Header Ad

আহ্মাদ নামটির এত বিকৃতি কেন?

Daily Inqilab জাফর আহমাদ

১০ মে ২০২৩, ০৮:৪৬ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১২:০৩ এএম

দেশের একটি স্বনামধন্য মাসিক পত্রিকার বেশ ক’জন কলামিষ্টের নামের অংশ ‘আহমেদ’। তাদের একজন রাসুলুল্লাহ সা: জীবনের ওপর একটি সুন্দর প্রবন্ধ লিখেছেন অথচ আল্লাহর দেয়া রাসুলুল্লাহ সা: সম্মানসূচক নামটি নিজের নামের অংশবিশেষ ‘আহমেদ’। শব্দটি হবে আহ্মাদ, মিমের ওপর জবর দিলে কি মিম জবর ‘মে’ হয় না কি ‘মা’ হয়? জবর উচ্চারণকে অধিকন্তু আপনি মিম জবর ‘ম’ করতে পারেন। অর্থাৎ আহমদ, কিন্তু আহমেদ করতে পারেন না। আবার অনেকে আহম্মদ অর্থাৎ মিমের ওপর তাশদীদ করেন। আমি আমার ছোট্ট জ্ঞানে অনেক চিন্তা-ভাবনা করে আহাম্মাদ, আহাম্মদ, আহম্মদ ও আহমেদ এর অর্থ পেলাম না। মাঝে মধ্যে আরবী জ্ঞানের স্বল্পতার জন্য প্রতিবাদও করতে পারি না। বেশ কয়েকজনকে এ ভুল ধরায় ভিন্ন ভিন্ন অভিব্যাক্তি প্রকাশ করেছেন। একজন বললেন, আরবীকে অন্যান্য ভাষায় উচ্চারণ করলে এদিক সেদিক হয়েই থাকে। তাই বলে কি মিম জবর ‘ম্ম’ বা ‘মে’ হবে? অন্য একজন বিষয়টির কোন পাত্তাই দিলেন না। ভাবখান হলো, এ সমস্ত সামান্য বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? ওনাদের সকলেই ইসলামী অনুশাসনের অনুসারী বিধায় আমি আরো বেশী সংশয়ের মধ্যে পড়ে যাই। ভুলটা মনে হয় আমারই।

আহমাদ শব্দের অর্থ ‘অধিক প্রশংশিত’। আরবী রূপান্তর প্রক্রিয়ায় এটি ‘ইসমে তাফযীল’ এর শব্দ। যাকে ইংলিশে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। অর্থাৎ অধিক প্রশংসিত। আরো সম্মানের বিষয় হলো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ নামটি স্বয়ং আল্লাহ তা’আলার দেয়া অত্যন্ত সম্মানসূচক একটি নাম। আল্লাহ বলেন,“ আর স্মরণ করো, ঈসা ইবনে মারয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল। আমি সেই তাওরাতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে এবং একজন রাসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম ‘আহমাদ’।”(সুরা সফ:৬) নবী সা: বলেন “আমার নাম মুহাম্মাদ, আমার নাম আহমাদ, আমার নাম মাহী, যার উসিলায় কুফর, শিরক নিশ্চিহ্ন হচ্ছে। আমার নাম হাশির, আমার নাম আকিব। (মুসলিম)

অথচ অত্যন্ত দু:খের সাথে উল্লেখ করতে হয় যে, আমাদের এতদঞ্চলে এ নামটি অত্যন্ত বেশী বিকৃতি সাধন করা হয়। হৃদয় আরো ভারাক্রান্ত হয়, যখন কোন স্বনামধন্য ব্যক্তি, কবি, সাহিত্যিক, কলামিষ্ট ও ইসলামী স্কলারের নামের সাথে সংযুক্ত এ শব্দটির বিকৃতরূপ দেখা যায়। এমন কি অনেক দায়িত্বশীল দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকাগুলোও এ বিকৃতরূপটিই উপস্থাপন করে থাকে। কেউ কেউ আহম্মদ, কেউ বা আহাম্মদ, কেউ কেউ আবার একটু ফ্যাশন যাহির করার জন্য ‘আহমেদ’ লিখে থাকেন। এ সব ক’টিই মারাত্বক ভূল। এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে “আহমাদ”।

মাত্র ক’দিন আগে দেশের বিখ্যাত এক দীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিখ্যাত একজন ব্যক্তিত্বের নামের সাথে সংযুক্ত প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নামটি তাঁর কোন এক ভক্ত বিকৃত রূপ ‘আহমেদ’(?) লিখেছেন। একটি ইসলামী প্রতিষ্ঠানের হাই অফিসিয়ালের নামের সাথে ‘আহাম্মদ’(?)। শুরুতেই বলেছি, সাহস নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলো, তিনি কোন পাত্তাই দিলেন না। দেশের বহুল প্রচারিত একটি পরিশলিত জাতীয় দৈনিকের ইসলামী পাতায় প্রায়শই কিছু কিছু ইসলামী প্রাবন্ধিক সুন্দর সুন্দর ইসলামী জ্ঞানগর্ব প্রবন্ধ লিখেন অথচ নামের অংশে ‘আহম্মদ’ বা ‘আহমেদ’(??) অথবা প্রবন্ধের ভেতরে এ ধরণের বিকৃত শব্দগুলো পরিলক্ষিত হয়। ইসলামী ঘরণার একটি মাসিক এ ইসলামী প্রাবন্ধিক ও অন্য বেশ কয়েকজন পরিশীলিত কবি অথচ নামের সাথে ‘আহমেদ’(?)

কিছুদিন আগে বেশ ক’টি দৈনিক ও মাসিক এ “নামের বিকৃতি একটি জুলুম” ও “আহমাদ তিনি বহু প্রশংসিত” প্রবন্ধ লিখে ছিলাম। প্রকাশিতও হয়েছিল। এবারের লিখাটি ভিন্ন শিরোনামে পুনরায় লিখলাম। ভাষা একটু কড়া হয়েছে। মাফ করবেন। কিন্তু আমার কড়া কথার চেয়েও আল্লাহর ধমকী আরো মারাত্মক। সুরা হুজরাত পড়বেন, দেখবেন আল্লাহ তা’আলা কি বলেছেন। মনে রাখবেন, এমন ইসলামী পরিভাষায় এই বিকৃত তথা আহম্মদ, আহাম্মদ, আহমেদ শব্দগুলোর কোন অর্থ হয় না। আর কোন অর্থ হলেও আল্লাহর দেয়া ‘আহমাদ’ এর উদ্দেশ্যকে পরিপূর্ণ করে না।

একটু চিন্তা করার অনুরোধ করবো, এ বিকৃত শব্দটির দ্বারা এমন এক মহান ব্যক্তিত্বের নামকে বিকৃত করা হয়, যার সাথে সামান্য বেয়াদবী করলে দুনিয়া-আখিরাত উভয়ই বিনষ্ট হয়ে যাবে বলে আল্লাহ হুশিয়ার করেছেন। যার মর্যাদা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন এ ভাবে বলেছেন যে, “হে মুমিনগণ! নিজেদের আওয়াজকে রাসুলের আওয়াযের চেয়ে উঁচু করোনা, উচ্চস্বরে নবীর সাথে কথা বলোনা, যেমনি ভাবে তোমরা নিজেরা পরস্পর বলে থাকো। এমন যেন না হয় যে, তোমাদের আমলসমুহ তোমাদের অজান্তেই বরবাদ হয়ে যায়। (সুরা হুজরাত-২) যার গলার আওয়াজ থেকে আপনার আওয়াজ একটু উচ্চ হলে যদি আপনার আমলসমূহই বাতিল হয়ে যায়, তাহলে তাঁর নামটিই যদি আপনি বিকৃত করে ফেলেন, যেই সকল বিকৃতির ফলে নামটির কোন অর্থই না হয়, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে ? আল্লাহ! আমাদের মাফ করো।

হুজরাতের ২ নং আয়াতের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের বিকৃতি আরো দু:সাহসিক ও মারাত্বক বেয়াদবী। আহমাদ ও মুহাম্মাদ ছাড়াও আল-কুরআনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো কতগুলো সিফাতি নাম উল্লেখ পাওয়া যায় যে গুলোর অনুসারেও আমরা আমাদের নাম রেখে থাকি। যেমন: ‘নবী’ কে নবীউল্লাহ বা নবী হোসেন, ‘রাসুল’ কে মাহবুবে রাসুল, ‘আব্দুলাহ’কে সরাসরি আব্দুল্লাহ, ‘মুয্যাম্মিল’ কে মুযাম্মেল হোসেন, মুযাম্মেল হক, ‘মুদ্দাস্সির’ কে মুদ্দাসির হোসেন, ‘শাহিদ’ কে শহিদুল ইসলাম বা শাহিদ উল্লাহ, ‘বাশীর’ কে বশির উল্লাহ, বাশিরুল হক, বশির আহমাদ, ‘নাযীর’ কে নাযীর আহমাদ, ‘মুবাশ্িশর’কে মুবাশশির হোসেন, ‘আমীন’ কে আল আমীন, ‘সিরাজুম মুনীরা’ কে মেয়েদের না রাখা হয়। এ নাম সমুহের পঠনে এবং লিখনেও মাঝে মাঝে ভুল পরিলক্ষিত হয়। তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, আমাদের এ এলাকায় একটি নাম খুব মারাত্মক। তাহলো, ‘গোলাম রাসুল বা গোলামুর রসুল’ অর্থ্যাৎ রাসুলের গোলাম। প্রকৃতপক্ষে আমরা তো রাসুলের গোলাম নই বরং আমরা হলাম আল্লাহর গোলাম। আবেগের বশবর্তি হয়ে রাখা এ নামটি দয়া করে পরিবর্তন করুন।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন:-“তোমরা পরস্পরকে খারাপ নামে ডেকোনা। ঈমান গ্রহণের পর গোনাহের কাজে প্রসিদ্ধি লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার। যারা এ আচরণ পরিত্যাগ করেনি তারাই জালেম।”(সুরা হুজুরাত ঃ ১১) কোন ব্যক্তিকে এমন নামে যেন ডাকা না হয় অথবা এমন উপাধি না দেয়া হয় যা তার অপছন্দ, তার অবমাননা হয় এবং তার মর্যাদায় আঘাত লাগে। আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে, একজন ব্যক্তিকে বিশেষ কোন বাক্য বা বিকৃত নাম দিয়ে ক্ষ্যাপানো হয়। এটি যতই ঠাট্রাচ্ছলে কার হোক না কেন ? সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বাক্য বা বিকৃত নামটি শুনে যেহেতু মনে কষ্ট অনুভব করেন,তাই এটি উল্লেখিত আয়াতের আলোকে জঘন্য ব্যাপার।

 

লেখক: ম্যানেজার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. জিন্দাবাজার, সিলেট।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

বাংলাদেশে প্রথমবারের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্স (পিএমআরসি) অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথমবারের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্স (পিএমআরসি) অনুষ্ঠিত

এডিস মশা কামড় দেয়ার সময় চিনবেনা কে মেয়র-কাউন্সিলর ইমাম-খতিব: ডিএনসিসি মেয়র

এডিস মশা কামড় দেয়ার সময় চিনবেনা কে মেয়র-কাউন্সিলর ইমাম-খতিব: ডিএনসিসি মেয়র

প্রাচীন ধর্ম সনাতকে শুধু শ্রদ্ধা নয় এ সম্পর্কে জানতে হবে, ইসকনের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

প্রাচীন ধর্ম সনাতকে শুধু শ্রদ্ধা নয় এ সম্পর্কে জানতে হবে, ইসকনের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাস্বত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহরিয়ার

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাস্বত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহরিয়ার

১০-১৫ দিনের মধ্যে বর্তমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর চেষ্টা চলছে : নসরুল

১০-১৫ দিনের মধ্যে বর্তমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর চেষ্টা চলছে : নসরুল

Header Ad
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আজমত উল্লা খান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আজমত উল্লা খান

আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেয়া হবে

আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেয়া হবে

বাজেট সম্পর্কে আলোচনায় ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : স্পিকার

বাজেট সম্পর্কে আলোচনায় ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : স্পিকার

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য : প্রধানমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য : প্রধানমন্ত্রী

দুর্বিষহ জনজীবন

দুর্বিষহ জনজীবন

পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে : প্রধানমন্ত্রী

পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে : প্রধানমন্ত্রী

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা : বিমান প্রতিমন্ত্রী

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা : বিমান প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের সঙ্গে ইওয়ামা কিমিনোরি ও জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে ইওয়ামা কিমিনোরি ও জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

নালিতাবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নালিতাবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন : আইনমন্ত্রী

লোডশেডিং আরো দুই সপ্তাহ

লোডশেডিং আরো দুই সপ্তাহ

সাগরে ভারতীয় জেলেদের মাছ ধরা ঠেকাবে

সাগরে ভারতীয় জেলেদের মাছ ধরা ঠেকাবে