প্রশ্ন: শাওয়াল মাসে রোজা রাখার গুরুত্ব কি?
১০ মে ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১২:০৩ এএম
উত্তর: দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। কেউ এখানে চিরকাল থাকবে না। একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে দিন চোখ দু‘টো বন্ধ হয়ে যাবে সে দিন বুঝে আসবে দুনিয়ার জীবনে অর্জিত নেকির কী লাভ? গুনাহের কী ক্ষতি? সে দিন নেকি যার যত বেশি হবে তার পরকাল তত সুন্দর হবে। অধিক নেকি অর্জনের মাস রমযান আমাদের থেকে বিদায় নিয়েছে। বরকতময় রমযান মাসে আল্লাহর প্রিয় বান্দাগণ ইবাদত-বন্দেগীতে নিমগ্ন থেকেছেন। সাধ্যমত চেষ্টা করেছেন দুনিয়া থেকে আখেরাতের পাথেয় জমা করে নেয়ার। রমযানের রোযা ছিল ফরজ ইবাতদ। শাওয়াল মাসের ছয়টি রোযা হল নফল। আল্লাহতায়ালা রোযার ব্যাপারে বলেন, ‘রোযা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব।’ (সহীহ মুসলিম, হাদীস : ১১৫১) সিয়াম সাধনার মাস রমযানে দিনের বেলা রোযা ও রাতের তারাবী মুমিনের অন্তরজুড়ে অপার্থিব সুখানুভূতি জাগ্রত করে তুলেছে। শাওয়ালের চাঁদ দেখে আল্লাহর আদেশে রোযার সমাপ্তি ঘটে গেল। পয়লা শাওয়াল ‘ঈদুল ফিতর’ উজ্জাপিত হল। মুমিন জীবনে ইবাদতের স্বাদÑ কাউকে বলে বোঝানো যাবে না। আল্লাহপ্রিয় বান্দারা পুরো রমযান সিয়াম-কিয়াম এর মাধ্যমে অন্তরে আমলের যে স্বাদ অনুভূত হয়েছেÑ অধিক পূণ্যার্জনের মাস রমযান শেষ হয়ে যওয়ায় মুমিন হৃদয়ে শুরু হয় এক বিশেষ হাহাকার। কী যেন হারানোর এক শূন্যতা মনের মাঝে ঝেঁকে বসে। অদৃশ্য যন্ত্রনায় তড়পাতে থাকে মুমিনহৃদয়। ঠিক সেই মুহূর্তে একপশলা বৃষ্টির মতো সান্ত¡নার পরশ নিয়ে হাজির হয় শাওয়ালের ছয়টি রোযা।
কেন রাখব ছয় রোযা? শাওয়ালের এ ছয়টি রোযার গুরুত্ব অপরসীম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদ পরবর্তী দিনগুলোতেএই রোযাগুলো রাখতেন। সাহাবীদেরকেও রাখার প্রতি উদ্বুদ্ধ করতেন। হযরত আবু আইয়ূব আনসারী (রা.) থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমযানে রোযা রাখল, সে যেন পুরো বছর রোযা রাখার সাওয়াব লাভ করে। (সহীহ মুসলিম, হাদীস :১১৬৪) মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নববী (রহ.) এই হাদীসের ব্যাখ্যায় বলেন, ‘আমাদের উলামায়ে কেরামদের মতে উত্তম হচ্ছে ঈদুল ফিতরের পরের ছয় দিন পরপর রোযাগুলো রাখা। তবে বিরতি দিয়েও রাখার অবকাশ রয়েছে। শাওয়ালের প্রথম দিন হল ঈদের দিন। এই দিনে রোযা রাখার বৈধতা ইসলামে নেই। এই দিনে যদি কেউ রোযা রাখেও নেকীতো হবেই না বরং গুনাহ হবে। শরিয়তের বিধান লঙ্ঘন করা চরম নিন্দনীয়। শাওয়ালের রোযাগুলো ঈদের পরের দিন থেকে ধারাবাহিকভাবেও রাখা যাবে। যদি কেউ একটা রোযা রেখে চার/পাঁচ দিন পর আরেকটি রাখে তাও রাখতে পারবে। শারিরীক সুস্থতার কথা বিবেচনা করে মাসের শুরু শেষ যে কোনো সময়রাখা যাবে কোনো অসুবিধা নেই। মোটকথা রোযাগুলো শাওয়াল মাসে যেভাবেই রাখা হোক আদায় হয়ে যাবে এবং নির্ধারিত ফজিলতও লাভ হবে ইনশাআল্লাহ।
সারা বছর রোযা রাখার সওয়াব লাভ : সারা বছর রোযা রাখার সাওয়াব কীভাবে লাভ হবে? আমরা দেখি আল্লাহ তার বন্দাদের নেক আমালের প্রতিদান বহুগুনে বাড়িয়ে দেন। আল্লাহপাক পবিত্র কোরআনে ঘোষণা করেন ‘যে একটি পূণ্যের কাজ করল, আল্লাহতায়ালা তাকে দশগুণ প্রতিদান দিয়ে থাকেন।’ (সূরা: আনআম, আয়াত : ১৬০) উপরোক্ত আয়াত থেকে সুষ্পষ্ট জানা যাচ্ছে, একটি নেক আমলের সাওয়াব দশগুন বাড়িয়ে দেয়া হয়। সে হিসেবে যে ব্যাক্তি রমযানের একমাস রোযা রাখল, সে ১০ মাস রোযা রাখার সাওয়াব পাবে। রমযানে ত্রিশ রোযা ও শাওয়ালের ছয় রোযা মিলে হয় ছত্রিশ রোযা। ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে, তিনশষাট রোযার সমান হয়ে যায় দিন অর্থাৎ ১বছর রোযা রাখা, অতএব যে ব্যক্তি রমযান ও শাওয়ালের মোট ছত্রিশটি রোযা রাখল, সে যেন পুরো বছর রোযা রাখল।এখানে একটা লক্ষণীয় বিষয় হল, শাওয়ালের ছয় রোযাÑ বছরজুড়ে রোযা রাখার ফজিলত ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে যে রমযানের সবগুলো ফরজ রোযা রেখেছে। তবে যাদের রমযানের ভাংতি বা কাজা রোযা রয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য করণীয় হল, রমযানের কাজা রোযা আগে আদায় করে নেয়া। তারপর সম্ভব হলে শাওয়ালের নফল রোযাগুলো রাখার চেষ্টা করা। আল্লাহ রব্বুল আলামীন মুসলিম উম্মাহকে শাওয়াল মাসের ৬টি রোযা রাখার তাওফিক দান করুন, আমিন।
উত্তর: মুহাম্মদ জিয়াউল হক, খতিব, মদিনা জামে মসজিদ, রায়পুরা, নরসিংদী।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ার বাইপাইলে মার্কেটে আগুন
ঢাবি সাদা দলে ভাঙন, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল
শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ