মা-বাবার রুহানী ক্ষমতা

Daily Inqilab জাফর আহমাদ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম

হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সা: এর কাছে এসে বলল:হে আল্লাহর রাসুল মানুষের মধ্যে কে আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশী যোগ্য। তিনি বললেন: “তোমার মা।” সে বললো: তারপর কে? তিনি বললেন:“তোমার মা।” সে বললো, তারপর কে? তিনি বললেন:“তোমার মা।” সে বললো, তারপর কে? তিনি বললেন: “তোমার বাবা।”(বুখারী ও মুসলিম)

পৃথিবীতে অত্যন্ত স্পর্শকাতর একটি শব্দ মা। আল কুরআন ও হাদীসে অত্যন্ত জোরালোভাবে এই মানবতার কথা বলা হয়েছে। যেই মানবতার কারণে আপনার দুনিয়া ও আখিরাতে কল্যাণের দ্বার উন্মাচিত হয়ে যেতে পারে। আবার একই মানবতার কারণে আপনার দুনিয়া ও আখিরাত উয়য়ই বরবাদ বা সংকোচিত হয়ে যেতে পারে। সুতরাং সাবধান! মায়ের সাথে অসদ্ব্যবহার করবেন না। তাঁদেরকে ধমকের স্বরে কথা বলবেন না। তাঁর প্রতি অসদাচরণ করবেন না। তাঁদের প্রতি সর্বদা দয়া, কোমল ও শ্রদ্ধার সাথে বিন¤্র ভাষায় কথা বলুন।

আল্লাহ তা’আলা বলেন, “পিতামাতার সাথে ভাল ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোন একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে ‘উহ’ পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোওয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। তোমাদের রব ভালোই জানেন তোমাদের মনে কিআছে। যদি তোমরা সৎকর্মশীল হয়ে জীবন যাপণ করো, তাহলে তিনি এমন লোকদের প্রতি ক্ষমাশীল যারা নিজের ভুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দেগীর নীতি অবলম্বন করার দিকে ফিরে আসে।”(সুরা বনী ইসরাঈল:২৩-২৪)

পিতা-মাতার শক্তি এতবেশী যে, তাঁদের ডাক শক্তিশালী মিসাইলের মতো, যা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানে। অর্থাৎ তাঁদের ডাক আল্লাহ শোনেন এবং কবুল করেন। ভাই! আপনি বুঝেন না কেন, মহান আল্লাহ আল কুরআনে তাঁর তাওহীদের কথা ব্যক্ত করার পর পরই পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। মা ও বাবা সম্পর্কে কুরআন ও হাদীসে বিশদ আলোচনা এসেছে। আল্লাহ তা’আলা তার কথা বলার পর পরই পিতা-মাতার কথা বলেছেন। আমাদের অনেকেই বিখ্যাত, সুপ্রসিদ্ধ ও অত্যন্ত স্পর্শকাতর সেই হাদীসটির কথা জানি, চলুন আবারও তা জেনে নেই এবং নিজেদের উপলব্ধিকে জাগ্রত করার চেষ্টা করি যে, পৃথিবীতে মায়ের রুাহানী ক্ষমতা ও শক্তি কতটুকু। তাঁদের অসন্তুষ্টি আল্লাহর দরবারের কোথায় গিয়ে বাঁধা পড়ে তা নিচের হাদীসখানা থেকে জেনে নিন।

ইমাম তাবারানী ও ইমাম আহমাদ একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসুল সা: এর যুগে আলকামা নামে মদীনায় এক যুবক বাস করতো। সে সালাত, সাওম ও সাদাকার মাধ্যমে আল্লাহ তা’আলার ইবাদাত বন্দেগীতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকতো। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসুল সা: এর কাছে খবর পাঠালো যে, “আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে। হে রাসুল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরী মনে করছি।” রাসুল সা: তৎক্ষণাত হযরত আম্মার, সুহাইব ও বিলাল রা: কে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে, “তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও।” তারা গিয়ে দেখলেন, আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে। তাই তাঁরা তাকে “লাইলাহা ইল্লাল্লাহ” পড়াতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সে কোনমতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না। অগত্যা তাঁরা রাসুল সা: কে খবর পাঠালেন যে, আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিল তার কাছে রাসুল সা: জিজ্ঞোস করলেন: আলকামার পিতামাতার কেউ কি জীবিত আছে? সে বললো: হে রাসুল সা:, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছেন। রাসুল সা: তৎক্ষণাত তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন: “তাকে গিয়ে বল যে, তুমি যদি রাসুল সা: এর কাছে যেতে পারো তবে চল, নচেত অপেক্ষা করো। তিনি তোমার সাথে সাক্ষাত করতে আসছেন।” দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সা: যা বলেছিলেন তা জানালো। আলকামার মা বললেন:“ রাসুল সা: এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক। তাঁর কাছে বরং আমিই যাবো। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল সা: এর কাছে এসে সালাম করলেন। রাসুল সা: সালামের জবাব দিয়ে বললেন” ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন। আর যদি মিথ্যা বলেন, তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিলো? বৃদ্ধা বললেন: “হে আল্লাহর রাসুল, সে প্রচুর পরিমাণ সালাত, সওম ও সদকা আদায় করতো।” রাসুল সা: বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন:“হে আল্লাহর রাসুল, আমি তার প্রতি অসন্তুষ্ট।” রাসুল সা: বললেন: কেন? বৃদ্ধা বললেন:“সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রাধিকার দিতো এবং আমার আদেশ অমান্য করতো।” রাসুল সা: বললেন: আলকামার মায়ের অসন্তোষ হেতু কলেমা উচ্চারণে আলকামার জিহবা আড়ষ্ট হয়ে গেছে।”

তারপর রাসুল সা: বললেন:‘হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমানের কাষ্ঠ যোগাড় করে নিয়ে আসো।” বৃদ্ধা বললেন: হে আল্লাহর রাসুল, কাষ্ঠ দিয়ে কি করবেন? রাসুল সা: বললেন: “আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দিবো।” বৃদ্ধা বললেন: “হে আল্লাহর রাসুল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন তা আমি সহ্য করতে পারবো না।” রাসুল সা: বললেন:“ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে, আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর সন্তুষ্ট হয়ে যান। নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম, যতক্ষণ আপনি তার ওপর অসন্তুষ্ট থাকবেন, ততক্ষণ সালাত, সওম ও সদকা দিয়ে আলকামার কোন লাভ হবে না।” এ কথা শুনে আলকামার মা বললেন: হে আল্লাহর রাসুল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত, তাদের সকলকে স্বাক্ষী রেখে বলছি যে, আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি।” রাসুল সা: বললেন, “ওহে বেলাল, এবার আলকামার কাছে যাও। দেখ, সে লাইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। কেননা আমার মনে হয়, আলকামার মা আমার কাছে কোন লাজলজ্জা রা রেখে যথার্থ কথাই বলেছে।” হযরত বেলাল রা: তৎক্ষণাত গেলেন। শুনতে পেলেন, ঘরের ভেতর তেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে “লাইলাহা ইল্লাল্লাহ।” অত:পর বেলাল রা: গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন: শুনে রাখ, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি। পরে সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে তার জিহবা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে। অতপর আলকামা সেদিনই মারা যায় এবং রাসুল সা: নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার সালাত পড়ান এবং দাফনে শরীক হন। অত:পর তাঁর কবরে দাঁড়িয়ে রাসুল সা: বলেন: হে াানসার ও মুহাজিরগণ! যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয়, তার ওপর আল্লাহর, ফিরিশতাগণ ও সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ তার পক্ষে কোন সুপারিশ গ্রহণ করবেন না। কেবল তাওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষই আল্লাহর অসন্তোষ।”

তিনটি জিনিসকে তিনটি জিনিসের সাথে এমনভাবে জুড়ে দেয়া হয়েছে যে, এরএকটি ছাড়া অন্যটি মূল্যহীন। হযরত ইবনে অব্বাস রা বলেছেন: তিনটি আয়াত তিনটি বস্তুর সাথে যুক্ত হয়ে নাযিল হয়েছে। এর একটি বাদ দিলে অপরটি কবুল হয় না। প্রথমটিতে আল্লাহ বলেছেন “আল্লাহ অনুগত্য কর ও রাসুলের আনুগত্য কর।” যে ব্যক্তি আল্লাহকে মানবে ও রাসুলকে মানবে না, তার আল্লাহকে মানা কবুল হবে না। দ্বিতীয়টিতে আল্লাহ বলেন,“তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও।” যে ব্যক্তি সালাত পড়বে অথচ যাকাত দিবে না. তার সালাত কবুল করা হবে না।

তৃতীয়টিতে আল্লাহ বলেন,“তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হও।” যে শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে না, তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অর্থহীন ও অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এ জন্য রাসুলুল্লাহ সা: বলেছেন, ‘মাতাপিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত এবং মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত।(তিরমিযি)

সুতরাং পিতা-মাতা হলো আপনার আমার সুভাগ্যের ভা-ার। এই ভা-ার থেকে চাইলে আপনি দুনিয়া ও আখিরাতের কল্যাণ গ্রহণ করতে পারেন। আবার এই দু’জন মানুষ এতটাই স্পর্শকাতর যে, তাদের সাথে বদ আচরণের কারণে আপনি দুনিয়া ও আখিরাত দু’টো হারাতে পারেন। দু:সাহসী সেই সন্তানদেরকে সাবধান করে দিচ্ছি বৃদ্ধাশ্রমে পিতা-মাতাকে রাখার চিন্তা, কল্পনাও যদি কোন সময় আপনার মাথায় কখনো এসে থাকে, তবে আল্লাহর ফায়সালা চলে আসার আগেই তাড়াতাড়ি তওবা করুন। আল্লাহর ফায়সালা যদি চলেই আসে, তখন পালাবার পথ পাবেন না। কারণ আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিণ হয়ে থাকে। পিতা-মাতার সন্তুষ্টির জন্য আজ থেকেই আপ্রাণ চেষ্টা করুন। যে কোন কিছুর মূল্যে তাঁদেরকে রাজি-খুশি করান। । “রাব্বির হামহুমা কামা রাব্বা এয়ানি ছাগিরা।

লেখক: গবেষক ও কলামিস্ট।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ইসলামি অর্থনীতির স্বরূপইসলামি অর্থনীতির স্বরূপ
হাজারো পীর-আউলিয়ার শিরোভূষণ সৈয়দ সুফি ফতেহ আলী ওয়াইসি (র.)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ঘুষ : দেয়া-নেয়া দুটিই অপরাধ
আরও

আরও পড়ুন

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন

শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন