অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে খেলাফত মজলিস নেতৃবৃন্দ
২২ জুলাই ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার। ২০১৪ সালে ভোটের আগেই ১৫৪ জন এমপি হয়ে গেছেন। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। এ সরকার নৈতিকভাবে অবৈধ সরকার। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না। বর্তমান সরকারের অধিনে কোনভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সরকার শান্তি চাইলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দল নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবিতে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল টাউন হল চত্ত্বরে সংগঠনের যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ও বরিশাল পূর্ব জেলা সভাপতি অধ্যাপক মুয়াজ্জেম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা শাব্বীর আহমদ, ডাঃ আবদুল্লাহ খান, যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রায়হান আলী, পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, বরিশাল মহানগরী সভাপতি মাওলানা আবদুল কাদের হোসনাবাদী, ঝালকাঠি জেলা সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ভোলা জেলা সভাপতি মাওলানা আবু জাফর আবদুল্লাহ, পিরোজপুর জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বরিশাল মহানগরী সাধারণ সম্পাদক মাস্টার শামসুল আলম নজরুল, বরিশাল পূর্ব জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নকিবুল আলম আলমগীর, পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান, বরগুনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম ফরাজী, ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, বরিশাল পশ্চিম জেলা সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম, ঝালকাঠী জেলা সাধারণ সম্পাদক রকিব বিন রাজ্জাক পলাশ।
নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, অতীতে কোন সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই তত্ত্বাবধায়ক অথবা যে নামেই হোক, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে। আলেম উলামাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক বলেন, গণ মানুষের দু:খ দুর্দশা দূর করতে হলে খোলাফায়ে রাশেদীনের আদর্শের আলোকে দেশ পরিচালনা করতে হবে। অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার দাবী হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে। কিন্তু বর্তমান সরকার রাতের আধারে জনপ্রতিনিধি নির্ভাচন করছে। এটা শুধু বিরোধী দল নয়, সরকারী দল- জোটের নেতারাও বলছেন যে জনগণ ভোট দিতে পারেনি। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, দল নিরপেক্ষ সরকারের দাবী এখন গণদাবিতে পরিণত হয়েছে। ২০১৪ ও ২০২৮ সালে নির্বাচনের নামে যে তামাশা হয়েছে তাতে বিদেশেও দেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। এ অবস্থার উন্নতির জন্য একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী