ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে : রিজভী
১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত আবার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুব কষ্ট পেয়েছে। ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরে এনে ক্ষমতায় বসানোর। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, ভারতীয় মিডিয়াতে একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য। ভারতকে বলবো শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে ভারতে তার জন্য আর একটা তাজমহল তৈরি করেন।
রোববার (১৭ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল-জুলুমকে মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতা-কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।
বিএনপি'র সিনিয়ন যুগ্ম মহাসচিব প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। সর্তক থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। একজন মেয়রের বাড়ি থেকে ভাত আনতে রাষ্ট্রের মাসে ২৫ লাখ টাকা খরচ। এটা ভাবা যায় দুর্নীতি কত হয়েছে তাহলে?
তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। পুলিশের একজন আইজি হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রীর দেশের বাহিরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের মেয়েকে নিয়োগ দিয়েছিলেন হিট অফিসার হিসেবে। আর মেয়ের জামাই ১০০ কোটি টাকা লুটপাট করে হয়েছেন সুপারহিট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দুপুরে শুধু ভাত আনার জন্যই মাসে খরচ হতো ২৫ লাখ টাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা রক্তপিপাসু, এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে।
রিজভী বলেন, জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন বলেই তিনি সব ধরনের খেলার জন্য উৎসাহ দিতেন। তার আগ্রহের কারণেই মোহাম্মদ আলীর মতো কিংবদন্তী বক্সারও বাংলাদেশে এসেছিলেন। বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল ও মানুষের ক্ষুধা নিবারণের দল। অপরদিকে আওয়ামীলীগ হচ্ছে লুটেরাদের দল, দুর্বৃত্তের দল ও টাকা পাচারকারীদের দল। বাংলাদেশ ঋণ পেয়েছিলো ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা আর আওয়ামী লীগ লুট করেছে ১৩ লাখ ৩৫ হাজার কোটি টাকা।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপি'র আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য রাখেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাবিনা-মনিকাদের ফ্রিজ উপহার দিলো ওয়ালটন
ময়মনসিংহে মাদক মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড
দুর্ঘটনায় আহত পরিচালক হিসাবকে দেখতে হাসপাতালে নোবিপ্রবি উপাচার্য
আইপিএলে খেলা নিয়ে ‘প্রত্যাশা সীমিত’ রিশাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা করা হয়েছে : প্রধান উপদেষ্টা
পশ্চিমা গণতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে গণঅধিকার পরিষদের বিনম্র শ্রদ্ধা
আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজের ভাবমুর্তি রক্ষার আহবান শিক্ষক-কর্মচারিদের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় সাবেক এমপি মুশফিকুর রহমানের এপিএস দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দূর্নীতি
টেলিটকের সঙ্গে এনআইডি সেবায় চুক্তি করতে চায় ইসি
কেজির মাপে গরু কিনে সেই পশু দিয়ে কোরবানী করা প্রসঙ্গে?
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
বনভোজনে মহেশখালীর ইউএনও মিকি মার্মা -অপসারণ দাবী
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোকানপাটে হামলা ভাংচুর
জানুয়ারিতে বই দেয়ার প্রস্তুতি নিচ্ছি - সিলেটে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোহিতকে পার্থ টেস্টে খেলতে বললেন সৌরভ
নির্বাচনী সংস্কার হয়ে গেলেই ভোটের রোডম্যাপ : প্রধান উপদেষ্টা
হাসিনা পালানোয় মায়া হলে তার জন্য আরও একটি তাজমহল নির্মাণ করুন : ভারতকে রিজভী
১০০ দিনে সরকারের কার্যক্রম খুব একটা খারাপ হয়নি : ব্যারিস্টার ফুয়াদ
সেই পলকেই এবার চ্যালেঞ্জ করলেন সুরো কৃষ্ণ!