হামলা করতে গিয়ে মোটরসাইকেল রেখে পালিয়েছেন আ.লীগ নেতা
৩০ মার্চ ২০২৩, ০৫:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা সদর উপজেলার চরতারাপুরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হামলার এক পর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে মোটরসাইকেল রেখে পালিয়ে যান অভিযুক্ত নেতা ফেরদৌস আলম ফিরোজ খান ও তার সহযোগীরা। পরে পুলিশ গিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে গণমাধ্যমের কাছে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ আলম। এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাতে চরতারাপুরের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্ত নেতা ফেরদৌস আলম ফিরোজ খান চরতারাপুর ইউনিয়নের পার্শ্ববর্তী সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও শুকচর গ্রামের মো. বকুল খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ফিরোজ সুজানগরের প্রভাবশালী নেতা হওয়ায় এই এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা এবং চরতারাপুরের বালিয়াডাঙ্গী ও দিঘী গোহাইলবাড়িসহ কয়েকটি বালুমহলের নিয়ন্ত্রণ করেন। এতে বাধা দিলে মাঝেমধ্যে এলাকাবাসীদের বাড়িঘরে হামলা করাসহ নানা হুমকি-ধামকি দেন। তারাবির নামাজ পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে প্রায় অর্ধশত সহযোগী নিয়ে ১৫-২০টি মোটরসাইকেলযোগে শুকচর গ্রামের শামসুল প্রামাণিকের বাড়িতে হামলা করেন।
তারা জানান, কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা বাড়িঘরে হামলা ও ভাঙচুর শুরু করেন। ঘরের ভেতর প্রবেশ করে ঘুমন্ত কয়েকজনকে টেনেহিঁচড়ে বের করে বেধড়ক মারধর করেন। এ সময় বাড়ির নারী সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে ৭টি মোটরসাইকেল রেখে পালিয়ে যান ফেরদৌস আলম ফিরোজ ও তার সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করে।
তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে অভিযুক্ত নেতা ফেরদৌস আলম ফিরোজ খান বলেন, ‘তারাবির নামাজের সময় ছেলেপেলেদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। পরে এটা নিয়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি হয়। আমি সেই ঘটনা শুনে দেখতে গিয়েছিলাম। কিন্তু এখানে বালুমহল নিয়ে কোনো ঘটনা ঘটেনি।’ পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ আলম বলেন, ‘তারাবির নামাজ পড়া নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়েছিল। একপক্ষ মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। পরে পুলিশ গিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া

উত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল

তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে : জামায়াত আমির

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

শুরু হতে যাচ্ছে 'ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’

সিরাজগঞ্জে বিএনপি দুই নেতার সব পদ স্থগিত

বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও মিলল যুবকের লাশ

বাংলাদেশে এনসিপি ও আ. লীগ একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ফুডি’র আয়োজন ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে

ধানমন্ডি ৩২-এ সেই ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন সংগীতশিল্পী ন্যান্সি

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব

আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

গাজায় এবার স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে টিউলিপের চিঠি, পাল্টা জবাব দুদকের

নাগরিকদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে দলীয় পদ থেকে অব্যাহতি

ইরান এক্সপো ২০২৫ এ অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ

গাজায় ইসরায়লী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল