চোখের পলকে চুরি বাইক বিক্রি পাহাড় দ্বীপাঞ্চলে
লক ভাঙতে ১০ সেকেন্ড। আর ১০ সেকেন্ডে চাবির তার ছিঁড়ে জোড়া দিতেই গাড়ি চালু। এরপর দ্রুত হাওয়ায় মিলিয়ে যাওয়া। এভাবে চোখের পলকে মাত্র ২০ সেকেন্ডেই মোটরসাইকেল চুরি করে তারা। মোটরসাইকেল চোর চক্রের পাঁচজনকে পাকড়াও করার পর গতকাল রোববার এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য চট্টগ্রাম মহানগরী থেকে চুরি করা এসব মোটরসাইকেল বিক্রি করা হয় সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়াসহ বিভিন্ন দ্বীপাঞ্চল...