিক সভা। ১৬ মে ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সভায় স্বাগত বক্তব্য দিয়েছেন অ্যাডফিয়াপ-এর ভাইস চেয়ারম্যান এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজাখস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইয়েরুলান কে. জামাউবায়েভ। এছাড়া...