সড়ক পাকা প্লট ফাঁকার শহর পূর্বাচল
২৮ বছর ধরে রাজধানী শহরের যানজট আর কোলাহল কমাতে কাজ চলছে রাজউকের অধীনে থাকা পূর্বাচলের। যেখানে নাগরিক সুবিধার অভাবে প্লট বুঝে পেলেও বাড়ি তৈরী করতে দেখা যায় না খুব একটা। শুধু তাই নয়, সাধারণ নাগরিকদের নাগালের বাইরে চলে গেছে প্লটের অতিমুল্যের তফাতে। গত ২৮ বছরে বাড়ছে প্লটের মুল্য। এদিকে নাগরিক সুবিধা নিশ্চিত না হওয়ায় ভবন নির্মাণ করছেন না প্লটগ্রহীতারা।
রাজউক সূত্রমতে,...