সরকারি কর্মকর্তাদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগের আন্দোলনের প্রথম দিনে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নিরাপত্তার জন্য সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কার্যালয়ে আসেননি। সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিল কম। অনেকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে। গতকাল সচিবালয়ে দর্শনার্থীর উপস্থিতি একেবারে কম। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী দিয়ে সচিবালয়ে নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে...